Ticker

6/recent/ticker-posts

গার্মেন্টস ওয়াশিং এবং ওয়াশিং ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত কিছু মেশিন


গার্মেন্টস ওয়াশিং :-
ইহা এমন একটি প্রযুক্তি যা গার্মেন্টসের আউটলুক, আরাম যোগ্যতা এবং গার্মেন্টসের ফ্যাশন পরিবর্তন করে অথবা রুপান্তর করে এবং গার্মেন্টসে একটি পুরাতন প্রভাব সৃষ্টি করে গার্মেন্টেসের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু ওয়াশের জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ এবং ম্যাটেরিয়াল প্রয়োজন হয়
.
ওয়াশিং এর উদ্দেশ্যঃ-
ওয়াশিং এর মূল উদ্দেশ্য গার্মেন্টসের সর্বোত্তম হ্যান্ড ফিল পাওয়া গার্মেন্টস ওয়াশিং নিম্নোক্ত কারণে করা হয়ে থাকেঃ-
. গার্মেন্টসের ওয়াশিং প্রক্রিয়া গার্মেন্টসে সুন্দর  একটি  বাহ্যিক রুপ দান করে
. ওয়াশিং পদ্ধতি গার্মেন্টসে নতুন ফ্যাশন সৃষ্টি করে  যেমনঃ- ট্যাগিং, গ্রিন্ডিং, ডেস্ট্রয়, ব্লাস্টিং , দীর্ঘস্থায়ী  কোঁচকানো ভাজ , হ্যান্ড ক্র্যাপিং , পি.পি. স্প্রে ইত্যাদি.
. ওয়াশিং এর প্রকৃত উদ্দেশ্য সাইজ ম্যাটেরিয়ালসমূহ দূর করা ফলশ্রুতিতে গার্মেন্টস সাইজ ম্যাটেরিয়াল মুক্ত হয় এবং নরম একটি হ্যান্ড  ফিল পাওয়া যায়
. বিভিন্ন ধরনের ফ্যাশনেবল ওয়াশিং এবং মার্কেটের চাহিদা উন্নত করনের মাধ্যমে কাস্টোমার অথবা বায়ারদের আকর্ষন করে
. গার্মেন্টস তৈরী করার সময় যদি কোন ধরনের ময়লা, দাগ অথবা জীবানু গার্মেন্টসে লেগে যায় তবে তা  ওয়াশিং প্রক্রিয়ার মাধ্যমে দূর করা হয়

গার্মেন্টেসের উপর ওয়াশিং এর প্রভাবঃ-
. বাহ্যিক রুপ পরিবর্তন করে
. আকার পরিবর্তন করে
. রঙ পরিবর্তন করে
. আরামদায়ক করে
. ডিজাইন পরিবর্তন করে
. ফ্যাশন পরিবর্তন করে

বিভিন্ন ধরনের ওয়াশিং পদ্ধতিঃ-
গার্মেন্টসে সাধারনত দুই ধরনের ওয়াশিং পদ্ধতি প্রয়োগ করা হয়
. ওয়েট প্রসেস
  •  নরমাল ওয়াশ
  •  পিগমেন্ট ওয়াশ
  • কস্টিক ওয়াশ
  • সিলিকন ওয়াশ
  • স্টোন ওয়াশ
  • এনজাইম ওয়াশ
  • স্টোন এনজাইম ওয়াশ
  • এসিড ওয়াশ
  • ব্লিচ ওয়াশ ইত্যাদি

. ড্রাই প্রসেস
  • স্যান্ড ব্লাস্টিং
  • হ্যান্ড স্ক্র্যাপিং
  • দীর্ঘস্থায়ী কুঁচকানো
  • গ্রিন্ডিং এবং ডেস্ট্রয়
  • লেজার ফ্যাডিং
  • পি.পি. স্প্রে এবং পি.পি. স্পঞ্জিং ইত্যাদি


গার্মেন্টস ওয়াশিং ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত মেশিনসমূহঃ-


গার্মেন্টস ওয়াশিং মেশিন (গুগল)
                                                                  
                                                      
                                               




হাইড্রো স্ট্র্যাক্টর মেশিন(গুগল)




                                                                                                                                                                     
                                  
ড্রাইং মেশিন (গুগল)




বয়লার (গুগল)






স্যাম্পল ওয়াশিং মেশিন (গুগল)





স্যান্ড ব্লাস্টিং (গুগল)




স্প্রে মেশিন (গুগল)





ওইসকারিং মেশিন (গুগল)




গ্রিন্ডিং মেশিন (গুগল)





লেজার মেশিন (গুগল)






*রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত 














Post a Comment

0 Comments