বাংলাদেশে ছোট, বড় মিলে ১০০টিরও বেশি ফ্যাশন হাউজ আছে। এই বিশাল সংখ্যা থেকে টপ টেন ফ্যাশন হাউজ সিলেক্ট করা অনেক কঠিন।
টপ টেন ফ্যাশন হাউজ:-
১. আড়ং
আড়ং বাংলাদেশের টপ লাইফস্টাইল রিটেইলার। এটি একটি সামাজিক রেস্পন্সিবল অর্গানাইজেশন।
এক নজরে আড়ং:-
স্থাপিত:- ১৯৭৮
প্রতিষ্ঠাতা:- আয়েশা আবেদ।
পণ্য:- শাড়ি, সালোয়ার কামিজ, স্কার্ফ, কুর্তি, ফতুয়া, পাঞ্জাবি, শার্ট, কিডস ওয়ার, ফুট ওয়ার, ব্যাগ, হ্যান্ডিক্রাফট, নকশিকাঁথা, সিরামিক, জুয়েলারি ইত্যাদি।
ঠিকানা:- আড়ং সেন্টার, ৩৬৪, তেজগাঁও ইইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ঢাকা-১২০৮
ফোন:- 88028891404
ওয়েবসাইট:- http://www.aarong.com/
২. ক্যাটস আই
ক্যাটস আই বাংলাদেশের একটি লিডিং ফ্যাশন হাউজ। এটি ইউনিক এবং ট্রেন্ড এর জন্য খুব জনপ্রিয়। এটি মেন্স ক্লথিং ডিজাইনের জন্য বেশ পরিচিত। বর্তমানে তারা মেয়েদের ড্রেস নিয়েও কাজ করছে।
এক নজরে ক্যাটস আই:-
স্থাপিত:- ১৯৮০
প্রতিষ্ঠাতা:- মি. সাঈদ সিদ্দিকি রুমি এবং মিসেস আশরাফুন সিদ্দিকি দোরা।
পণ্য:- মেন্স & উইমেনস ক্লথিং (শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, জিন্স, সালোয়ার কামিজ ইত্যাদি) জুতা এবং অন্যান্য ফ্যাশন এক্সসোরিজ।
ঠিকানা:- মিনিতা প্লাজা (৬ তলা), ৫৪ নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫
ফোন:- 02 9665184, 02 9660486
ওয়েবসাইট:-https://www.catseye.com.bd/
৩. রিচম্যান
রিচম্যানও বাংলাদেশের একটি টপ ফ্যাশন হাউজ। এটি মেন্স ওয়ারের জন্য জনপ্রিয়। এটির মাদার কম্পানি হলো লুবনান ট্রেড কনসোর্শিয়াম লি.
এক নজরে রিচম্যান:-
প্রতিষ্ঠাতা:- মি. মুহাম্মদ জুনাইদ।
পণ্য:- শার্ট, টি-শার্ট, পলো শার্ট, প্যান্ট, ফরমাল প্যান্ট, কসুয়াল প্যান্ট, ডেনিম প্যান্ট, ব্লেজার, এক্সসোরিজ ইত্যাদি।
ঠিকানা:- হোম স্টিট লিংক টাওয়ার, টিএ ৯৯, গুলশান বাড্ডা লিংক রোড (১২ এবং ১৩ তলা), ঢাকা-১২১২
ফোন:- +88-02-9841504, +88-02-9860614
ওয়েবসাইট:- http://www.richmanbd.com
৪. ইয়েলো
ইয়েলো বাংলাদেশের ট্রেন্ডিস্ট ফ্যাশন ব্রান্ড এটি বেক্সিমকো গ্রুপের একটি সিস্টার কনসার্ন।
এক নজরে ইয়েলো:-
স্থাপিত:- ২০০৪
প্রতিষ্ঠাতা:- সালমাল এফ রহমান ।
পণ্য:- মেন্স, উইমেনস, চিল্ড্রেন্স এপ্যারেল এবং এক্সসোরিজ।
ঠিকানা:- বেক্সিমকো ইইন্ডাস্ট্রিয়াল পার্ক, ঢাকা, বাংলাদেশ।
ফোন:- 88 01754455533
ই-মেইল: yellowcustomerservice@beximtex.com
ওয়েবসাইট:http://www.yellowclothing.net
৫. একস্টেসি
একস্টেসি বাংলাদেশের একটি ফেমাস ফ্যাশন হাউজ। মর্ডান ডিজাইনের জন্য যুবকদের কাছে এটির ড্রেস খুব জনপ্রিয়।
এক নজরে একস্টেসি:-
স্থাপিত:- ১৯৯৭
প্রতিষ্ঠাতা:- তানজিম হক ।
পণ্য:- মেন্স জিন্স, টি-শার্ট, পলো শার্ট, শার্ট, কাসুয়াল শার্ট, কাসুয়াল প্যান্ট, উইমেনস টপস, সালোয়ার কামিজ, ফতুয়া, কিডস ওয়ার, ফুট ওয়ার, ব্যাগ, হ্যান্ডিকাফট, পারফিউম, জুয়েলারি এবং এক্সসোরিজ ইত্যাদি।
ঠিকানা:- ১৫৬ কামাল আতাতুর্ক এভিনিউ, কনকর্ড, কালাসিয়াম, ১২ তলা, বনানী, ঢাকা-১২১২
ফোন:- +8801941719894
ওয়েবসাইট:- http://ecstasybd.com
