Ticker

6/recent/ticker-posts

"লীন & সেভেন ওয়েস্ট"


লীন(Lean) :-
লীন হলো সিস্টেমেটিক মেথড, ম্যানুফেকচুরিং সিস্টেমের ওয়েস্ট ইলিউমিনেসন করার মেথডকে লীন বলে।



লীন ম্যানেজমেন্ট অবজেক্টিভ:-
১. কোয়ালিটি ইম্প্রুভ করা।
২. ওয়েস্ট ইলিউমিনেট করা।
৩. স্টার্ট টু ফিনিস টাইম রিডিউস করা।
৪. টোটাল কস্ট রিডিউস করা।

লীন ম্যানেজমেন্ট প্রিন্সিপলস:-
- ওয়েস্ট ইলিউমিনেসন
- কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট
-  রেস্পেক্ট ফর হিউমিনিটি
- লেভেলাইজড প্রোডাকশন
- প্রোডাকশন ইন টাইম
- কোয়ালিটি বিল্ট-আপ

লীন ম্যানেজমেন্ট এর সুবিধা:-
১. কোয়ালিটি ইম্প্রুভ হয়।
২. ভিজিউয়াল  ম্যানেজমেন্ট ইম্প্রুভ হয়
৩. ইফিসিয়েন্সি বৃদ্ধি পায়।
৪. ম্যানপাওয়ার কমিয়ে আনা যায়।
৫. প্রব্লেম দূর হয়।
৬. কাজের পরিবেশ উন্নত হয়।
৭. ফিনিশড এবং রো ইনভেন্টরির জন্য পেস কমিয়ে আনা যায়।

সেভেন ওয়েস্ট :-
১. ওভার প্রোডাকশন
২. আননেসেসারি মোশন এর ওয়েস্ট
৩. ইনভেন্টরি ওয়েস্ট
৪. প্রোডাকশন ডিফেক্টস
৫. ওয়েটিং ওয়েস্ট
৬. ট্রান্সপোর্টেশন  ওয়েস্ট
৭. ওভার প্রসেসিং ওয়েস্ট

# রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত

Post a Comment

0 Comments