Ticker

6/recent/ticker-posts

"ইয়ার্ন ডাইং এ টু জেড"

ইয়ার্ন ডায়িংঃ
যে প্রক্রিয়ায় ইয়ার্নকে বা নিটিং অথবা ওয়েভিং এর পূর্বে ইয়ার্নকে কালার করা হয়,তাকে ইয়ার্ন ডায়িং বলে ইয়ার্ন ডায়িং বাংলাদেশের একটি সম্ভাবনাময় একটি সেক্টরআজকে আমরা ইয়ার্ন ডায়িং নিয়ে বিস্তারিত ভাবে জানব

ইয়ার্ন ডায়িং করার জন্য একটি ফ্যাক্ট্রিরিতে নিম্নোক্ত সেকশন গুলো বিদ্যমান থাকেযেমনঃ
.সফট উইন্ডিং
.ডায়িং সেকশন
.ফিনিশিং সেকশন
.হার্ড উইন্ডিং সেকশন


চিত্রঃ ডাইড ইয়ার্ন (গুগল)


ইয়ার্ন ডায়িং প্রসেসঃ
.সফট উইন্ডিং
.ব্যাচিং
.ডায়িং
.হাইড্রো
.ড্রায়ার
.হার্ড উইন্ডিং
.প্যাকিং
.ডেলিভারি

.সফট উইন্ডিংঃ সাধারণত স্পিনিং সেকশনে তৈরিকৃত ইয়ার্ন গুলো পেপার কোন হিসেবে ইয়ার্ন ডায়িং সেকশনে আসে সফট উইন্ডিং এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ইয়ার্নকে পেপার কোন হতে  প্লাস্টিক অথবা স্টিল কোনে ট্রান্সফার করা হয়
সাধারণত পলিস্টার ইয়ার্নকে ডায়িং করার জন্য ইয়ার্নকে স্টিল কোনে ট্রান্সফার করা হয়,কারণ পলিস্টার ইয়ার্নকে ডায়িং করার জন্য ১২০ থেকে ১৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়

সফট উইন্ডিং এর উদ্দেশ্যঃ
.ইয়ার্নকে ডায়িং এর উপযোগি করার জন্য ইহাকে সফট করা হয়
.ইয়ার্নকে পেপার কোন হতে পারফোরেটেড প্লাস্টিক অথবা স্টিল কোনে স্থানান্তরিত করা হয়
. ইয়ার্ন প্যাকেজের ডেনসিটি কমানো হয়
.ইয়ার্ন প্যাকেজের মধ্যে কোন অপদ্রব্য থাকলে তা দূর করা হয়

সফট উইন্ডিং করার জন্য তিন ধরনের মেশিন রয়েছেযেমন:
.এস এস এম পি এস প্লাস ডব্লিউ
.এস এস এম টি ডব্লিউ ডব্লিউ এল
.ফেডিস মেশিন

. ব্যাচিংঃ এই প্রক্রিয়ায় ইয়ার্নকে ডায়িং করার জন্য ইয়ার্ন প্যাকেজকে ব্যাচ আকারে সাজানো হয় সফট উইন্ডিং হতে প্রাপ্ত সফট ইয়ার্ন প্যাকেজকে ক্যারিয়ারের স্পিন্ডালের মধ্যে প্রবেশ করানো হয়ম্যানুয়ালি ইয়ার্নকে প্রেস করে স্পিন্ডালের সাথে আটকিয়ে দিতে হয় এবং ইয়ার্নকে ডায়িং এর জন্য সম্পূর্ণ ভাবে প্রস্তত করা হয়

ইয়ার্ন ডায়িংঃ ইয়ার্ন ডায়িং মেশিনের তিনটি অংশ থাকে
.প্রিপারেশ ট্যাংক
.ডজিং ট্যাংক
.মেইন ট্যাংক

