Ticker

6/recent/ticker-posts

"ভাল কোয়ালিটি ইন্সপেক্টরের ভুমিকা"

#একজন ভাল Quality Inspector/QC এর গুণাবলী কেমন থাকা উচিত???

 

#Quality শব্দের অর্থ গুন বা মান এবং Inspector শব্দের অর্থ পরিদর্শক  কাজেই Quality Inspector এর শাব্দিক অর্থ মান পরিদর্শক  অতএব পোশাকের মান যাচাই  নির্ণয় করাকেই Quality Inspector বলে 

 


গুণাবলী গুলো :

#Quality Control-এ আগ্রহ থাকতে হবে 

#চোখের দৃষ্টি শক্তি ভাল থাকতে হবে 

#হাতের লেখা ভাল থাকতে হবে 

#সবার সাথে একত্রিত ভাবে কাজ করার ক্ষমতা থাকতে হবে 

#গনিত সম্পর্কে ভাল ধারণা থাকতে হবে 

#রং  সেড সম্পর্কে ভাল ধারনা থাকতে হবে 

#Production Staff দের অবজ্ঞা থাকা স্বত্ত্বেও তিনি যাহা বিশ্বাস করেন তার উপর অটল থাকা এবং কর্তব্য, জ্ঞান  দক্ষতা প্রদর্শন করা 

#Measurement Tape এর ভগ্নাংশ পাঠের ক্ষমতা থাকতে হবে।

#কোম্পানীর মানসম্পন্ন পন্যের সুনাম রক্ষায় আগ্রহ থাকতে হবে 

#নিজের কাজের ব্যাক্তিগত উচ্চ মান প্রদর্শন করা 

#মনযোগ সহকারে পরিপূর্ণ ভাবে সম্পূর্ণ চেকিং পদ্ধতি প্রমান করা 

#কম পর্যবেক্ষন দ্বারা সাধারন কাজ বুঝার ক্ষমতা  খুব তাড়াতাড়ি সম্পাদন করা 

#নতুন কিছু দেখলে বা শুনলে তার সম্পর্কে বিস্তারিত জানার আগ্রহ থাকতে হবে 

 

অতএব পরিশেষে বলা যায় যে , একজন ভাল Quality Inspector এর উপরোক্ত গুনাবলী ছাড়াও শিক্ষাগত যোগ্যতাধর্মশীলবিনয়ীসৎচরিত্রবান  সত্যবাদী অবশ্যই হতে হবে।


#রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত

Post a Comment

0 Comments