বুটেক্স অধিভুক্ত ৬টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি বিজ্ঞপ্তি এবং খুঁটিনাটি যাবতীয় তথ্য সমূহঃ
বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিতে টেক্সটাইল
একটি অন্যতম সমৃদ্ধ সেক্টর । যেখানে দেশে থেকেই ভাল কিছু করার সুযোগ আছে।বর্তমানে
বাংলাদেশের টেক্সটাইল বিশ্বে একটি ভাল স্থান দখল করে আছে । আমাদের দেশের টেক্সটাইল
দিন দিন এগিয়ে যাচ্ছে আর এই প্রযোগিতায় নিজের দেশের শিল্পকে বিশ্বের দরবারে তুলে
ধরতে তুমিও হতে পার একজন দক্ষ বস্ত্রপ্রোকৌশলী।
GPA এর ব্যাড়াজালে আটকে পড়ে যারা বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারেনা তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৬ টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বি.এস.সি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী প্রদান করে। মোট ৭২০ আসনের বিপরীতে ও প্রতি কলেজে ৪ টি বিভাগে একই সাথে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিভাগ গুলো হলো:
1. Yarn manufacturing Engineering (YE)
2. Fabric manufacturing Engineering (FE)
3. Wet Process Engineering (WPE)
4. Apparel manufacturing Engineering (AE)
GPA এর ব্যাড়াজালে আটকে পড়ে যারা বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারেনা তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৬ টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বি.এস.সি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী প্রদান করে। মোট ৭২০ আসনের বিপরীতে ও প্রতি কলেজে ৪ টি বিভাগে একই সাথে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিভাগ গুলো হলো:
1. Yarn manufacturing Engineering (YE)
2. Fabric manufacturing Engineering (FE)
3. Wet Process Engineering (WPE)
4. Apparel manufacturing Engineering (AE)
২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের প্রশ্নপত্রঃ
চিত্রঃ- প্রশ্নপত্রের ১ম পৃষ্ঠা
চিত্রঃ- প্রশ্নপত্রের ২য় পৃষ্ঠা
চিত্রঃ- প্রশ্নপত্রের ৩য় পৃষ্ঠা
চিত্রঃ- প্রশ্নপত্রের সর্বশেষ পৃষ্ঠা
ইঞ্জিনিয়ারিং কলেজ ও আসন সংখ্যাঃ
1. Chittagong Textile Engineering College(CTEC)- 120 seat.
2. Pabna Textile Engineering College(PTEC)-120 seat.
3. Textile Engineering College Noakhali(TECN)-120 seat
4. Shohid Abdur Rob Sherniyabat Textile Engineering College, barisal(SARSTEC)-120 seat.
5. Sheikh Kamal Textile Engineering College (SKTEC).-120 seat.
6. Dr. M A Wazed Mia Textile Engineering College -120 seat.
ভর্তি পরীক্ষার মানবন্টন ঃ
*পদার্থ – ৩০ টি-৬০ মার্ক
*রসায়ন -৩০টি-৬০ মার্ক
* গনিত-৩০টি-৬০ মার্ক
* ইংরেজি-১০টি-২০ মার্ক
>>১০০ টা MCQ প্রতিটিতে ২ মার্ক করে মোট ২০০ মার্ক।
>>GPA ১০০ মার্ক।
মোট = ৩০০ মার্ক।
মোট সময়: ১ঘন্টা ২০ মিনিট
প্রতিটি ভুল উত্তরের জন্য .৫০ নম্বর কাটা যাবে।
জিপিএ হিসাবঃ
এসএসসি জিপিএ কে ৮ দিয়ে গুন
এইচএসসি জিপিএকে ১২ দিয়ে গুন
দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে।
সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রী দেয়া হয় এবং ইঞ্জিনিয়ারিং ভার্সিটির মতো ITET (IEB) এর সদস্য।
যোগ্যতাঃ
এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায়
৩.৫০ করে গ্রেড পয়েন্ট থাকতে হবে।
সবচেয়ে গুরুত্বপুণ বিষয়টি হচ্ছে এইচএসিতে উচ্চতর গনিত,পদার্থ বিজ্ঞান,রসায়ন,আর ইংরেজীতে কমপক্ষে ১৫.০০ থাকতে হবে ।
আবেদন ফি ১০০০ টাকা
সংরক্ষিত আসনঃ
সবচেয়ে গুরুত্বপুণ বিষয়টি হচ্ছে এইচএসিতে উচ্চতর গনিত,পদার্থ বিজ্ঞান,রসায়ন,আর ইংরেজীতে কমপক্ষে ১৫.০০ থাকতে হবে ।
আবেদন ফি ১০০০ টাকা
সংরক্ষিত আসনঃ
*মোট কোটাঃ ৩ টি
*মুক্তিযোদ্বা কোটাঃ ২টি
*নৃ-গোষ্টী কোটাঃ ১ টি
*নৃ-গোষ্টী কোটাঃ ১ টি
*রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত
*Textile Engineering College Admission পেজ হতে সংগৃহীত
0 Comments