Ticker

6/recent/ticker-posts

"ফাইবারের রাজাকে নিয়ে কিছু কথা-১ম পর্ব"

কটন ফাইবারের প্রাথমিক কিছু কথা (Cotton,Cultivation,Trade name,Producer countries, End uses)
আমরা ইতোপূর্বে আমাদের পূর্বের আর্টিকেলে ফাইবার, ফাইবার ক্লাসিফিকেশন, ন্যাচারাল ও ম্যান মেড ফাইবাবের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করেছি। আজ কটন ফাইবার নিয়ে আলোচনা করতে যাচ্ছি।
আপনাদের সুবিধার্থে আমরা ফাইবারের উপর একটা পরিচিতিমুলক ভিডিও তৈরী করেছি আমাদের চ্যানেল TEXANDTECH -এ। অনুগ্রহ করে ভিডিওটি প্রথমে দেখবেন তাহলে আর্টিকেলটি পড়ে খুব বেশী উপকার পাবেন। 

কটন:-
কটনকে ফাইবারের রাজা বলা হয়। কটন ভেজিটেবল ফাইবার যা কটন প্লান্ট সীডস হতে সংগহ করা হয়। এটি পৃথিবীর প্রথম ফাইবার। কটন ফাইবারে ৮৫% পিউর সেলুলোজ থাকে।


চিত্রঃ- কটন (গুগল)


কটন ফাইবার কাল্টিভেশন:-
পৃথিবীতে বিভিন্ন ধরনের কটন চাষ করা হয়ে থাকে। যাইযোক কটন বীজ লাগানোর ৮০-১০০ দিন পর সাদা কালারের ব্লোসম আসে,পরে এটি রেডিস কালারে পরিবর্তন হয়। তার কিছু দিন পরে এটি ছোট গ্রিন ট্রাই এংগুলার পডসে পরিবর্তন হয়, সেটাকে বুলস বলা হয়। তার ৫৫-৭০ দিনের মধ্যে এটি ম্যাচুউর হয়। এই সময়ে বুলসে সীড এবং হেয়ার উৎপন্ন হয়। যখন এটি পাকে তখন বুলস ফেটে যায় এবং ৩-৫ সেলের সাদা ফ্লাফি বুলস থাকে। ৭-১০ টি ফাইবার সীডস থেকে। তারপর এটি পিক করা হয়। ফাইবারে ৮৭-৯০% সেলুলোজ, ৫-৮% ওয়াটার এবং ৪-৬% ন্যাচারাল ইম্পিউরিটিস থাকে।

কটন ফাইবারের ট্রেড নেম:-
১. ইজিপশিয়ান
২. পিমা
৩. সুপিমা
৪. সি আইসলান্ড

কটন উৎপাদনকারী ১০-টি দেশ (২০১৯ সাল অনুযায়ী) :-
১. ইন্ডিয়া
২. ইউনাইটেড স্টেট
৩. চায়না
৪. ব্রাজিল
৫. পাকিস্তান
৬. তুর্কি
৭. উজবেকিস্তান
৮. অস্ট্রেলিয়া
৯. তুর্কমেনিস্তান
১০. বুল্কিনা ফাসো

এন্ড ইউজ :-
ফ্লাফ- এবসোরবেন্ট কটন,প্যাডিং।
ক্লথিং- প্যান্ট,শার্ট,ব্লাউজ,ড্রেস,সুট,জ্যাকেট,আন্ডারগার্মেন্টস।
হোম ফার্নিসিং- বেড শিটস, টাওয়াল, টেবিল ক্লথ, ন্যাপকিন, কার্টেন।


*রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত

Post a Comment

0 Comments