Ticker

6/recent/ticker-posts

"গার্মেন্টস ফিনিশিং কন্ট্রোলার / ইনচার্জ / ম্যানেজারের ডিউটিস এন্ড রেস্পন্সিবিলিটিস"

গার্মেন্টস ফিনিশিং ম্যানেজার:-
একজন গার্মেন্টস ফিনিশিং ম্যানেজারকে ফিনিশিং সেকশনের এ টু জেড ওয়ার্কিং প্রসেস ফলো করতে হয়।ফিনিশিং ম্যানেজারকে সমস্ত কমপ্লিট গার্মেন্টস কেয়ারফুলি চেক, প্রোপার আয়রন, মেজারমেন্ট, ডাস্ট রিমোভ, পলি প্যাকিং এবং ফাইনালি বায়ার রিকুয়ারমেন্ট অনুযায়ী কার্টুন হয়েছে কিনা নিশ্চিত করতে হয়।ম্যানেজারকে ডেলিভারি সময়ের মধ্যে বায়ার রিকুয়ারমেন্ট অনুযায়ী ষ্ট্যাণ্ডার্ড কোয়ালিটি সম্পূর্ণ গার্মেন্টস রেডি করতে হয়।তিনি সর্বদা আপডেট ইনফর্মেশনের জন্য স্টাফ এবং ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করেন। 

                                         চিত্র:- গার্মেন্টস  ফিনিশিং সেকশন (গুগল)

এপ্যারেল ফিনিশিং জব:-
এপ্যারেল ইন্ডাস্ট্রিতে, ফিনিশিং জব গার্মেন্টস তৈরির প্রোডাকশন ধারা ধরে রাখতে হেল্প করে।ফিনিশিং ম্যানেজার শিপমেন্ট শিডিউল অনুযায়ী কিভাবে ডিফেক্ট মুক্ত গার্মেন্টস তৈরি করা যায় তার পরিকল্পনা করে।ফিনিশিং জব বিভিন্ন সেকশনের সাথে সম্পর্ক যুক্ত যেমন- নীটিং, ডাইং, স্টোর, ব্যাচ, ল্যাবরেটরি ফিনিশিং, টেক্সটাইল ফিনিশিং এবং গার্মেন্টস ফিনিশিং ইত্যাদি।
ফিনিশিং সেকশন কাজের ধরন অনুসারে ৫ ভাগে ভাগ করা হয়ে থাকে।যথা-
১. থ্রেড ট্রিমিং
২. ইন সাইড কিউসি
৩. আয়রনিং
৪. ফাইনাল কিউসি
৫. ফোল্ডিং এবং প্যাকিং

ফিনিশিং কন্ট্রোলার / ইনচার্জ / ম্যানেজারের ডিউটিস এন্ড রেস্পন্সিবিলিটিস:-

১. সুইন সেকশন থেকে কমপ্লিট গার্মেন্টস ফলোআপ করে ফিনিশিং সেকশনে ইনপুট করা।
২. গার্মেন্টস থ্রেড ট্রিম প্রোপারলি চেক করা।
৩. মেজারমেন্ট ওকে আছে কিনা ইনসিওর করা।
৪. আয়রনের ওভার হিট রিডিউস করা যাতে গার্মেন্টস ড্যামেজ না করে।
৫. আয়রনের পর কোন ডিফেক্ট দেখা দিলে রিপায়ারের জন্য পাঠানো।
৬. ফিনিশিং টেবিল ক্লিন আছে কিনা নিশ্চিত কর।
৭. গার্মেন্টসে কোন ডিফেক্ট এবং রিজেক্ট আছে কিনা চেক করা।
৮. ফাইন্ড আউট করা কেন গার্মেন্টস ডিফেক্ট এবং রিজেক্ট হচ্ছে।
৯. ডিফেক্ট পরীক্ষা করা এবং অয়েল মার্ক, স্টেন মার্ক, বার্ন, পিটস ইত্যাদির জন্য এক্সট্রা কেয়ার নেওয়া। 
১০. ফিনিশিং ম্যানেজার গার্মেন্টস এক্সামিন করা, যদি সীম প্যাকারিং থাকে তবে তা ওয়াশিং অথবা আয়রনের মাধ্যমে ডেভেলপ করা।
১১. ইন্সপেকশন ডাটা রেকর্ড এবং সাবমিট করা।
১২. বায়ার রিকুয়ারমেন্ট অনুযায়ী ফোল্ডিং ইনসিওর করা।
১৩. পলি করার আগে অবশ্যই গার্মেন্টস ইন্সপেক্ট করা। 
১৪. ডাস্ট রিমোভ এবং গার্মেন্টসে হ্যাং ট্যাগ সঠিকভাবে লাগানো হয়েছে কিনা নিশ্চিত  করা।
১৫. বায়ারের স্পেসিফিক অ্যাসোর্টমেন্ট অবশ্যই ফলো করা
১৬. এপ্রোভ ফিনিশ গার্মেন্টসের সাথে ম্যাচ করে গার্মেন্টস প্যাক করা।
১৭. কার্টুন মেজারমেন্ট, প্যাকিং কোয়ালিটি, কার্টুন সাইড মার্ক, শিপমেন্ট ইত্যাদি নিশ্চিত  করা।


#রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত। 

Post a Comment

0 Comments