ইন্টারলাইনিংঃ-
ইন্টারলাইনিং হলো এক ধরনের এক্সেসোরিস যা গার্মেন্টসের ফেব্রিকের
দুইটি লেয়ার এর মধ্যে ব্যবহার করা হয়। বিভিন্ন
ধরনের কম্পনেন্টকে ধরে রাখে অথবা ফেব্রিকের দুইটি লেয়ার এর মধ্যে এক ধরনের ফেব্রিক
সুইং করার মাধ্যমে এপ্যারেলের পার্টের নির্দিষ্ট আকার এবং দৈর্ঘ্য ঠিক রাখে।
চিত্রঃ- ইন্টারলাইনিং
ইন্টারলাইনিং এর প্রকারভেদঃ-
ইন্টারলাইনিং ২ প্রকার।
১। সুইন ইন্টারলাইনিং অথবা নন ফিউজিবল ইন্টারলাইনিং
২। ফিউজিবল ইন্টারলাইনিং
সুইন ইন্টারলাইনিং অথবা নন ফিউজিবল ইন্টারলাইনিংঃ-
নন ফিউজিবল ইন্টারলাইনিং হলো এক ধরনের ইন্টারলাইনিং যা
গার্মেন্টসের সাথে সুইন করে লাগানো হয়। নন ফিউজিবল ইন্টারলাইনিং প্রেপারেশন করার
জন্য, এক পিচ ফেব্রিক স্টার্চ এর সাথে ট্রিটেড করা হয় , তারপর ড্রাই করে, ফাইনালি
মেইন ফেব্রিকের সুইন করা হয়।
চিত্রঃ- নন ফিউজিবল ইন্টারলাইনিং
ফিউজিবল ইন্টারলাইনিং:-
ফিউজিবল ইন্টারলাইনিং হলো এক ধরনের ইন্টারলাইনিং যা
নির্দিষ্ট সময় পর্যন্ত হিট এবং পেসার দিয়ে গার্মেন্টসের সাথে লাগানো হয়।
-
ফিউজিং টেম্পারাচার ১৬৫-১৭০ ডিগ্রি
সেলসিয়াস।
-
ফিউজিং টাইম ৫-২০ সেকেন্ড।
- প্রেসার ফিউজিং টেকনিকের উপর নির্ভর করে।
ফিউজিবল
ইন্টারলাইনিং এর প্রকারভেদ:-
ফিউজিবল ইন্টারলাইনিং আবার ৬ ধরনের। যথা-
১. পিভিসি কোটেড ইন্টারলাইনিং
২. পিভিএ কোটেড ইন্টারলাইনিং
৩. পলি ইথিলিলিন কোটেড ইন্টারলাইনিং
৪. পলিস্টার কোটেড ইন্টারলাইনিং
৫. পলি এমাইড কোটেড ইন্টারলাইনিং
৬. পলি প্রোপাইলিন কোটেড
ইন্টারলাইনিং
১.পিভিসি কোটেড
ইন্টারলাইনিং
- পিভিসি
রেজিন কোটিং হিসাবে ব্যবহৃত হয়।
- এটি
ড্রাই ক্লিনিং এবং ওয়াশেবল উভয় গার্মেন্টসের জন্য সুবিধাজনক।
চিত্রঃ- পিভিসি
কোটেড ইন্টারলাইনিং
২.পিভিএ কোটেড ইন্টারলাইনিং
-
পিভিএ রেজিন কোটিং হিসাবে ব্যবহৃত হয়।
-
এটি ড্রাই ক্লিনিং এর জন্য সুবিধাজনক নয় এবং লিমিটেড ওয়াশ এবিলিটি রয়েছে।
-
এটি গার্মেন্টসে খুব কম ব্যবহার করা হয়।
-
এটিতে টেম্পারেচার এবং প্রেসার কম থাকে।
চিত্রঃ- পিভিএ
কোটেড ইন্টারলাইনিং
৩.পলি ইথিলিলিন
কোটেড ইন্টারলাইনিং
- এটিও
রেজিন কোটিং হিসাবে ব্যবহৃত হয়।
- এটি
শার্টের কলার এবং কাফে ব্যবহার করা হয়।
- এটি
পানিতে ওয়াশ করে ফেব্রিকের সাথে লাগানো হয়।
চিত্রঃ- পলি
ইথিলিলিন কোটেড ইন্টারলাইনিং
৪.পলিস্টার
কোটেড ইন্টারলাইনিং
- এটিও
রেজিন কোটিং হিসাবে ব্যবহৃত হয়।
- পলিস্টার
রেজিন গার্মেন্টসে ব্যবহৃত হয়,
যেটি ড্রাই ক্লিনিবল এবং ওয়াশেবল কারন পলিস্টার পলিএমাইড থেকে কম ওয়াটার
এবজর্বেন্ট করে।
- এটি
সব ধরনের গার্মেন্টসে ব্যবহার করা যায়।
- এটিকে
আইডিয়াল ইন্টারলাইনিং বলে।
- এটি
এক্সপেনসিভ ইন্টারলাইনিং।
চিত্রঃ-
পলিস্টার কোটেড ইন্টারলাইনিং
৫.পলি এমাইড
কোটেড ইন্টারলাইনিং
- এটিও
রেজিন কোটিং হিসাবে ব্যবহৃত হয়।
- এটি
ড্রাই ক্লিনিং গার্মেন্টসের ক্ষেত্রে খুব বেশি ব্যবহৃত হয়।
চিত্রঃ- পলি এমাইড কোটেড ইন্টারলাইনিং
৬.পলি
প্রোপাইলিন কোটেড ইন্টারলাইনিং
- রেজিনের
পলি ইথিলিনের মত বৈশিষ্ট্য রয়েছে।
- সাধারণত
হাই ফিউজিং টেম্পারেচার।
- এটি
পানিতে ওয়াশ করে ফেব্রিকের সাথে লাগানো হয়।
চিত্রঃ- পলি
প্রোপাইলিন কোটেড ইন্টারলাইনিং
ফিউজিবল ইন্টারলাইনিং এবং নন ফিউজিবল ইন্টারলাইনিং এর মধ্যে
পার্থক্যঃ-
ফিউজিবল
ইন্টারলাইনিং
|
নন ফিউজিবল
ইন্টারলাইনিং
|
ফিউজিবল ইন্টারলাইনিং হলো এক ধরনের ইন্টারলাইনিং যা নির্দিষ্ট
সময় পর্যন্ত হিট এবং পেসার দিয়ে গার্মেন্টসের সাথে লাগানো হয়।
|
নন ফিউজিবল ইন্টারলাইনিং হলো এক ধরনের ইন্টারলাইনিং যা
গার্মেন্টসের সাথে সুইন করে লাগানো হয়।
|
লেবার কস্ট কম।
|
লেবার কস্ট বেশি।
|
প্রসেসিং টাইম কম।
|
প্রসেসিং টাইম বেশি।
|
হাই টেম্পারেচার লাগে।
|
টেম্পারেচার দরকার নাই।
|
মার্কেটে খুব বেশি পাওয়া যায়।
|
মার্কেটে তেমন পাওয়া যায়।
|
লার্জ প্রোডাকশনের জন্য সুবিধাজনক।
|
লার্জ প্রোডাকশনের জন্য সুবিধাজনক নয়।
|
এটি চিপ।
|
এটি চিপ।
|
# রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত
0 Comments