Ticker

6/recent/ticker-posts

"কোন পার্ট আগে ডাইং? কটন/পলিস্টার"


সি ভি সি বা পি সি এর ক্ষেত্রে কোন পার্ট আগে ডাইং করতে হয়?

কটন এবং পলিস্টারের ক্ষেত্রে কোন পার্ট আগে ডাইং করতে হবে তা নির্ভর করে পলিস্টারের  মরফোলজির উপর যেমনঃ পলিস্টারে ১০০% ক্রিস্টালাইন কটনে ক্রিস্টালাইন এবং  এমরফাজ উভয় বিদ্যমান রয়েছে কটন ফাইবারকে সাধারণত রিএক্টিভ পদ্ধতিতে ডাইং করা হয় সেক্ষেত্রে কটনের কালার স্টিমিং তাপমাত্রা ৬০ থেকে ৮০ ডিগ্রী সেলসিয়াস হয় রিএক্টিভ ডাইং এর ক্ষেত্রে এই তাপমাত্রায় কটন ডাইস এভজর্ব করে  কিন্তু তাপমাত্রা ৮০ ডিগ্রী সেলসিয়াসের বেশি হলে কটন ফাইবার সয়েলিং হয়ে কালার ডিজর্ব করা শুরু করে পলিস্টারের ক্ষেত্রে কালার স্টিমিং তাপমাত্রা ১২০  থেকে  ১৩০ ডিগ্রী সেলসিয়াস এই তাপমাত্রায় পলিস্টার কালার এবজর্ব করে এখানে পলিস্টারের তাপমাত্রার রেঞ্জ বেশি হওয়ার কারনে পলিস্টার পার্ট আগে ডাইং করা হয় কেননা আগে যদি কটন  ডাইং করা হত তাহলে কটন  ৮০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা ক্রস করলে কটন ফাইবার সয়েলিং করে কালার ডিজর্ব করা শুরু করত ১৩০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় কটনের আর কোন কালার থাকত না তাই সিভিসি বা পি সি এর ক্ষেত্রে আগে পলিস্টার পার্ট ডাইং করা হয় তারপর রিডাকশন প্রসেসের মাধ্যমে কটন ফাইবারের সারফেসে যদি কোন কালার থেকে থাকে তা দূর করা হয় তারপর রিএক্টিভ পদ্ধতিতে কটন ফাইবার কে ডাইং করতে হয়


চিত্রঃ পলিস্টার কটন ব্লেন্ডেড ফেব্রিক (গুগল) 



*রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত



Post a Comment

1 Comments