ডেনিম ওয়াশঃ-
১৮৭০-এর দশকে খনি শ্রমিক ও কাউবয়েসের কাজের পোশাক হিসাবে “নীল জিন্স” শুরু হওয়ার পর থেকে , এই আইকোনিক গার্মেন্টস সারা বিশ্বে প্রতিদিনের গুরুত্বপূর্ণ পরিধানের পোশাক হিসাবে একটি জনপ্রিয় উপাদান হয়ে উঠেছে। বিভিন্ন স্বাদ এবং ফ্যাশনের গুরুত্ব উপলব্ধি করে যে প্রক্রিয়াগুলো সম্পন্ন করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য প্রক্রিয়াগুলোয় রয়েছে জিন্সের একটি নির্দিষ্ট অংশে ডিসট্রেস্ট লুক , অপেক্ষাকৃত পুরাতন , ছেঁড়া একটা ভাব কিন্তু অবশ্যই নিঁখুত এবং কার্যকরী। গার্মেন্টেসে ওয়াশিং প্রক্রিয়া ইন্ডিগো ডাইড জিন্সের দৃঢ়তামুলক বৈশিষ্ঠ্য প্রদান করে এবং বিভিন্ন ধরনের ওয়াশ প্রসেস এপ্লাইয়ের ফলে গার্মেন্টসে বিভিন্ন ধরনের ফ্যাশনেবল লুক পাওয়া যায়।
১৮৭০-এর দশকে খনি শ্রমিক ও কাউবয়েসের কাজের পোশাক হিসাবে “নীল জিন্স” শুরু হওয়ার পর থেকে , এই আইকোনিক গার্মেন্টস সারা বিশ্বে প্রতিদিনের গুরুত্বপূর্ণ পরিধানের পোশাক হিসাবে একটি জনপ্রিয় উপাদান হয়ে উঠেছে। বিভিন্ন স্বাদ এবং ফ্যাশনের গুরুত্ব উপলব্ধি করে যে প্রক্রিয়াগুলো সম্পন্ন করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য প্রক্রিয়াগুলোয় রয়েছে জিন্সের একটি নির্দিষ্ট অংশে ডিসট্রেস্ট লুক , অপেক্ষাকৃত পুরাতন , ছেঁড়া একটা ভাব কিন্তু অবশ্যই নিঁখুত এবং কার্যকরী। গার্মেন্টেসে ওয়াশিং প্রক্রিয়া ইন্ডিগো ডাইড জিন্সের দৃঢ়তামুলক বৈশিষ্ঠ্য প্রদান করে এবং বিভিন্ন ধরনের ওয়াশ প্রসেস এপ্লাইয়ের ফলে গার্মেন্টসে বিভিন্ন ধরনের ফ্যাশনেবল লুক পাওয়া যায়।
এই প্রযুক্তিগত বুলেটিনে আমরা জিন্সের উপর প্রয়োগকৃত বিভিন্ন ধরনের ওয়াশিং প্রক্রিয়া এবং এই ওয়াশিং এর প্রভাব নিয়ে আলোচনা করব।
ডেনিম্ ওয়াশিং এর ফলে সৃষ্ট প্রভাবঃ-
- চেহারা / রঙ পরিবর্তন
- নরম করা
- আকৃতিগত স্থায়িত্ব
- ভিন্ন ভিন্ন হ্যান্ডলিং অনুভূতি
ডেনিম ওয়াশিং এর কয়েকটি পদ্ধতিঃ-
প্রি-ট্রিটমেন্টের পরেই মুলত ডেনিম গার্মেন্টসটিকে ওয়াশিং প্রসেসের জন্য প্রস্তুত করা হয়।
নিম্নে উল্লেখিত ভিন্ন ভিন্ন পদ্ধতি এক্ষেত্রে ব্যবহার করা যেতে পারেঃ-
- স্টোনওয়াশ
- এসিড ওয়াশ
- রিন্স ওয়াশ
- এনজাইম ওয়াশ
- ব্লিচ ওয়াশ
স্টোন ওয়াশ ডেনিমের ক্ষেত্রে বহুল প্রচলিত একটি প্রক্রিয়া। এই ওয়াশ ডেনিমের ক্ষেত্রে নীলাভ একটি প্রভাব তৈরি করে যা ফ্যাশান জগতের জন্য খুবই বিখ্যাত। এই ওয়াশ ডেনিমে ওল্ড লুক তৈরি করে।ডেনিম গার্মেন্টস প্রজন্মের প্রসেসের গতি বাড়ানোর জন্য সত্তর দশকের শেষের দিকে পিউমিক স্টোন (ঝামা পাথর) আবিষ্কৃত হয়। পিউমিক স্টোন দিয়ে স্টোন ওয়াশ করা হয়।
