CPM
:-
সিপিএম এর পূর্ণরূপ কস্ট পার মিনিট অর্থাৎ প্রতি মিনিটের
খরচ। কোন একটি সুইং লাইনের সিপিএম বলতে ঐ লাইনের প্রতি মিনেটে যে টাকা খরচ হয় তার
পরিমাণ বুঝায়।
এই খরচ হতে পারে-
১। কোন একটি
নির্দিষ্ট সুইং লাইনের
২।কোন
একটি নির্দিষ্ট সুইং ফ্লোর বা সেকশনের
৩। কোন একটি
ডিপার্টমেন্টের
৪। পুরো
ফ্যাক্টরীর
গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সাধারণত কোন একটি নির্দিষ্ট সুইং
লাইনের বা সুইং সেকশনের সিপিএম হিসাব বেশি প্রচলিত।
গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সুইং লাইনের দুই
ধরণের সিপিএম হয়-
১। এস্টিম্যাটেড
কস্ট পার মিনিট (ECPM)
২। একচুয়াল কস্ট পার মিনিট (ACPM)
১। কোন লাইনের এস্টিমাটেড কস্ট পার মিনিট (ECPM)নির্ণয়ের পদ্ধতি-
ফর্মুলা-
ECPM = টোটাল স্যালারি
পার ডে / (টোটাল ওয়ার্কিং মিনিট পার ডে * লাইন ইফিসিয়েন্সি)
যেখানে,
টোটাল স্যালারি পার ডে = টোটাল স্যালারি /টোটাল ওয়ার্কিং ডে পার মান্থ
টোটাল ওয়ার্কিং মিনিট পার ডে = টোটাল ম্যান পাওয়ার * ওয়ার্কিং আওয়ার * ৬০
সমস্যা-১
যদি কোন একটি সুইং
লাইনের একদিনের বেতন ২০০০০ টাকা হয় এবং ঐ
লাইনে মোট ২৫ জন লোক ১০ ঘন্টা কাজ করে এবং লাইনের ইফিসিয়েন্সি ৬৫% হয় তাহলে ঐ
লাইনের সিপিএম কত?
সমাধানঃ
দেওয়া
আছে,
টোটাল স্যালারি পার ডে = ২০০০০ টাকা।
লাইন
ইফিসিয়েন্সি = ৬৫%
টোটাল ম্যান পাওয়ার = ২৫ জন।
এখন
টোটাল ওয়ার্কিং মিনিট পার ডে = টোটাল ম্যান পাওয়ার * ওয়ার্কিং আওয়ার * ৬০
= ২৫
* ১০ * ৬০
=
১৫০০০ টাকা
আমরা
জানি,
ECPM = টোটাল স্যালারি পার ডে / (টোটাল ওয়ার্কিং মিনিট পার ডে * লাইন ইফিসিয়েন্সি)
= ২০০০০ /
( ১৫০০০ * ৬৫% )
=২.০৫
টাকা
২। কোন লাইনের একচুয়াল কস্ট পার মিনিট (ACPM)নির্ণয়ের পদ্ধতি।
ফর্মুলা-
ACPM = টোটাল স্যালারি
পার ডে /( প্রোডাকশন পার ডে *
এসএমভি)
যেখানে,
একদিনের বেতন = মোট বেতন/ঐ মাসের মোট কর্মদিবস
সমস্যা-২
যদি কোন একটি সুইং লাইনের একদিনের বেতন ২২০০০ টাকা হয় এবং
সারাদিনে ঐ লাইনে গার্মেন্টস এসএমভি ২৩ এবং ১২০০ পিস প্রোডাকশন হয় তাহলে ঐ লাইনের সিপিএম কত?
সমাধানঃ
দেওয়া
আছে,
টোটাল স্যালারি পার ডে = ২২০০০ টাকা।
গার্মেন্টস
এসএমভি = ২৩
লাইন
প্রোডাকশন পার ডে = ১২০০ পিস।
আমরা
জানি,
ACPM = টোটাল স্যালারি পার ডে /( প্রোডাকশন পার ডে * এসএমভি)
= ২২০০০/(১২০০
* ২৩)
= ০.৮০
টাকা
EPM:-
ইপিএম মানে আর্ন পার মিনিট অর্থাৎ প্রতি মিনিটের উপার্জন।
ইপিএম নির্ণয় পদ্ধতি-
ফর্মুলা-
ইপিএম = প্রোডিউস কোয়ান্টিটি * (সিএম /ওয়ার্কিং মিনিট)
এখানে,
ওয়ার্কিং মিনিট = ম্যান পাওয়ার * ওয়ার্কিং আওয়ার * ৬০
সমস্যা-
৬৫ জন লোক দিনে ১০ ঘন্টা করে কাজ করে ১৩০০ পিচ প্রোডিউস করে
এবং সিএম ০.৬২ ডলার হলে ইপিএম কত?
সমাধান-
দেওয়া
আছে,
প্রোডিউস
কোয়ান্টিটি= ১৩০০ পিচ
ম্যান
পাওয়ার= ৬৫ জন
ওয়ার্কিং
আওয়ার= ১০ ঘন্টা
সিএম=
০.৬২ ডলার
এখন
ওয়ার্কিং মিনিট = ম্যান পাওয়ার * ওয়ার্কিং আওয়ার * ৬০
= ৬৫ *১০*৬০
= ৩৯০০০ মিনিট
আমরা জনি,
ইপিএম = প্রোডিউস কোয়ান্টিটি * (সিএম /ওয়ার্কিং মিনিট)
= ১৩০০
* (০.৬২/৩৯০০০)
=
০.০২০৬৬ ডলার
0 Comments