Ticker

6/recent/ticker-posts

ডেনিমের স্টোন ওয়াশিং প্রক্রিয়া

স্টোন ওয়াশঃ-
স্টোন ওয়াশ ডেনিমের ক্ষেত্রে বহুল প্রচলিত একটি প্রক্রিয়া। এই ওয়াশ ডেনিমের ক্ষেত্রে নীলাভ একটি প্রভাব তৈরি করে যা ফ্যাশান জগতের জন্য খুবই বিখ্যাত। এই ওয়াশ ডেনিমে ওল্ড লুক তৈরি করে।ডেনিম গার্মেন্টস প্রজন্মের প্রসেসের গতি বাড়ানোর জন্য সত্তর দশকের শেষের দিকে পিউমিক স্টোন (ঝামা পাথর) আবিষ্কৃত হয়। পিউমিক স্টোন দিয়ে স্টোন ওয়াশ করা হয়।



                                                                                      চিত্রঃ নন- ওয়াশড ডেনিম (গুগল)


স্টোন ওয়াশিং ব্যবহৃত উপাদানসমূহঃ-

স্টোন ওয়াশিং এর ক্ষেত্রে এখন যে, স্টোনগুলো ব্যবহার করা হয় তার অধিকাংশই পিউমিক স্টোন, যার পৃষ্ঠ অসংখ্য ছিদ্রযুক্ত  এই ছিদ্রসমূহের প্রান্তগুলো খুব তীক্ষ্ন , যা অধিক পরিমাণে সংঘর্ষ তৈরীতে সাহায্য করে   

প্রসেসঃ

স্টোন ওয়াশের ক্ষেত্রে নিম্নোক্ত ধাপগুলো অনুসরন করা হয় →

গার্মেন্ট     ডিটার্জেন্ট+এনজাইম
    ↓                        ↕                                               
লোডিং     →   ডিসাইজিং    →    রিন্সিং  →  ওয়াশিং(৩০-৬০মিনিট)
 
    ↑                                                                          ↓
স্টোনস
                     গার্মেন্টস থেকে                           রিন্সিং 
                     পাথর অপসারন
                             ↕                                            ↓

  ড্রাইং    ←    আনলোডিং    ←   এক্সট্র্যাক্টিং ← সফেনিং



কালার ফ্যাডিং এর মাত্রা  এবং গার্মেন্টসের হ্যান্ড ফিল  স্টোন ফেব্রিকের ওজনের অনুপাতের উপর বহুল অংশে নির্ভর করে যেটা, . : থেকে : এর মধ্যে অবস্থান করে   
ট্রিটমেন্ট চলাকালীন সময় ইয়ার্নের সর্ববহিস্থ  স্তর আংশিকভাবে পৃথক হয়ে যায় এবং ফাইবারের ভিতরের আনডাইড  অংশ পৃষ্ঠে চলে আসে  ফলে ভিতরের আনডাইড অংশ ডাই মোলিকুলের সংস্পর্শে  ডাইড হয় এবং পিউমিক স্টোনের সাহায্যে বিভিন্ন মেকানিক্যা প্রসেসের কারণে ফেব্রিকে একটি সফট হ্যান্ড ফিল পাওয়া যায়

ওয়াশকৃত গার্মেন্টসের উপর ওয়াশিং এর  প্রভাব বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, যেমনঃ স্টোনের আকৃতি , স্টোনের অনুপাত, ট্রিটমেন্টের সময়সীমা, গার্মেন্টস লোডিং ইত্যাদি 

                                            
                                                                              চিত্রঃ স্টোন ওয়াশড ডেনিম (গুগল)

স্টোন সাইজঃ-
স্টোন ওয়াশের জন্য পিউমিক স্টোনের ব্যাস  ১ সে.মি. থেকে ৭ সে.মি. হয়ে থাকে। কিন্তু ফাইনার ডেনিম পেতে হলে স্টোনের ব্যাস  ২-৩ সে.মি. হওা প্রয়োজন। তবে ডেনিমের স্বাভাবিক গুনাবলী পাওয়ার জন্য ৩ থেকে ৬ সে.মি. ব্যাস বিশিষ্ট পিউমিক স্টোন (ঝামা পাথর ) ব্যবহার করা হয়।

                                                                            চিত্রঃ পিউমিক স্টোন (গুগল)

স্টোন ওয়াশের প্রকারভেদঃ-
ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের স্টোন ওয়াশ  রয়েছে। যেমনঃ স্যান্ড ওয়াশ, মাইক্রো ওয়াশ, গলফ বল ওয়াশ এবং মাইক্রো স্যান্ড ওয়াশ।  তবে এই সকল ওয়াশের ক্ষেত্রে স্তণেড় আকাড় খূবৈ ছোট হয়ে থাকে।

 উপকরণঃ-
স্টোন ওয়াশের ক্ষেত্রে  ড্রাম  ওয়াশিং মেশিন ব্যবহার করা হয়। এই মেশিন ২০০ কেজি পর্যন্ত লোড বহন করতে সক্ষম। এই মেশিনে খুব সহজে গার্মেন্টস ম্যাটেরিয়াল লোড এবং আনলোড করা  যায়।

   
                                                                                চিত্রঃ ড্রাম ওয়াশিং মেশিন  (গুগল)

স্টোন ওয়াশের প্রভাবঃ-
  • স্বাভাবিক পরিস্থিতিতে ফেব্রিক ও পাথরের অনুপাত ১:২ হলে গার্মেন্টসে নিরপেক্ষ ফ্যাডিং  পাওয়া যায়।
  • ছোট স্টোন মোটামুটি ভাল মানের ফ্যাডিং ইফেক্ট প্রদর্শন করে, কিন্তু অতিরিক্ত ঘর্ষনের কারণে এটি কালারের উজ্জ্বলতা কমিয়ে দেয়।
  • ওয়াশিং এর সমর বৃদ্ধির সাথে সাথে ফ্যাডিং ইফেক্ট বৃদ্ধি পায়। যদিও, ৯০ মিনিট অতিক্রান্ত হওয়ার পরে ফ্যাডিং ইফেক্ট গুরুত্বহীন হয়ে পরে।

স্টোন ওয়াশের উপকারিতাঃ-
  •  স্টোন ওয়াশের পর গার্মেন্টস  ওল্ড লুক অর্জন করে।
  •  স্টোন ওয়াশের মাধ্যমে খুব সহজেই পছন্দনীয় সেড পাওয়া যায়।
  •  স্টোন ওয়াশ গার্মেন্টসকে অধিক ফ্যাশনেবল করে তোলে।
  •  এই পদ্ধতিতে কাঙ্খিত সেড খুব কম সময়ে অর্জন করা সম্ভব।   

স্টোন ওয়াশের অপকারিতাঃ-
  •  ওয়াশিং মেশিনে ঘর্ষনের মাত্রা নিয়ন্ত্রন করা খুবই কঠিন।
  •  ফেব্রিকে ঘর্ষনের মাত্রা বেশী হলে ফেব্রিকের কোয়ালিটিতে খারাপ প্রভাব ফেলে।
  • স্টোন ওয়াশে ব্যবহৃত পিউমিক স্টোন থেকে প্রচুর পরিমানে দূষিত পানি নির্গত হয় যা, পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক।  




*রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত





Post a Comment

0 Comments