Ticker

6/recent/ticker-posts

"ফেব্রিক কনজাম্পশন ফর টি-শার্ট ''

ফেব্রিক কনজাম্পশনঃ-
একটি গার্মেন্টস তৈরী করতে যে পরিমান ফেব্রিকের প্রয়োজন হয় তাকেই  ফেব্রিক কনজাম্পশন বলে। একটি গার্মেন্টসের স্যাম্পল তৈরী করার পর এর মুল্য নির্ধারন করতে গেলে অবশ্যই ফেব্রিক কনজাম্পশন জানতে হবে। যেকোন নির্দিষ্ট একটি গার্মেন্টসের জন্য কতটুকু ফেব্রিক লাগবে তা মার্কার প্ল্যানিং না করা পর্যন্ত বলা বেশ কঠিন। তবুও স্যাম্পল গার্মেন্টস তৈরী করার পরেও কিছুটা ধারনা করা যায় যে, এই স্যাম্পল অনুসারে গার্মেন্টস তৈরী করতে চাইলে কতটুকু ফেব্রিক লাগবে। তবে মনে রাখতে হবে স্যাম্পলের সাহায্যে যে ফেব্রিক কনজাম্পশন বের করা হয় তা একটি আনুমানিক পদ্ধতি। নিখুঁত পরিমাপ পেতে চাইলে অবশ্যই মার্কার প্ল্যানিং সম্পন্ন করে করতে হবে।
টি- শার্ট তৈরীতে কি পরিমান ফেব্রিক লাগবে তার একটি হিসাব নিচে বর্ণনা করা হল।

বেসিক কনজাম্পশন ফর্মুলাঃ
=(লেন্থ * উইথ * জিএসএম * ১২)/ ১০০০০০০০


                                                           চিত্রঃ বেসিক টি-শার্ট (গুগল)

ধরা যাক, একটি সিঙ্গেল জার্সি টি-শার্টের মেজারমেন্ট-
লেন্থ = ৭০ সে.মি
১/২ চেস্ট = ৬০ সে.মি / ডায়া
স্লিভ লেন্থ = ২৫ সে. মি
আর্ম হোল = ৪০ সে.মি
জিএসএম = ১৬০

ফর্মুলা পার ডজন ইন কেজিঃ
=[(ব্যাক লেন্থ + স্লিভ লেন্থ + এলাউন্স) * (১/২ চেস্ট + এলাউন্স) * ২ * জিএসএম * ১২] / ১০০০০০০০
=[{(৭০+৫)+(২৫+৫)} * (৬০+২+২) * ২ * ১৬০ * ১২] / ১০০০০০০০
=(১০৫ * ৬৪ * ২ * ১৬০ * ১২) / ১০০০০০০০
= ২.৫৮ কেজি + ৭% ওয়েস্টেজ
= ২.৫৮ + ০.১৮
= ২.৭৬ কেজি পার ডজন

নোটঃ লেন্থের জন্য এলাউন্স ৫ সে.মি, চেস্টের জন্য এলাউন্স ২ সে.মি এবং ওয়েস্টেজ ৭% ধরা হয়।

# রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত।

Post a Comment

0 Comments