SMV:
SMV এর পূর্ণরুপ হলো Standard Minute Value. এসএমভি হলো একজন ওয়ার্কারের একটি টাস্ক কমপ্লিট করতে যে সময় লাগে যখন সে ১০০% ইফিসিয়েন্সিতে কাজ করে । এটি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হয়।সাধারণত ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার এসএমভি মেজারমেন্ট করে।
এসএমভি ফ্যাক্টরঃ
১. গার্মেন্টস টাইপ
২. ফেব্রিক টাইপ
৩. গার্মেন্টস সাইজ
৪. গার্মেন্টস ডিজাইন
৫. ডিফিকাল্ট প্রসেস
গার্মেন্টস টাইপঃ
এসএমভি গার্মেন্টস টাইপের উপর নির্ভর করে।যেমন- টি-শার্ট, শার্ট, প্যান্ট, জ্যাকেট ইত্যাদি।
ফেব্রিক টাইপঃ
ফেব্রিক টাইপের জন্য এসএমভি কম বেশি হয়।যেমন-নীট এবং ওভেন ফেব্রিক।
গার্মেন্টস সাইজঃ
লার্জ সাইজ গার্মেন্টসে স্মল সাইজ থেকে সময় বেশি লাগে।তাই গার্মেন্টস সাইজ এসএমভির উপর প্রভাব ফেলায়।
গার্মেন্টস ডিজাইনঃ
প্রসেসের কারনে গার্মেন্টস ডিজাইন ইজি এবং ডিফিকাল্ট হয়ে থাকে।তাই এসএমভি গার্মেন্টস ডিজাইনের উপরও নির্ভর করে।যেমন- নিউ পকেট ডিজাইন, স্টিচ ডিজাইন ইত্যাদি।
ডিফিকাল্ট প্রসেসঃ
প্রসেস ডিফিকাল্ট হলে সময় বেশি লাগে, তাই এটিও উপরও এসএমভি নির্ভর করে।
বিভিন্ন গার্মেন্টসের এসএমভি
গার্মেন্টস নাম
|
এসএমভি (মিনিট)
|
অপারেশন সংখ্যা
|
মেশিন সংখ্যা
|
বেসিক টি-শার্ট
|
৬
|
১৬
|
২০
|
পলো টি-শার্ট
|
১২
|
৩৪
|
২৪
|
বেসিক ফুল স্লিভ টি-শার্ট
|
২০
|
৬২
|
৭২
|
সুইট শার্ট
|
৪২
|
৪৫
|
৪৯
|
জ্যাকেট
|
৯৮
|
৬৬
|
৭৩
|
বেসিক ফরমাল ট্রাওজার
|
৩৪
|
২২
|
১৬
|
বেসিক জিন্স প্যান্ট
|
১৩
|
৭০
|
৬৭
|
শর্ট প্যান্ট
|
৪.৫
|
২০
|
১৮
|
লেগিং
|
৭
|
১৪
|
১৪
|
উইমেন ব্লাউজ
|
১৮
|
২০
|
২৫
|
ব্রা
|
১৮
|
২২
|
২০
|
# রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত।
0 Comments