Ticker

6/recent/ticker-posts

সুশিক্ষা বনাম শিক্ষা

গ্রামের নিরক্ষর মা বাবাকে নিজের চেয়ারে বসিয়ে দিয়েছে আইএএস অফিসার - জব্বার খান।

️পিছনে যে দাঁড়িয়ে আছে উনি হলেন IAS 'জব্বার খান'। রাজস্থানের ভরতপুর জেলার রুন্ধ গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি রাজস্থানের আলওয়ারে কর্মরত। চেয়ারে বসে আছেন তার মা ও বাবা। তার মা ও বাবা তার সাথে দেখা করতে এলে তিনি তার পিতা ও মাতাকে চেয়ারে বসিয়ে নিজেই উঠে দাঁড়ান।

️আপনার শিক্ষা যদি আপনাকে আপনার মা বাবার সন্মান দিতে না শেখায়, পিতার জীবিকার উপর লজ্জিত বোধ করতে শেখায়, শিক্ষিত সমাজের সামনে নিয়ে যেতে লজ্জিত বোধ করতে শেখায়, তাদের কথা বার্তার ধরণ দেখে লজ্জিত বোধ করতে শেখায় - তাদেরকে কোটু কথা বলে দুঃখ দিতে শেখায়, তাদের উপর ক্রোধ প্রকাশ করতে শেখায় - At Last তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেও বাধা প্রদান করতে না পারে - বিশ্বাস করেন আপনি এই জগতের সব চাইতে নিকৃষ্টতম শিক্ষিত, আপনি এই জগতের সব চাইতে ঘৃণিত, অহংকারী শিক্ষিত - আপনার উপর লানত বর্ষিত হোক।

*লেখক স্বত্ত্বঃ- Mamun Rezwan
*রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত
সোর্সসমূহঃ-  Hindustan Times
Facebook

Post a Comment

0 Comments