Ticker

6/recent/ticker-posts

"Interlining এবং Lining কি এবং এদের মধ্যে পার্থক্য"


Interlining:-
ইন্টারলাইনিং হলো এক ধরনের এক্সেসোরিস যা গার্মেন্টসের ফেব্রিকের দুইটি লেয়ার এর মধ্যে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের কম্পনেন্টকে ধরে রাখে অথবা ফেব্রিকের দুইটি লেয়ার এর মধ্যে এক ধরনের ফেব্রিক সুইং করার মাধ্যমে এপ্যারেলের পার্টের নির্দিষ্ট আকার এবং দৈর্ঘ্য ঠিক রাখে।

ব্যবহারঃ- শার্টের কলার এবং কাফে অথবা জ্যাকেট এবং কোটের ফ্রন্ট পার্টে ব্যবহার করা।

Lining:-
লাইনিং এক ধরনের এক্সট্রা ফেব্রিক যা গার্মেন্টসের ইনার ফেজে ব্যবহার করা হয় যাতে করে গার্মেন্টস আরও বেশি প্রোটেকটিভ হয়।

ব্যবহারঃ- জ্যাকেট এবং কোটে ব্যবহার করা হয়।


           চিত্রঃ-  লাইনিং এবং ইন্টারলাইনিং



Interlining এবং Lining এর মধ্যে পার্থক্যঃ-

Interlining
Lining
ইন্টারলাইনিং ইনভিজিবল।
লাইনিং ভিজিবল
এটি স্মোথ এবং লাসচারাস,সিল্ক অথবা কটনের তৈরি।
এটি কটন, পলিস্টার, নাইলন, ভিস্কস ইত্যাদির তৈরি।
গার্মেন্টসের ফেব্রিকের দুইটি লেয়ার এর মধ্যে ব্যবহার করা হয়
গার্মেন্টসের ইনার ফেজে ব্যবহার করা হয়।
সুইং অথবা ফিউজিং এর মাধ্যমে জইন করা হয়।
সুইং এর মাধ্যমে জইন করা হয়।
এপ্যারেলের পার্টের নির্দিষ্ট আকার এবং দৈর্ঘ্য ঠিক রাখার জন্য ব্যবহার করা হয়।
কমফর্ট ফিলের জন্য ব্যবহার করা হয়।
শার্টের কলার এবং কাফে অথবা জ্যাকেট এবং কোটের ফ্রন্ট পার্টে ব্যবহার করা হয়।
জ্যাকেট এবং কোটে ব্যবহার করা হয়।

                                             
           চিত্রঃ- ইন্টারলাইনিং এবং লাইনিং



# রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত

Post a Comment

0 Comments