Ticker

6/recent/ticker-posts

"ইয়ার্ন প্রস্তুতির প্রথম ধাপঃ ব্লোরুম নিয়ে বিস্তারিত"


টেক্সটাইল এর প্রধান কাঁচামাল হচ্ছে ফাইবার। সাধারণত এই ফাইবার থেকে ইয়ার্ন তৈরি করা হয়। এই ফাইবার গুলো প্রাকৃতিক ও কৃত্রিম দুই ধরনের হতে পারে। প্রাকৃতিক ফাইবার গুলোর মধ্যে কটন সবচেয়ে বেশি জনপ্রিয়। বাংলাদেশে তেমন কটন উৎপন্ন না হওয়ার কারনে বিদেশ থেকে প্রচুর পরিমানে কটন আমদানি করা হয়। এই কটন ফাইবার থেকে ইয়ার্ন তৈরি করা হয়। ইয়ার্ন তৈরি করতে গেলে ফাইবারকে বেশ কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়, যেমনঃ ব্লোরুম , কার্ডিং , ড্র ফ্রেম , রিং ফ্রেম ইত্যাদি। এই কয়েকটি ধাপের মধ্যে ব্লোরুম খুবই গুরুত্বপূর্ণ। ব্লোরুমের মাধ্যমে ফাইবারকে স্পিনিং এর  উপযোগি করে তোলা হয়। আজকে আমরা আমাদের ব্লগটি সাজিয়েছি ব্লোরুম নিয়ে। 

ব্লোরুমঃ
স্পিনিং সেকশনের প্রথম মেশিন হচ্ছে ব্লোরুম । ব্লোরুমে ইনপুট হিসেবে দেওয়া হয় কটন বেল। আহটপুট হিসেবে আমরা পাই ল্যাপ। ব্লোরুমের প্রধান কাজ তিনটি । যথাঃ ওপেনিং , ক্লিনিং এবং মিক্সিং। ব্লোরুম সেকশনে ১০ থেকে ১২ টা মেশিন থাকে। এই মেশিন গুলোর সাহায্য ব্লোরুম ওপেনিং, ক্লিনিং এবং মিক্সিং এর কাজ করে থাকে। 

রিটার ব্লোরুম মেশিনের ক্ষেত্রে নিম্নোক্ত অংশ গুলো থাকে।
১। ইউনিফ্লক
২। হেভি পার্টিকেল সেপারেটর
৩। আর্গাস
৪। ইউনিক্লিন
৫। ইউনিমিক্স
৬। ইউনিস্টোর
৭। ভিশন শিল্ড এবং ম্যাজিক আই
৮। কন্ডেনশার



চিত্রঃ রিটার ব্লোরুম লাইন (গুগল)


ইউনিফ্লকঃ
কটন বেল ওপেন করার জন্য ইউনিফ্লক মেশিন ব্যবহার করা হয়।

হেভি পার্টেকেল সেপারেটরঃ
কটন বেলের মধ্যে যদি কোন হেভি পার্টেকেল যেমনঃ গাছের বাঁকল, পাথর , গাছের ছাল ইত্যাদি থাকে তা দুর করা ইহার প্রধান কাজ।

আর্গাসঃ
আর্গাস হচ্ছে আমেরিকার একটি প্রযুক্তি। কটন বেলের মধ্যে যদি আগুন লাগার মতো কোন পদার্থ থাকে তা দুর করার জন্য এই মেশিন ব্যবহার করা হয়। সেফটির কথা মাথায় রেখে ইন্ড্রাস্ট্রিতে এই মেশিন ব্যবহার করা হয়।

ইউনিক্লিনঃ
কটনের মধ্যে যদি কোন ডাস্ট থাকে তা দূর করার জন্য ইউনিক্লিন মেশিন ব্যবহার করায হয়ে থাকে। এই ক্লিনিং এর কাজ দুইটি মেশিন দিয়ে করা হতে পারে অথবা একটি মেশিন দিয়ে করা হতে পারে। এই ক্ষেত্রে ইন্ড্রাস্ট্রি তাদের প্রয়োজন মত মেশিন ব্যবহার করে থাকে।

ইউনিমিক্সঃ
বিভিন্ন গ্রেডের কটন মিক্সিং করাই হচ্ছে ইউনিমিক্স এর কাজ।

ইউনিস্টোরঃ
 ইউনিমিক্স হতে প্রাপ্ত কটন কে স্টোর করা হচ্ছে ইউনিস্টোরের কাজ। পরবর্তিতে ইউনিস্টোরে সরবরাহকৃত কটনকে প্রয়োজন মত সাপ্লাই করা হয়।

ভিশন শিল্ড এবং ম্যাজিক আইঃ
ভিশন শিল্ড এবং ম্যাজিক আই হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তি। কটনের মধ্যে বিভিন্ন কালারের ফাইবার দূর করার জন্য ভিশন আই ব্যবহার করা হয়। লাইট সেন্সর ব্যবহার করে ভিশন আই বিভিন্ন কালারের ফাইবার ডিটেক্ট করে থাকে এবং একই কালারের ফাইবার ডিটেক্ট করার জন্য ম্যাজিক আই ব্যবহার করা হয়।

কন্ডেনশারঃ
ইহা  ব্লোরুমের সর্বশেষ ধাপ। কার্ডিং সেকশনে কি পরিমাণ  কটন প্রাবাহিত হবে তা নির্ধারণ করাই হচ্ছে কন্ডেনশারের প্রধান কাজ।



*রিক্যাপ কর্তৃক প্রস্তুরকৃত




Post a Comment

1 Comments