কটন ফাইবারের প্রাথমিক কিছু কথা (Cotton,Cultivation,Trade name,Producer countries, End uses)
আমরা ইতোপূর্বে আমাদের পূর্বের আর্টিকেলে ফাইবার, ফাইবার ক্লাসিফিকেশন, ন্যাচারাল ও ম্যান মেড ফাইবাবের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করেছি। আজ কটন ফাইবার নিয়ে আলোচনা করতে যাচ্ছি।
আপনাদের সুবিধার্থে আমরা ফাইবারের উপর একটা পরিচিতিমুলক ভিডিও তৈরী করেছি আমাদের চ্যানেল TEXANDTECH -এ। অনুগ্রহ করে ভিডিওটি প্রথমে দেখবেন তাহলে আর্টিকেলটি পড়ে খুব বেশী উপকার পাবেন।
আপনাদের সুবিধার্থে আমরা ফাইবারের উপর একটা পরিচিতিমুলক ভিডিও তৈরী করেছি আমাদের চ্যানেল TEXANDTECH -এ। অনুগ্রহ করে ভিডিওটি প্রথমে দেখবেন তাহলে আর্টিকেলটি পড়ে খুব বেশী উপকার পাবেন।
কটন:-
কটনকে ফাইবারের রাজা বলা হয়। কটন ভেজিটেবল ফাইবার যা কটন প্লান্ট সীডস হতে সংগহ করা হয়। এটি পৃথিবীর প্রথম ফাইবার। কটন ফাইবারে ৮৫% পিউর সেলুলোজ থাকে।
কটনকে ফাইবারের রাজা বলা হয়। কটন ভেজিটেবল ফাইবার যা কটন প্লান্ট সীডস হতে সংগহ করা হয়। এটি পৃথিবীর প্রথম ফাইবার। কটন ফাইবারে ৮৫% পিউর সেলুলোজ থাকে।
চিত্রঃ- কটন (গুগল)
কটন ফাইবার কাল্টিভেশন:-
পৃথিবীতে বিভিন্ন ধরনের কটন চাষ করা হয়ে থাকে। যাইযোক কটন বীজ লাগানোর ৮০-১০০ দিন পর সাদা কালারের ব্লোসম আসে,পরে এটি রেডিস কালারে পরিবর্তন হয়। তার কিছু দিন পরে এটি ছোট গ্রিন ট্রাই এংগুলার পডসে পরিবর্তন হয়, সেটাকে বুলস বলা হয়। তার ৫৫-৭০ দিনের মধ্যে এটি ম্যাচুউর হয়। এই সময়ে বুলসে সীড এবং হেয়ার উৎপন্ন হয়। যখন এটি পাকে তখন বুলস ফেটে যায় এবং ৩-৫ সেলের সাদা ফ্লাফি বুলস থাকে। ৭-১০ টি ফাইবার সীডস থেকে। তারপর এটি পিক করা হয়। ফাইবারে ৮৭-৯০% সেলুলোজ, ৫-৮% ওয়াটার এবং ৪-৬% ন্যাচারাল ইম্পিউরিটিস থাকে।
পৃথিবীতে বিভিন্ন ধরনের কটন চাষ করা হয়ে থাকে। যাইযোক কটন বীজ লাগানোর ৮০-১০০ দিন পর সাদা কালারের ব্লোসম আসে,পরে এটি রেডিস কালারে পরিবর্তন হয়। তার কিছু দিন পরে এটি ছোট গ্রিন ট্রাই এংগুলার পডসে পরিবর্তন হয়, সেটাকে বুলস বলা হয়। তার ৫৫-৭০ দিনের মধ্যে এটি ম্যাচুউর হয়। এই সময়ে বুলসে সীড এবং হেয়ার উৎপন্ন হয়। যখন এটি পাকে তখন বুলস ফেটে যায় এবং ৩-৫ সেলের সাদা ফ্লাফি বুলস থাকে। ৭-১০ টি ফাইবার সীডস থেকে। তারপর এটি পিক করা হয়। ফাইবারে ৮৭-৯০% সেলুলোজ, ৫-৮% ওয়াটার এবং ৪-৬% ন্যাচারাল ইম্পিউরিটিস থাকে।
কটন ফাইবারের ট্রেড নেম:-
১. ইজিপশিয়ান
২. পিমা
৩. সুপিমা
৪. সি আইসলান্ড
১. ইজিপশিয়ান
২. পিমা
৩. সুপিমা
৪. সি আইসলান্ড
কটন উৎপাদনকারী ১০-টি দেশ (২০১৯ সাল অনুযায়ী) :-
১. ইন্ডিয়া
২. ইউনাইটেড স্টেট
৩. চায়না
৪. ব্রাজিল
৫. পাকিস্তান
৬. তুর্কি
৭. উজবেকিস্তান
৮. অস্ট্রেলিয়া
৯. তুর্কমেনিস্তান
১০. বুল্কিনা ফাসো
১. ইন্ডিয়া
২. ইউনাইটেড স্টেট
৩. চায়না
৪. ব্রাজিল
৫. পাকিস্তান
৬. তুর্কি
৭. উজবেকিস্তান
৮. অস্ট্রেলিয়া
৯. তুর্কমেনিস্তান
১০. বুল্কিনা ফাসো
এন্ড ইউজ :-
ফ্লাফ- এবসোরবেন্ট কটন,প্যাডিং।
ফ্লাফ- এবসোরবেন্ট কটন,প্যাডিং।
ক্লথিং- প্যান্ট,শার্ট,ব্লাউজ,ড্রেস,সুট,জ্যাকেট,আন্ডারগার্মেন্টস।
হোম ফার্নিসিং- বেড শিটস, টাওয়াল, টেবিল ক্লথ, ন্যাপকিন, কার্টেন।
*রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত
0 Comments