একটি Mini SD কার্ডের সর্বোচ্চ ধারণ ক্ষমতা ২ টেরাবাইট।
2 TB = 2048 GB। দাম মাত্র ২ হাজার টাকা। এতো কম দাম দেখে মনে হতে পারে, এটিতে ২ টেরাবাইট স্পেস পাওয়া যাবেনা। কিন্তু চেক করে দেখা গেছে সত্যি এতে ২ টেরাবাইট মেমোরি আছে।
২০০৫-০৬ সালের দিকে 1 GB মেমরি কার্ডের দাম ছিলো ৩ হাজার টাকা। এখন 2048 GB কেনা যায় ২ হাজার দিয়ে। প্রযুক্তি পণ্যগুলো দিনে দিনে সস্তা হয়ে যাচ্ছে। এই মেমোরি কার্ড নিয়ে ভিন্ন একটা ক্যালকুলেশন করা যাক চলুন।
এই ছোট্ট মেমরি কার্ডে 5 MP সিসি ক্যামেরার প্রায় ৬ মাসের ভিডিও সংরক্ষণ করে রাখা সম্ভব। একজন মানুষ যদি ১০০ বছরও বাঁচে, তাহলে তার সারা জীবনের সমস্ত কর্মকান্ডের ভিডিও চিত্র ধারণ করতে এরকম ২০০ টা মেমোরি কার্ডই যথেষ্ট।
ভিডিও চিত্র ধারন করার এই প্রযুক্তি আবিষ্কারের আগে হয়তো আমাদের কাছে নিম্নোক্ত আয়াতটার ব্যাখ্যা অজানা ছিল বা বোধগম্য হোতনা যে অতীতের কোন ঘটনা আবার মানুষ কিভাবে দেখবে? কিন্তু ভিডিও ধারন প্রযুক্তি আবিষ্কারের পরে আয়াতটা স্পষ্টভাবে আল্লাহর নিদর্শন প্রকাশ করছে।
সেদিন মানুষ দলে দলে বের হবে, কারণ তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হবে। [১]
এখন এই 2TB এর ১টি মেমোরি কার্ড আমাদেরহাতের তালুর ছোট্ট একটা অংশ দখল করেছে, এরকম ২০০ টা মেমোরি কার্ড ১ হাতেই ধারণ করা সম্ভব। তাহলে মানুষের আমলনামা ১ হাতে নেওয়া অসম্ভব কিছুই না। আর এটা মানুষের তৈরি করা টেকনোলজিতেই সম্ভব। আর মহান সৃষ্টিকর্তার টেকনোলজি তো আমাদের ছোট্ট ব্রেন দিয়ে চিন্তা করাও অসম্ভব। হাতে আবার কিভাবে আমলনামা দেওয়া যায়? এই প্রশ্নেরও যথাযথ উত্তর মানুষ বুঝে ফেলেছে মেমোরি কার্ড আবিষ্কারের কারনে।
তখন যাকে তার ‘আমলনামা ডান হাতে দেয়া হবে সে বলবেঃ নাও, আমার ‘আমলনামা পাঠ করে দেখ। [২]
সত্যিই আল্লাহ মহান। একদিন তাঁর কাছে আমাদের সমস্ত কর্মকান্ডের চূড়ান্ত জবাবদিহি করতে হবে। আমাদের আমলনামা আমাদের হাতেই ধরিয়ে দেওয়া হবে। সেদিনের জবাবদিহি করার জন্য আমরা প্রস্তুত আছি তো?! সকলের সামনে আমাদের গোপনে করা পাপগুলোর ভিডিও প্রদর্শিত হবে। সেদিন উপস্থিত থাকবে আমার মা, বাবা, আমার ছোট বোন সকলের সামনে যদি ভিডিও প্রদর্শন করা হয় আমাদের গোপন পাপের তখন কেমন অনুভুতি হবে?
আল্লাহ্ আমাদের কাজগুলোকে সহজ করে দিন, আমিন।
[১] আল-কোর'আন- ৯৯ঃ০৬
[২] আল-কোর'আন- ৬৯ঃ১৯
*লেখক স্বত্ত্বঃ- Mamun Rezwan
*রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত
0 Comments