Ticker

6/recent/ticker-posts

"পলিব্যাগ নিয়ে বিস্তারিত এবং কস্টিং"


পলিব্যাগ:-
 পলিব্যাগ সাধারণত পলিইথিলিন ব্যাগ নামে পরিচিত ইন্ডাস্ট্রিতে পলিব্যাগ বিভিন্নভাবে ব্যবহার করা হয়ে থাকে এটি একটি প্লাস্টিক প্যাকেট, যা গার্মেন্টস এক্সপোর্ট করার জন্য এবং ময়েশ্চার, ডাস্ট  ইত্যাদি থেকে এপারেল প্রটেক্ট করতে ব্যবহার করা হয়

বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল দিয়ে পলিব্যাগ তৈরি করা হয় যেমন- PP, LD, HD, LLDP, LDPE, OPP, VINYL ইত্যাদিবিশেষ উদ্দেশ্যের জন্য প্রধানত  PP, LD, LLDP, LDPE, VINYL ব্যবহার করা এটি গ্লসি ফিনিশ এবং এক্সসিলেন্ট স্ট্রেন্থ এর জন্য খুবই জনপ্রিয় পূর্বে গার্মেন্টস প্যাকিং করার জন্য PP এব LD পলিব্যাগ ব্যবহার করা হয় কিন্তু এখন পরিবেশ বান্ধবের জন্য বায়াররা  LLDP এবং LDPE পলিব্যাগ পছন্দ করে কারন উভয়টি রিসাইকেলেবল কিন্তু অন্যান্য গুলো রিসাইকেলেবল না। আবার দুইটা মিক্সচার করে স্বচ্ছ পলিব্যাগ ও তৈরি করা যায়। LLDP এর চেয়ে LDPE কিছুটা এক্সপেন্সিভ

বিভিন্ন ধরনের পলিব্যাগ রয়েছে।যেমন:-
১. প্লেন পলিব্যাগ
২. ফ্ল্যাপ পলিব্যাগ
৩. লিপ এবং গ্যাজেট ব্যাগ
৪. বাটন পলিব্যাগ
৫. হ্যাংগার ব্যাগ
৬. পলি টিউবিং
৭. সেলফ সেলিং ব্যাগ
৮. জিপ লক পলি


চিত্রঃ পলিব্যাগ কস্টিং (গুগল)


থিকনেসঃ-
 পলিব্যাগের থিকনেস সাধারনত তিনভাবে হিসাব করা হয়।যথা-
১. মিল
এক ইঞ্চির ১০০০ ভাগের ১ ভাগকে ১ মিল বলে।

২. মাইক্রোন
১ মি .মি. এর ১০০০ ভাগের ১ ভাগকে ১ মাইক্রোন বলে।

৩. গেজ
১ ইঞ্চির ১০০০০০ ভাগের ১ ভাগকে ১ গেজ বলে। পুরো বিশ্বে এই সিস্টেমে পলিব্যাগের থিকনেস হিসাব করা হয়।

কনভারশেসন  
১ মিল= ২৫ মাইক্রোন = ১০০ গেজ

পলিব্যাগের কস্টিংঃ-
পলিব্যাগের কস্টিং নির্ণয়ের প্রকৃত কোন মুলনীতি নেই। কোয়ান্টিটি, স্টাইল,প্রিন্টেড ডিজাইন ইত্যাদির উপর পলিব্যাগের কস্টিং নির্ভর করে।

ফর্মুলাঃ-
কেজি পার ১০০০ পিস পলিব্যাগ ={( লেন্থ + ফ্ল্যাপ) * ওয়াইড * গেজ} / ৩৩০০

সমস্যা:-
LDPE এর একটি পলিব্যাগের লেন্থ ২৮ ইঞ্চি, ফ্ল্যাপ ৩ ইঞ্চি, ওয়াইড ১৪ ইঞ্চি, থিকনেস ১৪০ গেজ সাথে রয়েছে সেল্ফ এডহেসিভ ফ্যাসিলিটি। যদি ১ পাউন্ড  পলিমারের কস্ট $০.৫০  এবং এডহেসিভ কস্ট $০.০০২ হয়, তবে ১টি পলিব্যাগের কস্ট কত?

সমাধানঃ-
ম্যাটেরিয়ালের ওয়েট={(২৮+৩)*১৪*১৪০}/৩৩০০
                              =১৮.৪১২ কেজি/১০০০পিস

ম্যাটেরিয়ালের কস্ট= ১৮.৪১২কেজি*$.৫ পার পাউন্ড
                            =১৮.৪১২*$১.১ পার কেজি    [ যেহেতু ১ কেজি=২.২০ পাউন্ড]
                            =$২০.২৫৩/১০০০ পিস
                           =$০.০২০/ পিস

এডহেসিভ টেপের কস্ট=২৮”* $০.০০২
                                  =$০.০৫৬

প্রতি পিস পলিব্যাগের মোট খরচ=$(০.০২০+০.০৫৬)
                                                 =$০.০৭৬




*রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত 

Post a Comment

2 Comments

  1. এডহেসিভ কস্ট ক্যালকুলেশনের সময় পলি ব্যাগের লেন্হের সাথে এডহেসিভ কস্ট গুন করলেন কেন, বুঝলাম না। যদি বুঝিয়ে বলতেন।

    ReplyDelete
  2. সরি এডহেসিভ টেপ কস্ট হবে কথাটা।
    পলি ব্যাগর সেল্ফ এডহেসিভ ফ্যাসিলিটি বলতে কি বুঝিয়েছেন, যদি বলতেন তবে উপকৃত হতাম।

    ReplyDelete