Ticker

6/recent/ticker-posts

"ফাইবারঃ জব ইন্টারভিউয়ের জন্য কিছু প্রশ্ন"


টেক্সটাইল ফাইবার নিয়ে ভাইভা উপযোগী  কিছু গুরুত্বপূর্ণ কিছু  প্রশ্ন

ফাইবার বলতে কি বুঝায়?
উঃ বস্ত্রশিল্পে ফাইবার বলতে ফেব্রিক তৈরিতে  যে ইয়ার্ন বা তন্তু ব্যবহার করা হয় , তার ক্ষুদ্র অংশকে বুঝায়

ইয়ার্ন তৈরির জন্য ফাইবারের কি কি বৈশিষ্ট্য থাকতে হবে?
উঃফাইবারকে অবশ্যই শক্তিশালী , আর্দ্রতা গ্রহনের ক্ষমতা, ইলাস্টিসিটি, টুইস্টিং হওয়ার ক্ষমতা থাকতে হবে

ফাইবারকে কয় ভাগে ভাগ করা যায়?
উঃ ফাইবারকে দুই ভাগে ভাগ করা যায় তথাঃ প্রাকৃতিক ফাইবার কৃত্রিম ফাইবার

কয়েকটি প্রাকৃতিক ফাইবারের নাম লিখ?
উঃ কটন, সিল্ক, উ, জুট ফাইবার  ইত্যাদি

কয়েকটি কৃত্রিম ফাইবারের নাম লিখ?
উঃ নাইলন, পলিষ্টার, রেয়ন, ভিসকস , আক্রাইলিক ফাইবার ইত্যাদি

ফাইবারের রাজা বলা হ কাকে?
উঃ কটন ফাইবারকে

কোন ধরনের ফাইবারকে টেক্সটাইল ফাইবার বলা হয়?
উঃ যে সব ফাইবারের মধ্যে ইয়ার্ন তৈরির সকল গুনাবলি বিদ্যমান থাকে তাকে টেক্সটাইল ফাইবার বলা হয়

ফিলামেন্ট কাকে বলে?
উঃ দীর্ঘ অবিচ্ছিন্ন ফাইবারকে ফিলামেন্ট বলে

ফিলামেন্ট তৈরির জন্য স্পিনিং পদ্ধতি কয় প্রকার?
উঃ ফিলামেন্ট তৈরির জন্য স্পিনিং পদ্ধতি তিন প্রকার যথাঃওয়েট, ডাই মেল্ট স্পিনিং

১০ ফাইবারের শক্তির একক কি?
উঃ ফাইবারের শক্তির একক পাউন্ডস/বর্গ ইঞ্জি অথবা গ্রাম/ টেক্স

১১ কটনকে কয় ভাগে ভাগ করা যায়?
উঃ কটনকে বিভিন্ন ভাগে ভাগ করা যায় যেমনঃ সি আইল্যান্ড , ইজিপ্সিয়ান, সাউথ আমেরিকান, আমেরিকান আপল্যান্ড, ইন্ডিয়ান, চায়না

১২ কোন দেশের কটন পৃথিবীর শ্রেষ্ট কটন?
উঃ ইজিপ্সিয়ান কটন

১৩ কটন শব্দের উৎপত্তি হয় কোথা থেকে?
 উঃ আরবি ভাষা কুতুম শব্দ থেকে

১৪ ট্রাশ বলতে কি বুঝায়?
উঃ এক কথায় কটনে  অবস্থিত ননলিন্ট দ্রব্যকে ট্রাশ বলে তবে কটনের মধ্যে ফাইবার ব্যাতীত অন্যান্য অপদ্রব্য বা ফরেন ম্যাটার যেমনঃ ভাংগা পাতা, মরা পাতা, কুড়ি, ধুলাবালি, ময়লা বীজের টুকরা, ক্ষুদ্র ফাইবার, নেপ ইত্যাদি কে বুঝায়

