ডিসপার্স প্রিন্টঃ-
রেসিপিঃ
ম্যাট লেভেল বিডিঃ ১%
সাইট্রিক এসিডঃ ১%
ডিসপার্স গামঃ ৪%
প্রয়োজন মত পানি।
ম্যাট লেভেল বিডি লেভেলিং এজেন্ট হিসেবে কাজ করে। সাইট্রিক এসিড ফি ক্সিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয় এবং পি এইচ কন্ট্রোল করে।
ডিসপার্স গাম থিকেনারের কাজ করে। সাধারণত ১৭০ থেকে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৫ থেকে ৮ মিনিট কিউরিং করা হয়। কিউরিং এর ফেব্রিক ওয়াশ
করা হয়।
ভিডিওটি দেখলে খুব সহজে প্রিন্টিং চিনতে পারবেন। এবং সম্পূর্ণ ভাইভা উপযোগী বেসিক কনসেপ্টে তৈরী ভিডিও এটি।
ভিডিওঃ Youtube/Texandtech
গ্লিটার প্রিন্টঃ-
রেসিপিঃ
গ্লিটারঃ ৭৮%
বাইন্ডারঃ ২০%
ফিক্সিং এজেন্টঃ ২%
গ্লিটার
ফেব্রিকের শাইনিং বৃদ্ধি করে। কালার এবং ফাইবারের মধ্যে ক্রসলিংকিং ঘটার জন্য বাইন্ডার ব্যবহার করা হয়। কিউরিং এরপর ডিজাইনটি ফেব্রিকের গায়ে ফিক্সড করার জন্য ফিক্সিং এজেন্ট ব্যবহার করা হয় এবং রাবিং ফাস্টনেসে উন্নতি প্রদান করে। সাধারণত ১৫০ থেকে ১৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৫ থেকে ৮ মিনিট কিউরিং করা হয়। এই প্রিন্ট ওয়াশ করা হয় না।
এসিড
প্রিন্টঃ-
রেসিপিঃ
ম্যাট এসিড
বিডি(৫০ভি)ঃ ১%
ম্যাট লেভেল
এল পি এফঃ ০.৫০%
সাইট্রিক
এসিডঃ ১%
ইউরিয়াঃ ৫%
আর টি বি সিঃ
৪%
প্রয়োজন মত পানি।
ম্যাট এসিড বিডি লেভেলিং এজেন্ট হিসেবে কাজ করে। ম্যাট লেভেলএল পি এফ এটিও
লেভেলিং এজেন্ট হিসেবে কাজ করে।সাইট্রিক এসিড ফি ক্সিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয় এবং পি এইচ কন্ট্রোল করে। ইউরিয়া বাতাস থেকে আর্দ্রতা শোষন করে নেয়। ইহা কালার হার্ডনেসে বাধা প্রধান করে এবং ফরমাল্ডিহাইড টেস্ট পাশ করতে সাহায্য করে। আর টি বি সি থিকেনারের কাজ করে।
সাধারণত ১০৫
ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২০
থেকে ৩৫মিনিট কিউরিং করা হয়। কিউরিং এর ফেব্রিক ওয়াশ
করা হয়।
*রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত
0 Comments