Ticker

6/recent/ticker-posts

"পাট থেকে পলিথিনের বিকল্প, সোনালী ব্যাগ-এর জন্মকথা-২"

 

"পাট থেকে পলিথিনের বিকল্প, সোনালী ব্যাগ-এর জন্মকথা-২"

এখন সেই সেলুলোজটাকে আমরা কনভার্ট করেছি ওয়াটার সলুবল সেলুলোজ হিসেবে। ওয়াটার সলুবল সেলুলোজ হিসেবে কনভার্ট করার পরে এখানে সেই সলুশনটা নিয়ে এর সাথে আবার একটা বাইন্ডার —এই বাইন্ডারটাও ন্যাচারাল আরেকটা পলিমার, যেটা ন্যাচার থেকেই আসে — তারপরে এর সাথে ক্রস লিংকার বলেন; অ্যাডিটিভস বলি আমরা, অথবা কালার সব — আমরা একত্রে মিশাই। মিক্স করে এটা রিঅ্যাকশন ট্যাংকে দেই। সেই রিঅ্যাকশন ট্যাংকিতে আমাদেরকে তাপমাত্রা, প্রেসার এবং টাইম মেইনটেইন করতে হয় রিঅ্যাকশনটা কমপ্লিট করার জন্যে। এই রিঅ্যাকশনটা কমপ্লিট হলে সেই সলুশনটা একটু ড্রাই করে, মানে একটু ঠান্ডা করে এটা নরমাল রুম টেম্পারেচারে আনতে হয়। তারপর আমরা এটা ড্রায়ার মেশিনে দিয়ে দিচ্ছি। ড্রায়ার মেশিনে দিলে — সে কনভেয়ার বেল্টের মতো — এদিক দিয়ে সলুশন যাচ্ছে ওদিক দিয়ে ফিল্মটা বেরুচ্ছে। এই যে সিম্পল প্রসেস, এই সিম্পল প্রসেসে কিন্তু সোনালী ব্যাগটা তৈরি হচ্ছে।

আমরা যেটা দাবি করি যে সোনালী ব্যাগটা বায়োডিগ্রেডেবল, এনভায়রমেন্ট ফ্রেন্ডলি, অ্যাট দ্যা সেইম টাইম, আমরা ক্লেইম করছি যে আমার প্রসেসটাও — প্রিপারেশন প্রসেসটাও — এনভায়রমেন্ট ফ্রেন্ডলি। এটা ক্লোজ লুপ সিস্টেম। কোনরকম এনভায়রমেন্টে এটা ক্ষতি করবে না। যা আছে সবগুলো আমরা রিসাইকেল করে নিয়ে আসতে পারবো। এটা হল সোনালী ব্যাগের সিম্পল প্রসেস।



চিত্রঃ সোনালী ব্যাগ প্রস্তুত প্রক্রিয়া


আমরা যেটা দাবি করি যে সোনালী ব্যাগটা বায়োডিগ্রেডেবল, এনভায়রমেন্ট ফ্রেন্ডলি, অ্যাট দ্যা সেইম টাইম, আমরা ক্লেইম করছি যে আমার প্রসেসটাও — প্রিপারেশন প্রসেসটাও — এনভায়রমেন্ট ফ্রেন্ডলি। এটা ক্লোজ লুপ সিস্টেম। কোনরকম এনভায়রমেন্টে এটা ক্ষতি করবে না। যা আছে সবগুলো আমরা রিসাইকেল করে নিয়ে আসতে পারবো। এটা হল সোনালী ব্যাগের সিম্পল প্রসেস। 

--ড. মোবারক আহমদ  খান 


এটা কতদিনে মাটিতে মিশে যায়? পানিতে মিশতে কতদিন লাগে? আমরা দেখেছি বিভিন্ন ক্যাটাগরির সোনালী ব্যাগ তৈরি হচ্ছে যার কোনটা পানিতে দিলে কয়েক ঘন্টার মধ্যে মিশে যায় আবার কোনটার ক্ষেত্রে শোনা যাচ্ছে ৬ মাস সময় লাগে। এই পার্থক্য কেন?

