বায়িং হাউজ:
গার্মেন্টস বায়িং হাউজ হলো মার্চেন্ডাইজারের কাজের প্লেস।মূলত, গার্মেন্টস বায়িং হাউজ বিদেশি বায়ারদের সাথে কমিউনিকেট করে, যারা লার্জ কোয়ান্টিটি প্রোডাক্ট কিনতে ইচ্ছুক।
চিত্র: বায়িং হাউজ (গুগল)
বায়িং হাউজ রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ টার্ম:-
১. ইম্পোর্টার
২. স্যাটেলাইট অফিস
৩. কাস্টমার
৪. থার্ড পার্টি বায়ার অথবা ট্রেডিং হাউজ
৫. কনজিউমার
৬. বায়ার
৭. হোল সেলার
৮. রিটেইলার
৯. ম্যানুফেকচারার
১০. সেলার
১১. এক্সপোর্টার
১২. ট্রেডার
১৩. ওভেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি
১৪. নীট গার্মেন্টস ইন্ডাস্ট্রি
১৫. ফুল ফ্যাশন গার্মেন্টস ইন্ডাস্ট্রি
বিবরণসহ টার্ম গুলো নিচে দেওয়া হল-
১. ইম্পোর্টার:
যারা অন্য দেশ থেকে লার্জ কোয়ান্টিটি প্রোডাক্ট কিনে বা ইম্পোর্ট করে তাদের ইম্পোর্টার বলে।
২. স্যাটেলাইট অফিস:
স্যাটেলাইট অফিস হলো মেইন বায়ারের কান্টি অফিস।
৩. কাস্টমার:
ইম্পোর্টাররা কাস্টমার হিসাবে পরিচিত।মাঝেমাঝে, তারা সরাসরি বা স্যাটেলাইট অফিস দ্বারা বা ট্রেডিং হাউজের মাধ্যমে বিদেশে অর্ডার দিয়ে থাকে।কস্টমার হতে পারে হোলসেলার বা রিটেইলার।
৪. থার্ড পার্টি বায়ার বা ট্রেডিং হাউস:
থার্ড পার্টি বায়ার বা ট্রেডিং হাউস এরা মেইন বায়ার না।তারা শুধুমাত্র ফ্যাক্টরিগুলোতে বায়ারের কাজ করায়।তারা অর্ডার দেয় এবং বায়ার ইন্সট্রাকশন মেইন্টেইন করে এবং ইম্পোর্টার থেকে কমিশন নেয়।তারা বায়ার এজেন্ট হিসাবেও পরিচিত।
৫. কনজিউমার:
যারা আল্টিমেট প্রোডাক্ট কিনে তাদের কনজিউমার বলে।
৬. বায়ার:
যারা অন্য কারো কাছ থেকে লার্জ কোয়ান্টিটির প্রোডাক্ট কিনে তাদের বায়ার বলে।
৭. হোল সেলার:
যারা রিটেইলারদের কাছে প্রোডাক্ট সেল করে তাদের হোল সেলার বলে।
৮. রিটেইলার:
যারা সরাসরি কস্টমারদের কাছে প্রোডাক্ট সেল তাদের রিটেইলার বলে।
৯. ম্যানুফেকচাররার:
যারা প্রোডাক্ট তৈরি তাদের ম্যানুফেকচারার বলে।
১০. সেলার:
যারা অন্যদের কাছে প্রোডাক্ট সেল করে তাদের সেলার বলা হয়।
১১. এক্সপোর্টার:
যারা বিদেশি বায়ারের কাছে প্রোডাক্ট সেল বা এক্সপোর্ট করে তাদের এক্সপোর্টার বলা হয়।
১২. ট্রেডার:
যারা বায়ার এবং ম্যানুফেকচারারদের মাঝে রিলেশন তৈরি করে তাদের ট্রেডার বলা হয়।
১৩. ওভেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি:
যেসব ইন্ডাস্ট্রিগুলো ওভেন ক্লথ যথা- শার্ট, প্যান্ট, টাওজার এবং জ্যাকেট ইত্যাদি তৈরি করে।
১৪. নীট গার্মেন্টস ইন্ডাস্ট্রি:
যেসব ইন্ডাস্ট্রিগুলো নীট ক্লথ যেমন- টি-শার্ট, পলো শার্ট ইত্যাদি তৈরি করে।
১৫. ফুল ফ্যাশন গার্মেন্টস ইন্ডাস্ট্রি:
যেসব ইন্ডাস্ট্রি ফেব্রিকের পরিবর্তে ইয়ার্ন দিয়ে নীটেড গার্মেন্টস তৈরি করে।যেমন-সুইটার,কার্ডিগান ইত্যাদি।
#রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত।
0 Comments