ডাইং বা ফেব্রিক কালারেশনের মুল হাতিয়ার বিভিন্ন ধরনের কেমিক্যাল।
কেমিক্যাল রিএকশনই মুলত ফেব্রিক কালারেশনের জন্য দায়ী। অর্থাৎ ডাইং এর বিভিন্ন স্টেপে
বিভিন্ন ধরনের কেমিক্যালের ব্যবহার রয়েছে। একজন ডাইং এর শিক্ষার্থী অথবা ইঞ্জিনিয়ারের
প্রত্যেকটা কেমিক্যালের ফাংশন জানাটা অত্যন্ত জরুরী। তাই আমরা আজকে ডাইং এ ব্যবহৃত
বিভিন্ন ধরনের কেমিক্যাল এবং তাদের ফাংশন সম্পর্কে জানব।
স্কাওয়ারিং ও
ব্লিচিং এ
ব্যবহৃত কেমিক্যালঃ
- এন্টিক্রিজঃ
ইহা
লুব্রিকেন্ট
এজেন্ট যা ফেব্রিক টু মেশিন, ফেব্রিক টু ফেব্রিক ফ্রিকশন দূর করে। যার ফলে ফেব্রিকে ক্রিজ বা ভাজ পড়ে না।
- · এন্টিফোমঃ
ইহা
ফোম তৈরি হতে বাধা প্রদান করে।
- · ডিটারজেন্টঃ
এটি
ফাইবারের
নানাবিধ ওয়েল, ওয়াক্স যে গুলি ফাইবারের সাথে রিয়েকশন করে না সেগুলি ডিটারজেন্ট এর সাথে ইমালসিফিকেশন রিয়েকশন করে তাদের দ্রবীভুত করে।
- · সিকুইস্টারিং এজেন্টঃ
এটি
তরল পানির হার্ডনেশ দূর করে, পানিকে সফট করে। একে ক্যালেটিং এজেন্ট বলে ,যা মেটাল আয়নের সাথে রিয়েকশনকে ডিএক্টিভ
করে।
- · ওয়েটিং এজেন্টঃ
ওয়েটিং
এজেন্ট কে পেনেট্রেটিং এজেন্ট বলা হয় কারন ইহা ফেব্রিকের সারফেস টেনশন দূর করে , ফেব্রিকের এবজরবেন্সি বাড়ায়। ফেব্রিক কে দ্রত ভেজাতে সাহায্য করে।
- · কাস্টিকঃ
এটি
সোফেনিকেশন
রিয়েকশনের
মাধ্যমে ফেব্রিকের নাচ্যারাল ইম্পিউরিটিস দূর করে।
- · অক্সালিক এসিডঃ
এটি
আয়রন এর সাথে রিয়েকশন করে আয়রন দূর করে।
- · পার অক্সাইডঃ
এটি
জলীয় দ্রবনে পার হাইড্রক্সিল আয়ন প্রদান করে যা ফাইবারের পলিমারের কনজুগেট
ডাবল বন্ড কে ভেংগে সিংগেল বন্ড তৈরি করে আর ক্রোমোফোরকে
নষ্ট করে ফাইবার কে তার ন্যাচারাল হোয়াইটনেস প্রদান করে।
- · স্টাবিলাইজারঃ
এটি
ফাইবারের
অক্সিডেশন রিএকশন
দূর করে, কারন ফাইবার অক্সিজেনের সাথে যুক্ত হয়ে এল্ডিহাইড এবং পরে এসিড ফর্ম করার সম্ভাবনা থাকে, যা এই স্টাবিলাইজার হতে দেয় না।
বায়োপলিশিং এ
ব্যবহৃত কেমিক্যালঃ
Ø
এসিটিক
এসিডঃ
এনজাইম
সাধারণত এসিডিক মিডায়ামে কাজ করে। তাই এসিডিক মিডিয়াম সৃষ্টি করতে এসিটিক এসিড ব্যবহার করা হয়।
Ø পার অক্সাইড কিলারঃ
ইহা
ব্লিচিং এ ব্যবহৃত পার অক্সাইড কে ধ্বংস করে। কারন পার অক্সাইড জায়মান অক্সিজেন সৃষ্টি করে যা ফেব্রিকে ডাই বা রং প্রদানে বাধা দেয়।
