চলুন ইন্ডাস্ট্রি জবের কিছু কালচারের সাথে পরিচিত হই।
মনে করুন আপনি জুনিয়র হিসাবে কোন ইন্ডাস্ট্রিতে জয়েন করেছেন। পদ এমটিও বা জুনিয়র এক্সিকিউটিভ যাই হোক না কেন। আপনার বাহিরের ব্যবহার কেমন হবে? মানে বলতে চাইছি আপনার কাছ থেকে আপনার ডিপার্টমেন্টের সিনিয়ররা বা অন্য ডিপার্টমেন্ট কেমন আচরন আশা করে? কিছু ব্যাতিক্রম ছাড়া প্রত্যেকে আপনার মধ্যে জানতে চাওয়ার একটা ক্ষুধা দেখতে চায়। প্রত্যেকে চায় নিজ অভিজ্ঞতা থেকে আপনাকে কিছু শিখাতে। সব সময় জানতে চাওয়ার চেষ্টা করবেন। এক্ষেত্রে আমরা একটা ভুল করে থাকি। আপনি জানতে চাওয়ার ক্ষেত্রে একটা সুত্র মেনে চলবেন। কোন একটা বিষয় একজনের কাছে শিখলে সেই বিষয়টা আরও তিনজনের সাথে মিলিয়ে নিবেন। উদাহরণস্বরূপ আপনি একটা সুইং মেশিন দেখিয়ে সুপারভাইজারের কাছে মেশিনের নাম জানতে চাইলেন। সে বলল এটা এফডি মেশিন। আপনি একই প্রশ্ন আপনার ডিপার্টমেন্টের কোন সিনিয়রকে জিজ্ঞাস করবেন। বলছিনা যে, সুপারভাইজার আপনাকে ভুল বলে দিবে। কিন্তু এফডি মেশিনের পুঁথিগত নাম যে ফ্ল্যাট সিম মেশিন এটাতো সুপারভাইজার জানেনা। সুতরাং নিজের জ্ঞানকে বিশুদ্ধ করে নিতে হবে।
2 Comments
কি সেটা
ReplyDeleteKeep eyes on our series "Corporate Fact"
Delete