একটি গার্মেন্টস তৈরী করতে যে পরিমান ফেব্রিকের প্রয়োজন হয় তাকেই ফেব্রিক কনজাম্পশন বলে। একটি গার্মেন্টসের শ্যাম্পল তৈরী করার পর এর মুল্য নির্ধারন করতে গেলে অবশ্যই ফেব্রিক কনজাম্পশন জানতে হবে। যেকোন নির্দিষ্ট একটি গার্মেন্টসের জন্য কতটুকু ফেব্রিক লাগবে তা মার্কার প্ল্যানিং না করা পর্যন্ত বলা বেশ কঠিন। তবুও শ্যাম্পল গার্মেন্টস তৈরী করার পরেও কিছুটা ধারনা করা যায় যে, এই শ্যাম্পল অনুসারে গার্মেন্টস তৈরী করতে চাইলে কতটুকু ফেব্রিক লাগবে। তবে মনে রাখতে হবে শ্যাম্পলের সাহায্যে যে ফেব্রিক কনজাম্পশন বের করা হয় তা একটি আনুমানিক পদ্ধতি। নিখুঁত পরিমাপ পেতে চাইলে অবশ্যই মার্কার প্ল্যানিং সম্পন্ন করে করতে হবে।
একটি শার্ট তৈরীতে কি পরিমান ফেব্রিক লাগবে তার একটি হিসাব নিচে বর্ণনা করা হল।
ধরি,
একটি শার্টের ফেব্রিক কনজাম্পশন = Z
তবে সুত্রানুসারে শার্টের জন্য ফেব্রিক কনজাম্পশন, Z = X+Y
এখানে,
X = (A+৩’’) * (B+৩’’) * ২ বর্গ ইঞ্চি
Y = (C+২’’) * (২L+২’’) * ২ বর্গ ইঞ্চি
চিত্রঃ- শার্টের বিভিন্ন অংশ
এখানে,
A = শার্টের দৈর্ঘ্য
B = শার্টের প্রস্থ ( চেস্ট বরাবর)
C = ফুল হাতার দৈর্ঘ্য ( টপ লেন্থ)
L = আর্ম হোলের প্রস্থ
উপরের সুত্র ব্যবহার করে একটি শার্ট তৈরীতে কি পরিমান ফেব্রিক প্রয়োজন হবে তা সহজেই বের করা যায়। ফেব্রিকের প্রস্থ জানা থাকলে কতটুকু দৈর্ঘ্যের ফেব্রিক লাগবে তাও বের করা যায়। নিম্নে একটি উদাহরনের সাহায্যে বিষয়টি আরও ভালভাবে আলোচনা করার চেষ্টা করা হলঃ-
উদাহরনঃ-
ধরা যাক, একটি শ্যাম্পল গার্মেন্টস মেপে সর্বোচ্চ দৈর্ঘ্য পাওয়া গেল ৩২’’, চেস্ট বরাবর শার্টের প্রস্থ ২৫’’, ফুল হাতার দৈর্ঘ্য ২২’’ এবং আর্ম হোলের প্রস্থ ১০’’। তবে কতটুকু দৈর্ঘ্যের ফেব্রিক লাগবে তা বের করতে হবে।
সমাধানঃ-
প্রশ্নমতে,
A = ৩২’’
B = ২৫’’
C = ২২’’
L = ১০’’
অতএব,
X = (A+৩’’) * (B+৩’’) * ২ বর্গ ইঞ্চি
= (৩২’’+৩’’) * (২৫’’+৩’’) * ২ বর্গ ইঞ্চি
= ৩৫’’ * ২৮’’ * ২’’
= ১৯৬০ বর্গ ইঞ্চি
Y= (C+২’’) * (২L+২’’) * ২ বর্গ ইঞ্চি
= (২২’’+২’’) * (২*১০’’+২’’) * ২ বর্গ ইঞ্চি
= ২৪’’ * ২২’’ * ২’’
= ১০৫৬ বর্গ ইঞ্চি
সুতরাং,
ফেব্রিক কনজাম্পশন, Z = X+Y
= ১৯৬০ + ১০৫৬
= ৩০১৬ বর্গ ইঞ্চি-------- (i)
কাপড়ের প্রস্থ যখন ৪৪’’
তখন কাপড়ের দৈর্ঘ্য = ৩০১৬ / ৪৪ ইঞ্চি
= ৬৮.৫৪ ইঞ্চি ------- (ii)
উপরের (i) নং সমীকরন মোট ফেব্রিকের পরিমান এবং (ii) নং সমীকরন উক্ত ফেব্রিকের দৈর্ঘ্য নির্দেশ করে।
*রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত
1 Comments
This comment has been removed by the author.
ReplyDelete