Ticker

6/recent/ticker-posts

"ম্যাজিক ফেব্রিক"

 পশমিনা (পশম নামেও পরিচিত) একটি চিকন কাশ্মীরের উল, যা ভারতের কাশ্মীর এবং নেপালের কিছু অংশ থেকে আসে। 'পশমিনা' শব্দটি এসেছে ফার্সি শব্দ 'পশমিনেহ' থেকে যার অর্থ 'পশম থেকে তৈরি', এবং ফার্সি ভাষায় পাশ শব্দের অর্থ উল। যে সকল ইরানী লাদাখ হয়ে কাশ্মীরে এসেছিল তারাই এই ফেব্রিকের নাম দেন পশমিনা। পশমিনা ফাইবার ডাইমন্ড ফাইবার নামেও বিশ্বব্যাপী পরিচিত।   

চাংথাঙ্গি ছাগল বা পশমিনা ছাগল থেকে মূলত এই উল পাওয়া যায়। এই ছাগলগুলো নেপাল এবং ভারতের কাশ্মীর এলাকার উচ্চ পাহাড়ি অঞ্চলে বসবাস করে। এই উল থেকে তৈরী করা হয় খুবই সূক্ষ্ম পশমিনা ফেব্রিক। 

১৩০০ এর দশকে একজন বিশিষ্ট মুসলিম স্কলার মীর সাইয়্যেদ আলী হামাদানি লাদাখে এই পশমিনা ছাগলটি  আবিষ্কার করেছিলেন। এরআগে, ফাইবারটি পাশম নামেও পরিচিত ছিল। আফগান গ্রন্থে খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দী থেকে খ্রিস্টীয় দশম শতাব্দীর মধ্যে কাশ্মীরি পশমী শালের প্রথম উল্লেখ পাওয়া যায়। 



*লেখক স্বত্ত্বঃ- Mamun Rezwan
*রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত

Post a Comment

0 Comments