চিত্রঃ- স্টোন ওয়াশড ডেনিম (গুগল)
অ্যাসিড ওয়াশ
এই ওয়াশের প্রধান লক্ষ্য পোশাকের উপর অমসৃণ চেহারা উৎপাদন। অ্যাসিড ওয়াশ পটাশ এবং পাথর দ্বারা সম্পন্ন করা হয়। প্রথমে, স্টোনকে পটাশের সলুশনে ডুবাতে হবে তারপর সামান্য শুষ্ক পাথর এবং একটি ওয়াশিং মেশিনের মাধ্যমে ওয়াশ করে ফেলতে হবে। সবশেষে আমরা গার্মেন্টসের একটি অমসৃণ লুক দেখতে পাব।
চিত্রঃ এসিড ওয়াশড ডেনিম (গুগল)
রিন্স ওয়াশ
রিন্স ওয়াশ ডেনিম গার্মেন্টসের জন্য মৌলিক একটি ওয়াশিং প্রক্রিয়া। এটি ডার্ক ওয়াশ নামেও পরিচিত। ডেনিমটিকে আরামদায়ক করার জন্য এই ওয়াশ করা হয়। এই পদ্ধতিতে ডেনিমকে প্রস্থ বরাবর ডিসাইজড করা হয় ওপেন ওয়াইডথ ওয়াশিং মেশিনে এবং এই প্রক্রিয়ায়া ডাই সলুশন ধুয়ে চলে যায় না। এই প্রক্রিয়ার একটি বড় অসুবিধা হল এতে ত্রুটিপূর্ণ ঘর্ষণের প্রভাব সৃষ্টি হয়।
এনজাইম ওয়াশ
যে ওয়াশিং পদ্ধতিতে এনজাইম ব্যবহার করা হয় তাকে এনজাইম ওয়াশ বলে। এই এনজাইম নিরপেক্ষ বা অ্যাসিড হতে পারে যা সেডের চাহিদার উপর নির্ভর করে। এই এনজাইম ওয়াশ পোশাকে বিভিন্ন ধরনের ঘর্ষণ ইফেক্ট উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। ফলে, পোশাক দেখতে খুব সুন্দর হয়। এনজাইম ওয়াশের প্রধান লক্ষ্য কোন ডেনিম পোশাকের চেহারা পরিবর্তন করা।
ব্লিচ ওয়াশ
ব্লিচ ওয়াশের মধ্যে, একটি শক্তিশালী অক্সিডেটিভ ওয়াশিং এজেন্ট যুক্ত করা হয় এবং এর সাথে পিউমিক স্টোন সংযুক্ত করা হতেও পারে কিংবা না ও হতে পারে। এই প্রক্রিয়ায় ওয়াশিং এর উদ্দেশ্য, গার্মেন্টস হতে গাড় নীল সেড দূর করা। এবং এটি অক্সিডেটিভ কেমিক্যালের সাথে ইন্ডিগো ডাই ধ্বংস করার মাধ্যমে সম্পন্ন করা হয়। তবে এই প্রক্রিয়ার বড় একটি সমস্যা হল এতে ফাইবার ড্যামেজ হয় এবং বিপুল পরিমাণে দূষিত পানি নির্গত হয়।
রিন্স ওয়াশ ডেনিম গার্মেন্টসের জন্য মৌলিক একটি ওয়াশিং প্রক্রিয়া। এটি ডার্ক ওয়াশ নামেও পরিচিত। ডেনিমটিকে আরামদায়ক করার জন্য এই ওয়াশ করা হয়। এই পদ্ধতিতে ডেনিমকে প্রস্থ বরাবর ডিসাইজড করা হয় ওপেন ওয়াইডথ ওয়াশিং মেশিনে এবং এই প্রক্রিয়ায়া ডাই সলুশন ধুয়ে চলে যায় না। এই প্রক্রিয়ার একটি বড় অসুবিধা হল এতে ত্রুটিপূর্ণ ঘর্ষণের প্রভাব সৃষ্টি হয়।
চিত্রঃ- রিন্স ওয়াশড ডেনিম (গুগল)
এনজাইম ওয়াশ
