ফেসবুকে নিজের সকল ইনফরমেশন কি একসাথে পাওয়া সম্ভব? প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ অবশ্যই সম্ভব। যত ধরনের ইনফরমেশন আছে যেমনঃ- আপনার পোস্ট, আপনার লাইক, কমেন্ট, আপনার সকল ম্যাসেজ, আপনার সকল লগ ইন লোকেশন ইনফরমেশন, সকল সাইন ইন ডিভাইস ইত্যাদি সব ডাটা আপনি পিডিএফ ফরমেটে পেতে পারেন। নিচের স্টেপগুলো ফলো করুন। এবং যে ইনফরমেশন দরকার সেটাই টিক দিয়ে বাকিগুলো আনমার্ক করুন।
নিচের নির্দেশগুলি অনুসরণ করুন:-
- Access your information ওপেন করুন
- Download your information লেখার উপর ক্লিক করুন
- Meesage select করে বাকি গুলো deselect করে দিন
- Create file এ ক্লিক করুন।
- Download হলে ফেসবুক নোটিফিকেশন পাঠাবে 1ঘণ্টার মত সময় লাগতে পারে ডাউনলোড হতে।
সংগ্রহঃ- Quora
**রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত
0 Comments