ড. মোবারক আহমদ  খান: এই সোনালী ব্যাগ বা সোনালী শিট যেটা আমরা তৈরি করছি — পাট থেকে শিট — এটার একটা বিশেষত্ব হল, এটা টাইম ডিপেন্ডেবল বায়োডিগ্রেডেবল। কাস্টমার উইশ যেভাবে করবে — যে আমি এটাকে ইনস্ট্যান্ট পানিতে দিলে গলে যাবে, আর যদি কাস্টমার মনে করে যে এটা ৬ ঘন্টা পানিতে সাসটেইন করবে, আর যদি কেউ মনে করে যে না, এটাকে আমি ৬ মাস পানির মধ্যে রেখে দেব — সেটাও আমরা করতে পারবো। এইটা এটার একটা বেসিক। এবং ঠিক সয়েলেও তাই। মাটির নিচেও সয়েল ব্রুইয়াল টেস্টেও একই জিনিস। এটা আমরা ইমিডিয়েটলি — ইমিডিয়েটলি বলতে যে ৬ থেকে ১৫ দিনের মধ্যেই প্রথম যেটা খুব ডিগ্রেডেবল — সেটা তৈরি করতে পারবো। তারপরে এটাকে তিন মাস, ছয় মাস করতে পারবো। এবং ধরেন জাপানে কোরিয়াতে চায়নাতে এরা এগ্রিকালচার ফিল্ডে একধরনের পলিথিন শিট ইউজ করে যেটা এক বছর থাকতে হবে, ঝড় বৃষ্টি মেনেও এক বছর থাকতে হবে। তো এটা কিন্তু আমরা কোরিয়াতে স্যাম্পল পাঠিয়েছি। এবং তারা টেস্ট করে রেজাল্ট আমাদের দিয়েছে। এক বছর পর্যন্ত তাদের এটা থাকছে। তার পর থেকে — এর মধ্যে সে ডিগ্রেড শুরু করে — কিন্তু সাসটেইন করে এক বছর পর্যন্ত। ৮ মাস পর্যন্ত ভাল থাকে, আস্তে আস্তে ডিগ্রেড করে।

তো, এটার মূল কাহিনীটা হল যে, এটার ভেতরে আমরা যে কেমিক্যালসগুলো মিশাচ্ছি, এই কেমিক্যালসগুলোর পারসেন্টেজ কম বেশি করে এর ভেতরে ক্রস লিংকিং ডেনসিটি একটা আছে যেটা হল যে এটা কত শক্তিশালীভাবে বন্ডেজ হয়েছে। সেই বন্ডের জন্যই আমরা এটা করতে পারি। যেটা পলিথিন, পলিপ্রপিলিন বা আদার প্লাস্টিকসে করা সম্ভব না। এটার (সাধারণ পলিথিনের) যেটা হয়ে যাবে একবারই হয়ে যাবে। তো এটার (সোনালী ব্যাগের) বিউটিটা হল এখানে আমাদের হাতের উপর ডিপেন্ড করছে যে আমরা কি জিনিস বানাতে চাইছি। জেনারেলি এটা কাস্টমার্স ডিজাইনের উপর নির্ভর করে। ব্যাগ যেগুলো — শপিংয়ের জন্য যে ব্যাগ — এটা আমরা চাচ্ছি ৮ থেকে ১০ ঘন্টা পানিতে সাসটেইন করুক। একটা লোক বাজার করে আসলো, যেহেতু এটা বেশি ইউজ হবে সুতরাং তার উপরে (নির্ভর করে)। মুদি দোকানেরও — যেটা শপিং ব্যাগ, চেইন শপে যখন যাবে বিদেশে তখন — যে ব্যাগগুলি দেয়া হবে সেটা যাতে ৭-৮ ঘন্টার মধ্যে পানিতে মিশে যায়, অথবা মাটিতে ম্যাক্সিমাম তিন মাসের মধ্যে সে যেন ডিগ্রেড করে। কারণ আপনি বাজার করে আসার সময় যদি একটা ব্যাগ নিয়ে আসলেন — বৃষ্টি নামল বা স্লোয়িং হল — ওটা যদি ছিঁড়ে পড়ে যায় তাহলে তো হবে না। সেজন্য এটাকে ওই স্টেজে নেয়া হয়। শপিং ব্যাগগুলি কিন্তু আমরা ওই স্টেজে নিচ্ছি।

কিন্তু প্যাকেজিং ম্যাটেরিয়াল যদি চান — একটা র‌্যাপিং ম্যাটার — তখন কিন্তু তাকে স্ট্রেংথটা বাড়িয়ে দিতে হবে। এটা যেন বৃষ্টির পানিতে সহজে ক্ষতি না হয় — গার্মেন্টসের প্যাকেটে — এটা ডিপেন্ড করে আরকি। এটা ইউজের উপর নির্ভর করবে যে আপনি কিভাবে নিবেন। এখন আপনি বাজার থেকে মাছ কিনে আনবেন, মাছটায় তো পানি থাকবে, লিকুইড কিছু কিনে আনতে হলে আপনি যাতে পারেন আরকি সেরকম ভাবেই তৈরি করা হয়।

যখন কোন একটা ডিউরেশন দেয়া হয় তিন মাস বা ছয় মাস সেটার মানে হল এই যে ডিগ্রেড করা সে শুরু করবে আগে থেকেই। তবে ওই ডিউরেশনের পরে ইউ ক্যান নট ফাইন্ড এনি ট্রেস। সবচেয়ে কম সময়ে যেটা মিশে যায়, যেটা আপনারা ভিডিও দেখেছেন পানিতে দেয়া মাত্র গলে যাচ্ছে এগুলো ১৫ দিন সময় লাগবে মাটিতে মিশে যেতে। এবং মাটিতে মেশার বিষয়টি সয়েল কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। মাটি বলতে কিন্তু মাটিরও একটা কন্ডিশন আছে। সে কন্ডিশন যদি বালুর মধ্যে দেন তাহলে কিন্তু সে ১৫ দিনে (মিশে) যাবে না।

(চলবে)


*রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত

সোর্সঃ-sarbojonkotha 

 

Post a Comment

0 Comments