খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। ভারত পোশাক রপ্তানীতে বাংলাদেশ ও ভিয়েতনামের পেছনে রয়েছে এবং ভবিষ্যতে এই অবস্থান আরো পিছিয়ে যেতে পারে বলে মনে হয়। এর পেছনে যা কারণ প্রায় একই কারণে চীন আগে নিম্ন মানের ইলেকট্রনিক্স সামগ্রী বানালেও এখন মূলত মধ্যমমানের এবং উচ্চমানের ইলেকট্রনিক্স সামগ্রী বানাচ্ছে। তাহলে সেই কারণ গুলো কি কি?
১. প্রতিটা দেশ একই রকমের সামগ্রী উৎপাদন করে না। আলাদা আলাদা দেশ আলাদা আলাদা সামগ্রী এবিং আলাদা আলাদা মানের সামগ্রী বানায় ও নিজেদের মধ্যে কেনাবেচা করে। ভারত আগে বস্ত্র রপ্তানিকারক দেশ হলেও বর্তমানে এর থেকে সরে আসছে।
২. বাংলাদেশের একজন বস্ত্র শিল্পীর নূন্যতম বেতন হচ্ছে মাসিক ৬৩ ডলার যে জায়গায় ভারতের একজন বস্ত্র শিল্পীর নূন্যতম বেতন হচ্ছে মাসিক ১৬৮ ডলার। এর ফলে কি হয়? এর ফলে একই মানের বস্ত্র একই ভাবে বানাতে বাংলাদেশে কম টাকা লাগে কিন্তু ভারতে বানাতে বেশি টাকা লাগে। এখানে উল্লেখ্য বস্ত্র শিল্পীদের মাসিক আয় সব থেকে বেশি বেলজিয়ামে (১৭৬৪ ডলার)। এই জন্যই বাংলাদেশে তৈরি কাপড় আপনি আপনার চারপাশে দেখতে পেলেও বেলজিয়ামে তৈরি কাপড় খুব একটা বেশি দেখতে পাবেন না; দাম অত্যন্ত বেশি হওয়ায় চাহিদা খুব কম। তাই বাংলাদেশের বস্ত্র শিল্পীদের মাসিক আয় যতদিন না খুব বেশি বেড়ে যাচ্ছে ততদিন বাংলাদেশ রপ্তানীতে শীর্ষে অবস্থান করবে।
সুত্রঃ- Quora
*রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত
0 Comments