Ticker

6/recent/ticker-posts

"ফেব্রিক জিএসএম ক্যাল্কুলেশন"


জি এস এম  ক্যালকুলেশন:-
জি এস এম- এর পূর্ণরূপ গ্রাম পার স্কয়ার মিটার। নীটিং ফেব্রিকের জন্য এটি একটি মেইন প্যারামিটার। লুপ লেন্থের মাধ্যমে এটি কন্ট্রোল করা হয়। লুপ লেন্থ বৃদ্ধি পেলে জি এস এম কমে আর লুপ লেন্থ কমলে জি এস এম বৃদ্ধি পায়। জি এস এম কাটার এবং ইলেকট্রিক ব্যালেন্স দ্বারা এটি পরিমাপ করা হয়।



সমস্যা-
ফেব্রিক ওয়েট = ১৪.৫ কেজি
ফেব্রিক লেন্থ = ৩০ মিটার
ওপেন ফেব্রিক উইথ = ৬২ ইঞ্চি
ফেব্রিক জি এস এম =?

উত্তরঃ-
ফেব্রিক উইথ = ৬২ ইঞ্চি
                     = (৬২ / ৩৯.৩৭) মিটার
                     =১.৫৭ মিটার

আমরা জানি,
ফেব্রিক এরিয়া = লেন্থ * উইথ
                       = ৩০ * ১.৫৭
                       = ৪৭.১ বর্গ মিটার

ফেব্রিক ওয়েট = ১৪.৫ কেজি
                      = ১৪৫০০ গ্রাম
আবার,
ফেব্রিক জি এস এম = ফেব্রিক ওয়েট / ফেব্রিক এরিয়া
                               =১৪৫০০/ ৪৭.১
                               = ৩০৭.৮৫ গ্রাম পার স্কয়ার মিটার

# রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত




Post a Comment

0 Comments