কস্টিং:-
কস্টিং হলো একটি সিস্টেম, যার মাধ্যমে প্রোডাকশনের কস্ট অথবা রানিং বিজনেসের কস্ট অথবা প্রোডাকশনের বিভিন্ন
ধাপে ব্যয় অথবা একটি ফার্মের বিভিন্ন অপারেশনের কস্ট হিসাব করা হয়।
চিত্রঃ কস্টিং প্রসেস (গুগল)
গার্মেন্টস কস্টিং:-
গার্মেন্টস এক্সপোর্ট বিজনেসের ক্ষেত্রে গার্মেন্টস কস্টিং একটি খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সম্পূর্ণ বিজনেস গার্মেন্টস কস্টিং এর উপর নির্ভর করে। একুরেট কস্টিং একটি বিজনের বৃদ্ধিতে সহায়ক হয়। একজন মার্চেন্ডাইজারের অবশ্যই গার্মেন্টস কস্টিং সম্বন্ধে পরিপূর্ণ ধারনা থাকতে হবে।
গার্মেন্টস কস্টিং এর জন্য যেসব বিষয় জানা দরকার তা নিচে উল্লেখ করা হলো-
১. কস্ট অফ মেকিং (CM)
২. ফেব্রিক কনজাম্পশন
৩. প্রিন্টিং কস্ট
৪. এমব্রয়ডারি কস্ট
৫. ওয়াশ কস্ট
৬. ট্রিমিং কস্ট (জিপার, বাটন, লেভেল ইত্যাদি)
৭. এক্সেসোরিস কস্ট ( ট্যাক পিন, হ্যাংগার, প্রাইজ টিকেট ইত্যাদি)
৮. ট্রান্সপোর্ট কস্ট
কস্ট শিট:-
যে শিটে একটি নির্দিষ্ট প্রোডাকশন অর্ডার অথবা প্রসেসের ডিটেইলস কস্ট লেখা থাকে, তাকে কস্ট শিট বলে। এটাকে কস্ট কার্ড ও বলা হয়।
উদাহরণ:-
একটি গার্মেন্টস অর্ডারের কস্ট শিটে থাকে, ম্যাটেরিয়াল কস্ট ( ইয়ার্ন কস্ট, ফেব্রিক কস্ট, ডাইস-কেমিস্ট কস্ট ইত্যাদি), প্রসেস কস্ট ( স্পিনিং কস্ট, উইভিং কস্ট, নিটিং কস্ট, ডাইং কস্ট, ওয়াশিং কস্ট ইত্যাদি) এবং কমার্শিয়াল অথবা ফিনান্সিয়াল কস্ট।
কস্ট শিট প্রস্তুতি :-
কস্ট শিট=
মোট ফেব্রিক কস্ট + মোট ট্রিমিং কস্ট + এক্সেসোরিস
কস্ট + মোট এমবেলাইসমেন্ট কস্ট + সি.এম
+ ট্রান্সপোর্ট কস্ট + ক্লিন এবং ফোর্ডিং কস্ট +ওভারহেড কস্ট + প্রফিট + অন্যান্য কস্ট*রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত
1 Comments
Tnx for post
ReplyDelete