কটনের কেমিক্যাল
কম্পোজিশন ঃ
কটন:- কটন
একটি ন্যাচারাল সেলুলোজিক
ফাইবার।এই ফাইবার খুব
বেশি ইউজ করা
হয়।এটি খুব সফট
এবং স্টাপল ফাইবার।এই
ফাইবারের প্রায় পুরোটাই
সেলুলোজ।
চিত্রঃ- ক্যামিক্যাল স্ট্র্যাকচার
কটনের কম্পোজিশন ঃ
কম্পোনেন্ট এমাউন্ট
১. সেলুলোজ ৯৪%
২. প্রোটিন ১-১.৫%
৩. পেক্টিক
এসিড ১%
৪. অয়েল,ফ্যাট,ওয়াক্স ০.৫%
৫.
এসিড,সুগার,পিগমেন্ট ২%
৬. মিনারেল
সাবস্টান্স ১%
সেলুলোজ
কটন ফাইবারে
৮৮%-৯৬% পর্যন্ত
সেলুলোজ থাকে।সেলুলোজ
বিটা-ডি গ্লুকোজের
পলিমার।সেলুবোয়েজ সেলুলোজের
ইউনিট, ১:৪
দুইটি কার্বন এটম
বিটা গ্লুকোজ আকারে
যুক্ত থাকে।কটনে প্রায়
৫০০০ সেলুবোয়েজ ইউনিট
থাকে,তাই কটনের
ডিগ্রি অফ পলিমারিজেশন
৫০০০।
প্রোটিন
সেলের
প্রোটপ্লাজম থেকে প্রোটিন
বের হয়ে আসে।ফাইবারে
অল্প পরিমাণে নাইট্রোজেন
থাকে।
পেক্টিক
এটি
পেক্টিক এসিড থেকে
আসে।মুলত ক্যালসিয়াম এবং
মিথাইল অ্যাসিটেট থাকে।
অয়েল,ফ্যাট,ওয়াক্স:- অয়েল
এবং ফ্যাট হলো
গ্লাইসেরল এর এস্টার।আর
ওয়াক্স মনোহাইড্রি এলকোহল
এর এস্টার।
কটন গিনিং,কটন
গিনিং প্রসেস,টাইপ
এবং ফল্ট :
কটন গিনিং:- কটন গিনিং
হলো কটন ফাইবারকে
বীজ থেকে পৃথক
করার একটি প্রসেস।আগে
এটি হাত দিয়ে
করা হত কিন্তু
বর্তমানে মেশিনের মাধ্যমে
খুব দ্রুত এবং
সহজে বীজ থেকে
ফাইবারকে পৃথক করা
হয়ে থাকে।
গিনিং এর উদ্দেশ্যঃ-
১. কটন
বীজ থেকে ফাইবার
আলাদা করা হয়।
২. ফাইবারের
বেস্ট কোয়ালিটি নিশ্চিত
করে এবং মার্কেটে
ভাল দাম পাওয়া
যায়।
৩. ফাইবারে
কোনো বীজ বা
অন্য কোনো পার্টিকলস
থাকে না।
৪. স্পিনিং
প্রসেস খুব ইজিয়ার
এবং এফেক্টিভ করে
তুলে।
কটন গিনিং
প্রসেস ঃ
১.
প্রথমে কটনের মশ্চার
কমানোর জন্য ড্রাইয়ারের
মধ্য দিয়ে পাস
করা হয়।
২.
তারপর কটন থেকে
অন্যান্য মেটারিয়াল দূর
করার জন্য ক্লিনিং
ইকুইপমেন্ট এর মধ্য
দিয়ে পাস করা
হয়।
৩. এরপর
কটন এয়ার কনভয়েড
গিন স্ট্যান্ড এর
মধ্যে পাঠানো হয়,যেখানে
এয়ার ব্লাস্ট দ্বারা
স টিথ এর
সাথে রিভলভিং করা
হয়।
৪. তারপর
৫০০ পাউন্ড ওয়েটের
কম্প্রেস দিয়ে বেল
তৈরি করা হয়।
৫. কটন
বেল টেক্সটাইল মিলে
শিপ্ট করা হয়।
চিত্রঃ গিনিং প্রসেস
গিনিং টাইপ: গিনিং ৩
ধরনের।
১. রোলার
গিন
২. স
গিন
৩. মাকার্থি
গিন
রোলার গিনিং:- আধুনিক গিনিং
অটোমিট গিনিং যেখানে
প্রোডাকশন বেশি।ইন্ডাস্ট্রিয়াল
উদ্দেশ্যে এই ধরনের
টেকনোলোজি অধিক উইজ
করা হয়।
সুবিধা:- আডভান্স টেকনোলোজি
ব্যবহার করার জন্য
রোলার গিনিং মেশিনের
প্রোডাকশন বেশি।
স
গিনিং:- ম্যানুয়াল
প্রসেসের তুলনায় স
গিনিং থাকে অধিক
ক্লিন কটন ফাইবার
পাওয়া যায়।
সুবিধা:- ইউনিফরম এবং
অধিক ক্লিন কটন
ফাইবার পাওয়া যায়।
মাকার্থি গিন
আবার ৩ ধরনের।
১. সিংগল
আক্টিং মাকার্থি গিন
২. ডাবল
আক্টিং মাকার্থি গিন
৩. ডাবল
রোলার মাকার্থি গিন
গিনিং ফল্ট:-
১. ফাইবার
মাঝখানে ভেংগে যায়,তাই
ফাইবার শর্ট লেন্থের
হয়।
২. ফাইবারে
ক্রাস বীজ থেকে
যায়।
৩. ফাইবারে
নেপ্স ফর্ম করে।
৪. গিন
কাট ফাইবার
*রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত
0 Comments