১৫ কটন ফাইবারের ট্রাশের পরিমাণ পরিমাপের যন্ত্রের নাম কি?
উঃ শার্লি এনালাইজার

১৬ মাইক্রোনিয়ার ভ্যালু কত হলে ফাইবার সুক্ষ হয়?
উঃ বা তার কম হলে

১৭ বর্তমান বিশ্বে কটন ফাইবার থেকে তৈরি বস্ত্র সামগ্রীর চাহিদা কত?
উঃ প্রায় ৬৫ শতাংশ

১৮ কটন ফাইবারের শক্তির কত ভাগ শক্তি ইয়ার্নে রুপান্তরিত হয়?
উঃ প্রায় শতকরা ৮০ ভাগ

১৯ কটন ফাইবারের দৈর্ঘ্য কত?
উঃ সাধারণত ১২. থেকে ৬০ মিলিমিটার পর্যন্ত

২০ জিনিং কাকে বলে?
উঃ গাছ হতে বীজ সহ কটন সংগ্রহের পর যে প্রক্রিয়ায় বীজ কটন থেকে বীজ কটন আলাদা করা হয়, তাকে জিনিং বলে


চিত্রঃ- প্রশ্নসমুহ (গুগল)


২১ জিনিং কয় প্রকার ?
উঃ জিনিং তিন প্রকার যথাঃ জিনিং, রোলার জিনিং, মেকার্থি জিনিং

২২ লিন্ট বলতে কি বুঝায়?
উঃ লিন্ট হলো ইয়ার্ন তৈরির উপযোগী লম্বা ফাইবার যা কটন হতে জিনিং পদ্ধতিতে আলাদা করা হয়লিন্ট ইয়ার্ন তৈরির জন্য ব্যবহার করা হয়

২৩ জিনিং মেশিনে কি ধরনের ফাইবার ব্যবহার করা হয়?
উঃ সাধারণত কম দৈর্ঘ্যের ফাইবারের জন্য ব্যবহার করা হয়

২৪ ১০০ কেজি বীজ কটনে কত কেজি কটন পাওয়া যায়? 
উঃ ৩০ থেকে ৪০ কেজি

২৫ উন্নত মানের ফাইবারের প্রসারণ ক্ষমতা কত?
উঃ % থেকে %

২৬ ফাইবারের প্রসারণ কোন যন্ত্রের  সাহায্য বের করা হয়?
 উঃ ফাইবারের প্রসারণ এইচ ভি আই -৯০ এর সাহায্য  বের করা হয়

২৭  ফাইবারের প্রাকৃতিক কালার দূর করার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়?
উঃ ব্লিচিং পদ্ধতি

২৮ কটন কি ধরনের ফাইবার?
উঃ কটন একটি ইউনিসেলুলার ফাইবার

 ২৯ কটনের মুল উপাদান কি?
 উঃ সেলুলোজ

৩০ কটনে শতকরা কত ভাগ সেলুলোজ থাকে?
উঃ শতকরা ৯৪ থেকে ৯৭ ভাগ

৩১ জুট কি ধরনের ফাইবার?
উঃ মালটিসেলুলার ফাইবার

৩২ জুট ফাইবারের মুল উপাদান লি?
উঃ সেলুলোজ

৩৩ জুটে শতকরা কত ভাগ সেলুলোজ থাকে?
উঃ ৬৫ ভাগ

৩৪ উল কি ধরনের ফাইবার?
উঃ উল হলো প্রাকৃতিক প্রানীজ ফাইবার

৩৫ উলের মূল উপাদান কি?
উঃ কেরিটিন

৩৬ উলের মধ্যে বিশুদ্ধ উলের শতকরা হার কত?
উঃ ৬১ ভাগ

৩৭ সিল্ক ফাইবার কোথা হতে পাওয়া যায়?
উঃ রেশম পোকার নিঃসৃত রস হতে

৩৮ সিল্কের প্রধান অপদ্রব্য কি?
উঃ সেরিছিন বা সিল্ক সাম

৩৯ বিশুদ্ধ সিল্ক কে কি বলে?
উঃ ফাইব্রইন

৪০ সিল্কে শতকরা কত ভাগ বিশুদ্ধ সিল্ক থাকে?
উঃ ৭৬ ভাগ

৪১। ডিগামিং বলতে কি বুঝায়?
উঃ সিল্কের সেরিছিন্ দূর করার প্রক্রিয়াকে ডিগামিং বলে

