টেস্টিং:-
টেস্টিং হলো একটি প্রসেস অথবা মেথড যেটির মাধ্যমে ম্যাটেরিয়াল চেকিং এবং ভেরিফাই করা হয়।কিছু স্ট্যান্ডার্ড দ্বারা অবজেক্টের কোয়ালিটি ইভালুয়েটিং করা হয়ে থাকে।
চিত্র: টেক্সটাইল ল্যাব (গুগল)
লিস্ট অফ টেক্সটাইল টেস্টিং:-
বাংলাদেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন ধরনের টেস্ট সার্ভিস রয়েছে।তাছাড়া লোকাল সার্ভিসও আছে।
কেমিক্যাল টেস্ট:-
১. পিএইচ টেস্ট
২. ফরমালডিহাইড স্পট টেস্ট
৩. নিকেল স্পট টেস্ট
৪. ফরমালডিহাইড কন্টেন্ট
৫. কালার ফাস্টনেস টু ওয়াশিং
৬. কালার ফাস্টনেস টু ওয়াটার
৭. কালার ফাস্টনেস টু পারসপিরেশন
৮. কালার ফাস্টনেস টু সালিভা
৯. কালার ফাস্টনেস টু ওজোন
১০. কালার ফাস্টনেস টু ড্রাই ক্লিনিং
১১. কালার ফাস্টনেস টু সি ওয়াটার
১২. কালার ফাস্টনেস টু ক্লোরিন / নন-ক্লোরিন ব্লিচ
১৩. ফাইবার কন্টেন্ট
১৪. ফেনোলিক ইয়োলিং
১৫. ডাই ট্রান্সফার টু স্টোরেজ
১৬. ক্লোরিনাটেড পুল ওয়াটার
কালার ফাস্টনেস টেস্ট:-
১. ওয়াশিং ফাস্টনেস টেস্ট
২. পারসপিরেশন ( এসিড & এলকালি) ফাস্টনেস টেস্ট
৩. সালিভা ফাস্টনেস টেস্ট
৪. রাবিং (ড্রাই & অয়েট) ফাস্টনেস টেস্ট
৫. ওয়াটার ফাস্টনেস টেস্ট
৬. লাইট ফাস্টনেস টেস্ট
৭. অর্গানিক সলভেন্ট ফাস্টনেস টেস্ট
৮. ওজোন ফাস্টনেস টেস্ট
৯. সি ওয়াটার ফাস্টনেস টেস্ট
১০. ক্লোরিনাটেড ওয়াটার ফাস্টনেস টেস্ট
১১. ড্রাই ক্লিনিং ফাস্টনেস টেস্ট
১২. ড্রাই হিট ফাস্টনেস টেস্ট
১৩. হট প্রেসিং ফাস্টনেস টেস্ট
১৪. এলকালি স্পটিং ফাস্টনেস টেস্ট
১৫. ফেলোনিক ইয়োলিং
১৬. ব্লিচিং
১৭. ক্লোরিন ব্লিচিং
১৮. নন-ক্লোরিন ব্লিচিং
১৯. একচুয়াল লন্ড্রেরিং
২০. ইফেক্ট অফ হিট টেস্ট
২১. সেড ভেরিয়েশন
২২. এসিড স্পটিং
২৩. ওয়াটার স্পটিং
ডাইমেনশনাল স্ট্যাবিলিটি (স্রিংকেজ) & রিলেটেড টেস্ট:-
১. ডাইমেনশনাল স্ট্যাবিলিটি টু ওয়াশিং
২. ডাইমেনশনাল স্ট্যাবিলিটি টু ড্রাই ক্লিনিং
৩. ডাইমেনশনাল স্ট্যাবিলিটি টু আয়রনিং
৪. ডাইমেনশনাল স্ট্যাবিলিটি টু ফ্রি স্ট্রিম
৫. ডাইমেনশনাল স্ট্যাবিলিটি টু ফেল্টিং
৬. ডাইমেনশনাল স্ট্যাবিলিটি টু রিলাক্সেশন
৭. এ্যাপেয়ারেন্স আফটার লন্ড্রেরিং
৮. এ্যাপেয়ারেন্স আফটার ড্রাই ক্লিনিং
৯. স্কিউং অফ ফ্রেব্রিক & গার্মেন্টস
১০. মেজারমেন্ট অফ বো & স্কিউ নেস
১১. ডিউরাবিলিটি ওয়াশ অফ গার্মেন্টস
১২. গার্মেন্টস ক্লিনিং
১৩. কেয়ার লেবেল ভেরিয়েশন
১৪. কেয়ার লেবেল রিকমমেন্ডেশন
স্ট্রেন্থ টেস্ট:-
১. টেনসাইল স্ট্রেন্থ টেস্ট
২. সিনগল থ্রেড অথবা ইয়ার্ন স্ট্রেন্থ
৩. সীম পারফর্মেন্স
৪. টিয়ার স্ট্রেন্থ
৫. বন্ডিং স্ট্রেন্থ
৬. টেনাসিটি অফ ইয়ার্ন
ফেব্রিক পারফর্মেন্স টেস্ট:-
১. এব্রাশন রেজিস্টান্ট
২. পিলিং রেজিস্টান্ট
৩. ওয়াটার রেজিস্টান্ট
৪. ফেব্রিক স্টাফনেস
৫. ওয়েল রেপিলেন্সি
৬. সুয়েল রিলিজ
৭. বার্স্টিং স্ট্রেন্থ টেস্ট
৮. এয়ার পারমিবিলিটি টেস্ট
৯. ওয়াটার ভেপার পারমিবিলিটি
১০. উইনকল অথবা ক্রিজ রিকোভারি
১১. স্ট্রেচ & রিকোভারি
১২. উইনকিং
১৩. আবসর্বেন্সি অফ টেক্সটাইল
১৪. ওয়াটার রেপিলেন্সি টেস্ট
১৫. ফ্লাম্মাবিলিটি টেস্ট
এক্সসোরিজ টেস্ট:-
১. এ্যাপেয়ারেন্স আফটার স্টোরেজ
২. রেজিস্টান্স টু আয়রনিং
৩. জিপার স্ট্রেন্থ
৪. জিপার ডিউরাবিলিটি
৫. জিপার অপেরাবিলিটি
৬. শেয়ারিং স্ট্রেন্থ অফ হুক & লুপ ফাস্টেনার
৭. পীলিং স্ট্রেন্থ অফ হুক & লুপ ফাস্টেনার
৮. আননাপিং অফ নাপ ফাস্টেনারস
৯. সিকিউরিটি অফ ম্যাটালিক বাটন, রিভিট ইত্যাদি।
১০. সিকিউরিটি অফ বাটন নাপ
১১. স্ট্রেন্থ অফ বাটন
১২. রেজিটান্স টু ওয়াশ লিকার
১৩. বাটন টেনশন, টর্ক & ইম্পাক্ট টেস্ট
১৪. স্মল পার্টস অ্যাটাচমেন্ট
১৫. বাটন & জিপার টক্সিসিটি
১৬. চেইন ক্রস ওয়াইজ টেস্ট অফ জিপার
১৭. এলিমেন্ট স্লিপেজ স্ট্রেন্থ
১৮. এলিমেন্ট পুল অফ স্ট্রেন্থ
১৯. ওপেন এন্ড ফাস্টেনার বক্স টেস্ট
#রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত।
0 Comments