একটা জিনিস শেয়ার করি।
লন্ডনে আছি আজ প্রায় ১০ মাস। এখন যেখানে কাজ করতেসি বেশ ভালো একটা মাল্টি-ন্যাশনাল কোম্পানি। এখানে জয়েন করলাম ২ মাস হলো। ঘটনায় আসি, সেপ্টেম্বর থেকে আমার ইন্টার্নিশিপ শুরু তাই ভাবলাম একটু ঘুরে আসি। ছুটির জন্য ম্যানেজারের কাছে গেলাম। তাকে বললাম আমার ৪ দিনের ছুটি লাগবে। সে বললো, "Asif, I'm giving you 7days. You deserve this. Go & have fun."
দেশের জবের কথা মনে করলাম। Probation Period এ ছুটি তো দূরের কথা, জব কনফার্ম হবার পরেও ২দিনের ছুটি চাইলে দিতে রাজি হইতো না, কি করবো, কই যাবো, জরুরি কিছু চলে আসলে ওইখান থেকেই কভার দেয়া লাগবে এমন হাজারটা জিনিস উল্টা শোনায় দেয়া হইতো।
বছরে ২৮টা ছুটি শুধুমাত্র পেইড, অন্যান্য সিক লিভ, ব্যাংক হলিডে তো বাদই দিলাম। কিছুদিন আগে এক ব্যাংক হলিডেতে কাজ করসি বলে প্রতি ঘন্টায় দ্বিগুণ স্যালারি দেয়া হইসে।
যেখানে আপনার কাজের মূল্যায়ন করা হয়, সম্মান দেয়া হয়, আপনার খেয়াল রাখা হয়, সেখানে আপনিও আপনার সেরাটাই দিবেন এটাই স্বাভাবিক। দেশে যারা চাকরি করে, কয়জন আসলে আনন্দ নিয়ে কাজ করে? চাকরির জন্য শহীদ হয়ে যায়।
কিন্তু দিনশেষে নিজের জন্য বাঁচাও তো জরুরী।
Copy right:- Asif Azad
সংগ্রাহকঃ- Mamun Rezwan
0 Comments