Ticker

6/recent/ticker-posts

"ফাইবার নিয়ে শুরুর কথা"




অবশ্যই ভিডিওটি দেখে ব্লগটি পড়বেন।


ফাইবার:- 
ফাইবার হলো ন্যাচারাল অথবা সিনথেটিক সাবস্ট্যান্সের সুক্ষ তন্তু, যার লেন্থ ওয়াইড তুলনায় অনেক গুন বড়।

ফাইবারের প্রকারভেদ:- 
ফাইবার দুই প্রকার।
. ন্যাচারাল ফাইবার
.ম্যান মেড ফাইবার

ন্যাচারাল ফাইবার:- 
যে ফাইবার প্রকৃতি হতে পাওয়া যায় সেগুলো ন্যাচারাল ফাইবার। প্লান্ট,এনিম্যাল ইত্যাদি থেকে এই ফাইবার পাওয়া যায়।
যেমন- কটন,জুট,সিল্ক ইত্যাদি।

ন্যাচারাল ফাইবার তিন ধরনের।
. ভিজিটেবল ফাইবার- কটন,জুট।
. এনিম্যাল ফাইবার- সিল্ক,উড।
. মিনারেল ফাইবার- এসবেস্টস

ম্যান মেড ফাইবার:- 
যে ফাইবার কৃত্রিম ভাবে তৈরি করা হয় সেগুলো ম্যান মেড ফাইবার।
যেমন- পলিস্টার,নাইলন,পলি আমাইড ইত্যাদি।





ন্যাচারাল এবং ম্যান মেড ফাইবারের মধ্যে পার্থক্য

যে ফাইবার প্রকৃতি থেকে পাওয়া যায় তাকে ন্যাচারাল ফাইবার বলে।
যে ফাইবার কৃত্রিম ভাবে তৈরি করা হয় তাকে ম্যান মেড ফাইবার বলে।

সাধারণত এই ফাইবার হাইড্রপোবিক।
সাধারণত এই ফাইবার হাইড্রপিলিক।

অপেক্ষাকৃত কম স্ট্রেন্থ এবং ডিউরাবিলিটি।
অপেক্ষাকৃত বেশি স্ট্রেন্থ এবং ডিউরাবিলিটি।

এই ফাইবার দ্বারা তৈরিকৃত ফেব্রিক আরামদায়ক এবং স্বাস্থ্যের জন্য ভাল।
এই ফাইবার দ্বারা তৈরিকৃত ফেব্রিক আরামদায়ক এবং স্বাস্থ্যের জন্য ভাল না।

পরিধানের জন্য ন্যাচারাল ফাইবারের অনেক ডিমান্ড আছে।
পরিধানের জন্য ম্যান মেড ফাইবারের ডিমান্ড কম।

স্পিনিং প্রসেসে স্প্রিনারেট লাগে না।
স্পিনিং প্রসেসে স্প্রিনারেট লাগে।

ন্যাচারাল ফাইবারে ডার্ট,ডাস্ট এবং অন্যান্য ইমপিউরিটিস থাকে।
ম্যান মেড ফাইবারে ডার্ট,ডাস্ট এবং অন্যান্য ইমপিউরিটিস থাকে না।

এটি এক্সপেন্সিভ।
এটি চিপ।

ফাইবার লেন্থ প্রকৃতিরর উপর নির্ভর করে।
ফাইবার লেন্থ মানুষ কন্ট্রোল করে।

১০
এটি পরিবেশ বন্ধব।
এটি পরিবেশ বন্ধব নয়।


*রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত

Post a Comment

0 Comments