Ticker

6/recent/ticker-posts

"সীম এ টু জেট"


সীম(Seam):-
যে লাইন বরাবর এক বা একাধিক ফেব্রিক জোড়া লাগানো হয় তাকে সীম বলে।

সীম টাইপ:-
সীম সাধারণত ৬ ধরনের।
১. সীম ক্লাস-১(সুপার ইম্পোজড সীম)
২. সীম ক্লাস-২(ল্যাপেড সীম)
৩. সীম ক্লাস-৩(বাউন্ড সীম)
৪. সীম ক্লাস-৪(ফ্লাট সীম)
৫. সীম ক্লাস-৫(ডেকোরেটিভ সীম)
৬. সীম ক্লাস-৬(এজ নিটেনিং সীম)

১. সীম ক্লাস-১(সুপার ইম্পোজড সীম)
- দুই বা তার অধিক ফেব্রিক পিচ একসাথে সুইং করা হয়।
- সাধারণত অধিক ব্যবহৃত হয়।
- ফেব্রিক এন্ড ডিরেকশন একই থাকে।
- এটির ৫০ টিরও বেশি ভারিয়েশন আছে।
- লক স্টিচ বা ওভারলক মেশিন দ্বারা সুইং করা হয়।

        চিত্রঃ- সীম ক্লাস-১(সুপার ইম্পোজড সীম)

ব্যবহার:-
 শার্ট এবং প্যান্টের মত ইনসাইড সীম হিসাবে ব্যবহৃত হয়।

২. সীম ক্লাস-২(ল্যাপেড সীম)
- দুই বা তার অধিক ফেব্রিক পিচ একটি অন্যটির উপর ওভার ল্যাপিং করা হয়।
- ফেব্রিকের দুইটি এন্ড ডিরেকশন বিপরীত।
- সাধারণত দুইটি নিডল চেইন স্টিচ মেশিন ইউজ করা হয়।
- এই ধরনের সীম খুবই স্ট্রং।

            চিত্রঃ- সীম ক্লাস-২(ল্যাপেড সীম)

ব্যবহার:-
জিন্স, ড্রেস শার্ট ইত্যাদিতে এই সীম ইউজ করা হয়।

৩. সীম ক্লাস-৩(বাউন্ড সীম)
- বাউন্ড সীম হলো এক পিচ ফেব্রিকের উপর অন্য এক পিচ ফেব্রিক দ্বারা রো প্রান্তে ইনকমপ্যাসিং করা।
- গার্মেন্টস ফিনিস এজ হিসাবে এটি ব্যবহৃত হয়।
- তাছাড়া মাঝেমাঝে ডেকোরেটিভ উদ্দেশ্যেও ব্যবহৃত হয়।
- বাউন্ড সীমের ১৮ টি ভেরিয়েশন আছে।

              চিত্রঃ- সীম ক্লাস-৩(বাউন্ড সীম)

ব্যবহার:-
টি-শার্টের নিকলাইন, শার্টের ইয়োক জইন, আন্ডারওয়ারে ব্যবহার করা হয়।

৪. সীম ক্লাস-৪(ফ্লাট সীম)
- দুই পিচ ফেব্রিক একটি অপরটির বিপরীত প্রান্তে জোড়া লাগানো।
- সীম থিকনেস কম।
- যিক-যাক স্টিচ তৈরি হয়।

                 চিত্রঃ- সীম ক্লাস-৪(ফ্লাট সীম)

ব্যবহার:-
নিক ওয়ারের আন্ডার গার্মেন্টসে ব্যবহৃত হয়।

৫. সীম ক্লাস-৫(ডেকোরেটিভ সীম)
- এক বা একাধিক ফেব্রিক লেয়ারে পাশাপাশি এক বা একাধিক স্টিচ লাইন তৈরি করার মাধ্যমে  এই ধরনের সীম হয়।
- ম্যাল্টি নিডল সুইং মেশিন ব্যবহার করা হয়।
- এই ধরনের সীম শুধুমাত্র ডেকোরেটিভ উদ্দেশ্যে ব্যবহৃত হয়।

         চিত্রঃ- সীম ক্লাস-৫(ডেকোরেটিভ সীম)

ব্যবহার:-
প্যান্ট অথবা অন্যান্য ড্রেসে ব্যবহার করা হয়।

৬. সীম ক্লাস-৬(এজ নিটেনিং সীম)
- এই খুবই ব্যাপকভাবে ব্যবহার হয়।
- ওভার লক মেশিন দ্বারা এই করা হয়।

       চিত্রঃ- সীম ক্লাস-৬(এজ নিটেনিং সীম)

 ব্যবহার:-
নিট গার্মেন্টসে অধিক ব্যবহৃত হয়।

#রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত




Post a Comment

0 Comments