Ø
বায়োপলিশিং
এনজাইমঃ
এটি
সেলুলেজ এনজাইম, যা কটনের পলিমারকে ভেংগে মনোমারে পরিণত করে এবং মনোমারকে সলিবল গ্লুকোজে পরিণত করে। যার ফলে ফেব্রিকের সারফেস এ হেয়ারি পলিমার ভেংগে যায় এবং ফেব্রিক পোট্রিউডিং
ফাইবার মুক্ত হয়।
ডাই বাথে
ব্যবহৃত কেমিক্যালঃ
Ø
এন্টিফোমঃ
ইহা
ফোম তৈরি হতে বাধা প্রদান
করে।
Ø
এন্টিক্রিজঃ
ইহা
লুব্রিকেন্ট
এজেন্ট যা ফেব্রিক টু মেশিন, ফেব্রিক টু ফেব্রিক ফ্রিকশন দূর করে। যার ফলে ফেব্রিকে ক্রিজ বা ভাজ পড়ে না।
Ø
সিকুইস্টারিং
এজেন্টঃ
এটি
তরল পানির হার্ডনেশ দূর করে, পানিকে সফট করে। একে ক্যালেটিং এজেন্ট বলে ,যা মেটাল আয়নের সাথে রিএকশনকে
ডিয়েক্টিভ
করে।
Ø লেবেলিং এজেন্টঃ
লেবিলিং
এজেন্ট কে ডাইস রিটেন্ডারিং এজেন্ট বলে
যা ডাইস এর পেনিট্রেশন স্লো করে ডাইসকে ইভেন
করতে সহায়তা করে।
Ø
গ্লুবার
সল্টঃ
এটি
ইলেকট্রোলাইটের ভুমিকা
পালন করে। ইহা সেলুলোজিক
ফাইবারের সারফেসে নেগেটিভ চার্জ় মিনিমাইজ করে যার ফলে ডাই মলিকিউল
ফাইবার সারফেসে এট্রাক্ট হয়।
চিত্রঃ বিভিন্ন ধরনের কেমিক্যাল
Ø
সোডিয়াম
কার্বনেটঃ
ইহা
রিএক্টিভ
ডাইং এ ব্যবহার করা হয়। যার মুল কাজ হচ্ছে রিএক্টিভ
ডাইং এর জন্য এলকালি মিডিয়াম তৈরি করা কারন রিএক্টিভ
ডাইস এলকালি মিডিয়াম ছাড়া কাজ করে না। এলকালি মিডিয়ামে সেলুলোজের হাইড্রোক্সিল মুলক আয়োনাইজ হয় যার ফলে ইহা রিএক্টভ
ডাইজ এর সাথে কোভ্যালেন্ট
বন্ড সৃষ্টি করে।
আফটার ট্রিটমেন্ট
এ ব্যবহৃত
কেমিক্যালঃ
v
নিউট্রলাইজিং
এজেন্টঃ
ডাইং
এর পর ফেব্রিকে আফটার ট্রিটমেন্ট করা বাধ্যতা মূলক। আফটার ট্রিটমেন্ট এর আগে ফেব্রিককে নিউট্রলাইজ করতে হয়, নিউট্রলাইজিং এজেন্ট হিসেবে এসিটিক এসিড ব্যবহার করা হয়।
v
ফিক্সিং
এজেন্টঃ
ডাইস
গুলো যাতে ফেব্রিকের গায়ে ফিক্সড হয় সেই জন্য ফিক্সিং এজেন্ট ব্যবহার করা হয়। ফিক্সিং এজেন্ট হিসেবে সোডা আশ ব্যবহার করা হয়।
v
সফিং
এজেন্টঃ
ফেব্রিকে
আনফিক্সড
ডাইজ গুলো দুরীভুত করার জন্য সফিং এজেন্ট ব্যবহার
করা হয়।
v
সফেনারঃ
ডাইং
এর পরে কাপড় স্টিপ হয়ে যায়, তা দূর করতে সফেনিং এজেন্ট ব্যবহার করা হয়।
*রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত
0 Comments