৬. রঙ বাংলাদেশ
রঙ বাংলাদেশ একটি টপ ফ্যাশন হাউজ। এটি হ্যান্ডলুম এবং হ্যান্ডিক্রাফট ওর উপর ককন্ট্রিবিউট করেছে।
এক নজরে রঙ বাংলাদেশ:-
স্থাপিত:- ১৯৯৪
প্রতিষ্ঠাতা:- সৌমিক দাস ।
পণ্য:- শাড়ি, সালোয়ার কামিজ, ফতুয়া, টি-শার্ট, পাঞ্জাবি, কুর্তি, হ্যান্ডিক্রাফট ইত্যাদি।
ঠিকানা:- শইলো নিবাস হোসাইন আহমেদ রোড, ব্লক ২ পুলিশ লাইন, নারায়ণগঞ্জ-১৪০০, ঢাকা, বাংলাদেশ।
ফোন:- +880177774434, +8801984888444
ই-মেইল:- contactrang@gmail.com
ওয়েবসাইট:- www.rang-bd.com
৭. কে ক্রাফট
কে ক্রাফট বাংলাদেশের একটি লিডিং ফ্যাশন হাউজ। এটি উইমেন, মেন এবং কিডস আইটিম রিটেইল এবং হোলসেল করে।
এক নজরে কে ক্রাফট:-
স্থাপিত:- ১৯৯৩
প্রতিষ্ঠাতা:- খালিদ মাহমুদ এবং শাহনাজ খান।
পণ্য:- উইমেনস ( শাড়ি, সালোয়ার কামিজ, স্কার্ফ, টপস, ফতুয়া)।মেন্স (শর্ট পাঞ্জাবি, লং পাঞ্জাবি, এক্সক্লুসিভ পাঞ্জাবি, শার্ট), কিডস ওয়ার, এক্সসোরিজ ইত্যাদি।
ঠিকানা:- ১/এ নর্থ আবাদার, শামলী, ঢাকা-১২০৭, বাংলাদেশ।
ফোন:- +880 2-9872427
ই-মেইল:- marketing@kaykraft.com
ওয়েবসাইট:- http://kaykraft.com
৮. দর্জিবাড়ি
দর্জিবাড়ি বাংলাদেশের একটি নামকরা ফ্যাশন হাউজ। এটি মেন, উইমেন & কিডস আইটিম ম্যানুফেকচুরাল এবং এক্সপোর্ট ফ্যাশন হাউজ।
এক নজরে দর্জিবাড়ি:-
স্থাপিত:- ২০০৭
প্রতিষ্ঠাতা:- মো: ফজরুল রহমান ।
পণ্য:- শাড়ি, সালোয়ার কামিজ, স্কার্ফ, কুর্তি, ফতুয়া, পাঞ্জাবি, শার্ট, কিডস ওয়ার, ফুট ওয়ার, ব্যাগ, হ্যান্ডিক্রাফট, জুয়েলারি, এক্সসোরিজ ইত্যাদি।
ঠিকানা:- ৪/১, সিমসন রোড (৫&৬ তলা), আম্বিয়া টাওয়ার, সাদ্দার রোড, ঢাকা-১১০০
ফোন:- 02-57396389, 01920215707
ই-মেইল:- fazlurfd@yahoo.com
ওয়েবসাইট:- http://www.dorjibaribd.com/
৯. অঞ্জন'স
অঞ্জন'স বাংলাদেশের একটি ফেমাস ফ্যাশন হাউজ। এটি শুধু ফ্যাশন হাউজই তৈরি করে নাই গ্রামের মহিলাদের মাঝে কর্মস্থানও করেছে।
এক নজরে অঞ্জন'স:-
স্থাপিত:- ১৫ ফেব্রুয়ারি ১৯৯৪
প্রতিষ্ঠাতা:- শাহিন আহমেদ ।
পণ্য:- শাড়ি, সালোয়ার কামিজ,, কুর্তি, ফতুয়া, পাঞ্জাবি, শার্ট, কিডস ওয়ার, হ্যান্ডিক্রাফট, হোমটেক্স ইত্যাদি।
ঠিকানা:- খাল ভিলা, ৩৪/বি, চৌধুরী পাড়া, ঢাকা, বাংলাদেশ।
ফোন:- 88-02-9362019, 88-02-8357754
ওয়েবসাইট:- www.anjans.com
১০. বিবিয়ানা
বিবিয়ানা এক্সক্লুসিভ এমব্রোইডেরি এবং ফাইন ফেব্রিকের ট্রাডিশনাল ফ্যাশন হাউজ।
এক নজরে বিবিয়ানা:-
স্থাপিত:- ১ নভেম্বর ২০০১
প্রতিষ্ঠাতা:- লিপি খন্দকার।
পণ্য:- শাড়ি, সালোয়ার কামিজ, লেডিস ফতুয়া, জেন্স ফতুয়া, পাঞ্জাবি, শার্ট, কিডস ওয়ার, দুপাট্টা, জ্যাকেট, সারওয়ানি, হ্যান্ডিক্রাফট, জুয়েলারি, স্যান্ডেল, চিল্ড্রেন, এক্সসোরিজ,লুঙ্গি ইত্যাদি।
ঠিকানা:- ধানমন্ডি, রোড নং ৫, হাউজ নং ৬, নীচ তলা, ( সেন্ট্রাল হাসপাতালের নিকটে)
ফোন:- 8616251
#রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত।
1 Comments
Now a days there are more leading fashion house present in Bangladesh. They are internationally integrated.
ReplyDeleteThanks for your valuable information.