৩. ইয়ার্ন ডায়িং প্রসেস:
.প্রিট্রিটমেন্ট
.ডায়িং
.আফটার ট্রিটমেন্ট

ক) প্রিট্রিটমেন্টঃ- ইয়ার্নকে  ক্যারিয়ারে লোড করার পর প্রথমে ডিমিনারাইলেশন করা হয় এবং এই প্রক্রিয়া ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় করা হয় এবন ইহার পি.এইচ থাকে  . এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর স্কাওয়ারিং এবং ব্লিচিং করা হয় স্কাওয়ারিং এবং ব্লিচিং ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৪০ মিনিট করা হয় স্কাওয়ারিং এর ফলে ইয়ার্ন প্যাকেজের মধ্যে কোন ডাস্ট থাকলে তা দূর হয় এবং ব্লিচিং এর মাধ্যমে ইয়ার্ন  প্যাকেজের প্রাকৃতিক কালার দূর করে ইয়ার্ন প্যাকেজকে আরো বেশি ওয়াইট করা হয় ইয়ার্ন প্যাকেজকে নিউট্রলাইজ করার জন্য এসিটিক এসিড ব্যবহার করা হয় এবং এই প্রক্রিয়া ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২০ মিনিট করা হয় নিউট্রলাইজ করার পর পার অক্সাইড ক্যামিকেলের সহযোগে হট ওয়াশ করা হয় এবং এই হট ওয়াশ ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২০ মিনিট করা হয় সবশেষে ড্রেন আউট করে ইয়ার্ন প্যাকেজকে সম্পূর্ণ ভাবে ডায়িং এর উপযোগী করে তুলা হয়

খ)ডায়িং প্রসেসঃ  প্রথমে ডায়িং এর শুরুতে ডাই বাথে লেবেলিং এজেন্ট সল্ট দিয়ে ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২০ মিনিট মেশিন রান করতে হবে এবং ইহার পি.এইচ থাকবে তারপর ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাথায় ২০ মিনিট কালার ডজিং করতে হবে এবং ১০ মিনিট মেশিন রান করতে হবে সাধারণত ইয়ার্নের কালার স্টিমিং তাপমাত্রা ৮০ ডিগ্রি সেলসিয়াস এবং এই তাপমাত্রায় মেশিনকে ২০ মিনিট রান রাখতে হবে তারপর  ইহাকে ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কুলিং করতে হবে , এই তাপমাত্রায় ৩০ মিনিট ধরে সোডা ডজিং করতে হবে ডার্ক সেডের হন্য ডায়িং রান টাইম ৬০ মিনিট, মিডিয়াম সেডের জন্য ৪০ মিনিট এবং লাইট সেডের জন্য ডায়িং রান টাইম ৩০ মিনিট সবশেষে স্যাম্পল ওকে হলে ড্রেন আউট করতে হবে

গ) আফটার ট্রিট্মেন্টঃ- ইয়ার্নের ক্ষেত্রেও কালার ফিক্সড করার জন্য আফটার ট্রিটমেন্ট খুবই জরুরী আফটার ট্রিটমেন্ট এর জন্য প্রথমে ইরার্ন প্যাকেজকে কোল্ড ওয়াটার দিয়ে রিন্স ওয়াশ করতে হবে ডায়িং এরপর ইয়ার্নকে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২০ মিনিট নিউট্রলাইজ করতে হবে নিউট্রলাইজ করার পর ড্রেন আউট করতে হবে ড্রেন আউটের পর সফিং এজেন্ট দিয়ে হট ওয়াশ করতে হবে ইয়ার্ন প্যাকেজকে সফট করার জন্য ফিনিশিং ক্যামিক্যাল দিয়ে ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২০ মিনিট মেশিন রান করতে হবে সবশেষে ড্রেন আউট করে ইয়ার্ন প্যাকেজকে আনলোড করতে হবে

৪. হাইড্রো এবং ৫. ড্রায়ারঃ হাইড্রো মেশিনের সাহায্যে ইয়ার্ন প্যাকেজের মধ্যে থাকা অতিরিক্ত পানি সম্পূর্ণ রুপে দূর করা হয় এবং ড্রায়ারের সাহায্যে ইয়ার্ন প্যাকেজকে সম্পূর্ন রুপে শুকানো হয়

৬.হার্ড উইন্ডিংঃ  হার্ড উইন্ডিং হচ্ছে ইয়ার্ন ডায়িং এর সর্বশেষ প্রসেস , যার মাধ্যমে ডাইড ইয়ার্নকে  প্লাস্টিক অথবা স্টিল কোন হতে পেপার কোনে ট্রান্সফার করা হয়

৭.প্যাকিং  ৮.ডেলিভারিঃ সবশেষে ইয়ার্ন প্যাকেজকে প্যাকিং করা হয় প্যাকিং করা ইয়ার্ন প্যাকেজকে নিটিং সেকশনে পাঠানো হয় এবং নিটিং এর মাধ্যেমে ইয়ার্ন ডাইড ফেব্রিক তৈরি করা হয়


*রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত

Post a Comment

0 Comments