৪২ ডাইরেক্ট ডাই দ্বারা কোন ধরনের ফাইবার রং করা হয়?
উঃ সেলুলোজিক প্রোটিন ফাইবার

৪৩ জুট ফাইবারে আফটার ট্রিটমেন্টের জন্য কি ক্যামিকেল ব্যবহার করা হয়?
উঃ কপার সালফেট

৪৪ ভিসকসকে কোন পদ্ধতিতে ডায়িং করা হয়?
উঃ রিএক্টিভ

৪৫ কটন ফাইবারকে কোন পদ্ধতিতে ডায়িং করা হয়?
উঃ রিএক্টিভ

৪৬ পলিস্টার ফাইবারকে কোন পদ্ধতিতে ডায়িং করা হয়?
উঃ ডিসপার্স

৪৭ উল ফাইবারকে কোন পদ্ধতিতে ডায়িং করা হয়?
উঃ এসিড ডাইং

৪৮ নাইলন ফাইবারকে কোন পদ্ধতিতে ডায়িং করা হয়?
উঃ এসিড অথবা সালফার ডাইং

৪৯ সেলুলোজ ফাইবার জলীয় দ্রবনে কোন ধরনের চার্জ প্রাপ্ত হয়?
উঃ ঋনাত্বক বা নেগেটিভ চার্জ

৫০ ডাইরেক্ট ডাই দ্রবনে সল্ট কেন ব্যবহার করা হয়?
উঃ ফাইবারের প্রতি রং এর আকর্ষন ক্ষমতা বৃদ্ধির জন্য

৫১ প্রাকৃতিক সবচেয়ে শক্তিশালী ফাইবারের নাম কি?
উঃ রেমি ফাইবার

৫২ ফাইবারের লিনিয়ন ডেনসিটি কাকে বলে?
উঃ ফাইবারের একক দৈর্ঘ্যের ওজন কে বুঝায়

৫৩ রেসিলিয়েন্সি বলতে কি বুঝায়?
উঃ ফাইবার বা ফেব্রিকের টান , টুইষ্ট বা ভাজেঁর দ্বারা বিকৃত হওয়ার পর আগের অবস্থায় ফিরে আসাকে রেসিলিয়েন্সি বলে

৫৪ উল ফাইবারের দৈর্ঘ্য ব্যাস কত?
উঃ দৈর্ঘ্য থেকে ইঞ্জি এবং ব্যাস থেকে ১০ মাইক্রন

৫৫ রেশম ফাইবারে শতকরা কত ভাগ সেরিসিন থাকে?
উঃ ২৮ ভাগ

৫৬ সিল্ককে প্রধাণত কয় ভাগে ভাগ করা যায়?
উঃ দুই ভাগে যথাঃ মালবেরি ওয়াইল্ড সিল্ক

৫৭ সিনথেটিক উল কাকে বলে?
উঃ কিছুটা উলের মত গুনাগুনের জন্য আক্রাইলিক ফাইবারকে সিনথেটিক উল বলে

৫৮ সকল ফাইবারের কিং বলা হয় কোন ফাইবার কে?
উঃ কটন ফাইবারকে

৫৯ প্রথম আবিষ্কার করা ক্রপ ফাইবার কোনটি?
উঃফ্লাক্স ফাইবার

৬০ কোন ফাইবারকে ফাইবারের রাণী বলা হয়?
উঃ সিল্ক ফাইবারকে



*রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত

Post a Comment

1 Comments

  1. You are most welcome. And would like to request you that please share our post as more as you can.

    ReplyDelete