টার্নিং মেশিনঃ
সাধারণত নিট কম্পোশিট ফ্যাক্টরি গুলোতে টার্নিং মেশিন দেখতে পাওয়া যায়।টার্নিং মেশিনের প্রধান কাজ হচ্ছে টিউবুলার ফেব্রিককে উল্টে দেওয়া অর্থাৎ ফেইস কে ব্যাক কিংবা ব্যাক কে ফেইসে টার্ন করা।এটা করা হয় যাতে মেশিন টু ফেব্রিক, ফেব্রিক টু ফেব্রিক ফ্রিকশনে ফেব্রিক হেয়ারি না হয়, স্পট না পড়ে, রানিং সেড এবং সেড আনইভেন না হয়।
চিত্র: টার্নিং মেশিন (গুগল)
যেসব ফেব্রিকে টার্নিং করা হয়ঃ
১। ফেব্রিক সিংগেল জার্সি হলে ফেব্রিক কে টার্নিং করে নিতে হয়। কারন এর ফেইস এবং ব্যাক সাইড সম্পুর্ন আলাদা, তাই এর সারফেস রক্ষা করার জন্য একে অবশ্যই টার্নিং করে নিতে হবে।
২।ক্রিটিক্যাল কালার যেমন টার্কিশ, খাকি, গ্রে ইত্যাদি ক্রিটিক্যাল কালারের ক্ষেত্রে টার্নিং করা খুব জরুরি।
৩। পিকে, ল্যাকস্ট ফেব্রিক অর্থাৎ সিংগেল জার্সি ডেরিভেটিভ এর ক্ষেত্রে টার্নিং করা হয়।
৪। ২০০ GSM এর সিংগেল জার্সির ক্ষেত্রে টার্নিং করা অত্যন্ত জরুরি।
যেসব ফেব্রিকে টার্নিং করা হয় নাঃ
১। ইন্টারলক বা রিব ফেব্রিককে টার্নিং করা হয় না, কারন এর ফেইস এবং ব্যাক সাইড একই।
২।হোয়াইট কালার কিংবা গ্রে মেলান্সের ক্ষেত্রে টার্নিং করা হয় না কারন এর ফেইস কিংবা ব্যাক সাইডে স্পট পড়ার সম্ভাবনা নেই।
৩। ফ্লিচ বা টেরি ফেব্রিকের ক্ষেত্রে টার্নিং করা হয় না। এর মূল কারন লুপ গুলো ইনসাইডে না থাকলে লুপ গুলো ছিড়ে যেতে পারে।
# রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত।
0 Comments