Ticker

6/recent/ticker-posts

"কি ধরনের ফেব্রিকে কি ধরনের ডাইস ব্যবহার করবেন?"


আমাদের সবার মনে একটা কমন প্রশ্ন আছে সেটা হল কোন কোন ফেব্রিক ডাইং এর জন্য কোন কোন ধরনের ডাইস ব্যবহার করা হয়। প্রশ্নটা খুব বেশী ভাইভাতে করা হয়। এমনকি আমাকেও এই প্রশ্ন করা হয়েছিল। আর এই প্রশ্নের মুখোমুখি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশী তাদের যারা ওয়েট প্রসেসিং মেজর নিয়ে অধ্যায়নরত বা চাকরীরত। আমরা এর উপকারীতা উপলব্ধি করি তাই খুব সহজে মনে রাখার জন্য ফেব্রিক ওয়াইজ ব্যবহৃত ডাইসের একটি তালিকা করেছি। 


Dye class
Cellulose (cotton, viscose, rayon)
Protein(wool, silk)
Polyester
Nylons
Acrylics
Direct
**
*
*
Reactive
**
**
*
Sulphur
**
Vat
**
Disperse
**
*
**
Acid
**
**
Basic
**



** ডাইং এবং প্রিন্টিং-এ  সবচেয়ে বেশী ব্যবহৃত ডাইস
* ডাইং এবং প্রিন্টিং -এ কম ব্যবহৃত ডাইস
-কোন ব্যবহারিক প্রয়োগ নেই। 

*রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত

Post a Comment

0 Comments