যে ওয়াশিং পদ্ধতিতে এনজাইম ব্যবহার করা হয় তাকে এনজাইম ওয়াশ বলে। এই এনজাইম নিরপেক্ষ বা অ্যাসিড হতে পারে যা সেডের চাহিদার উপর নির্ভর করে। এই এনজাইম ওয়াশ পোশাকে বিভিন্ন ধরনের ঘর্ষণ ইফেক্ট উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। ফলে, পোশাক দেখতে খুব সুন্দর হয়। এনজাইম ওয়াশের প্রধান লক্ষ্য কোন ডেনিম পোশাকের চেহারা পরিবর্তন করা।
চিত্রঃ- এনজাইম ওয়াশড ডেনিম (গুগল)
ব্লিচ ওয়াশ
ব্লিচ ওয়াশের মধ্যে, একটি শক্তিশালী অক্সিডেটিভ ওয়াশিং এজেন্ট যুক্ত করা হয় এবং এর সাথে পিউমিক স্টোন সংযুক্ত করা হতেও পারে কিংবা না ও হতে পারে। এই প্রক্রিয়ায় ওয়াশিং এর উদ্দেশ্য, গার্মেন্টস হতে গাড় নীল সেড দূর করা। এবং এটি অক্সিডেটিভ কেমিক্যালের সাথে ইন্ডিগো ডাই ধ্বংস করার মাধ্যমে সম্পন্ন করা হয়। তবে এই প্রক্রিয়ার বড় একটি সমস্যা হল এতে ফাইবার ড্যামেজ হয় এবং বিপুল পরিমাণে দূষিত পানি নির্গত হয়।
চিত্রঃ- ব্লিচ ওয়াশড ডেনিম (গুগল)
*রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত
12 Comments
very useful blog. keep it up. thank you and best of luck
ReplyDeleteআশা করি সর্বদা আপনাকে আমাদের পাশে পাব।
Deleteএই পোস্ট টা খুবই উপকারী এবং তথ্যবহুল। তবে আমি অনুরোধ করছি এই একই ভাবে ডেনিমের ড্রাই প্রসেস গুলোকে নিয়ে একটি পোস্ট দেয়ার জন্য।
ReplyDeleteডেনিমের ড্রাই প্রসেস ছাড়া আর কি কি প্রসেস নিয়ে লেখা যায় এই সম্পর্কে আপনার পরামর্শ আশা করছি।
Deleteআপনি নিশ্চয় জানেন ডেনিমের সবচেয়ে গুরুত্বপুর্ন দুইটা জিনিস হচ্ছে ফেব্রিক কন্সট্রাকশন এবং ওয়াশ। এই দুইটা বিষয়ের অন্তর্ভুক্ত সকল কিছু যদি আপনি প্রতিটা বিষয় আলাদা ভাবে বিস্তারিত আলোচনা করেন তাহলে সেটা সকল মারচেন্ডাইজারদের জন্য(বিশেষ করে ডেনিম মারচেন্ডাইজার) অত্যন্ত উপকারি একটি পোস্ট হবে।
Deleteহুম অবশ্যই আমরা চেষ্টা করব। এবং সেই ধারাবাহিকতায় কাল অর্থাৎ ০১/০২/১৮ তারিখের পোস্টটি খেয়াল করে দেখতে পারেন। আপাতত আমরা ডেনিমের ওয়াশিং এর উপর কাজ করছি এবং খুব শীঘ্রই যথেষ্ট সাড়া পেলে কন্সট্রাকশন নিয়ে কাজ করব।
DeleteNice
ReplyDeleteবিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দিয়ে আমাদের পাশে থাকবেন।
Deleteঅনেক অনেক ধন্যবাদ। শুভ কামনা রইল আগামির দিন গুলির জন্য।
ReplyDeleteIt's very helpful
ReplyDeleteডেনিম ওয়াশিং এ কি কি পদ গুলো আছে এবং কিভাবে এক জন ব্যক্তি ওয়াশিং হেড হতে পারেন। জানালে খুব ই উপকৃত হবো।
ReplyDeleteCAD & Pattern related kono blog nai?
ReplyDelete