আমরা সবাই জানি, আমাদের দেশে তুলনামুলকভাবে গার্মেন্টস এবং টেক্সটাইল সেক্টরে চাকরীর বাজার মোটামুটি বড়। তবুও দেখা যায় অনেক ফ্রেশ গ্রাজুয়েট সহজে চাকরী পায়না। বা ফ্রেশ হিসাবে চাকরীতে ঢুকেও খুব বেশীদিন সাসটেইন করতে পারেনা। অনেকগুলো কারন এই ব্যর্থতার পিছনে জড়িত। সবচেয়ে বড় কারন আমাদের নিজেদের অবহেলা। চাকরীর বাজারে আপনাকে কোন জিনিসগুলো দক্ষ এবং যোগ্য করে তুলবে সেগুলোর কিছু অংশ নিয়ে আজকে আমরা আলোচনা করব ইন-শা-আল্লাহ।
১. মাইক্রোসফট এক্সেলঃ-
বর্তমান সময়ে খুব খুব খুব গুরুত্বপূর্ণ একটি স্কিল। আপনি মাইক্রোসফট এক্সেলে যত বেশী পারদর্শী হবেন কোম্পানিতে আপনার ভেল্যু তত বেশী হবে। আমরা ভার্সিটিতে থাকা অবস্থায় কম বেশী সবাই ৩/৫/৬ মাসের অফিস প্যাকেজের কোর্স করি কিন্তু আদতে এটা আমরা সেভাবে গুরুত্ব দিয়ে করিনা। কোনমতে একটা সার্টিফিকেটের আশায় কোর্সগুলো শেষ করি। কিন্তু বিশ্বাস করুন চাকরীতে জয়েন করার পর সেই অবহেলা করে শেখা সময়গুলোর জন্য খুব আফসোস হবে। আরও স্পেসিফিকভাবে বলে দেই এক্সেলের কোন ফর্মুলাগুলো অবশ্যই শিখবেন। If, Ifs Sumif, Sumifs, Count, CountIf, Vlookup, Index, Match, Pivot Table etc. এগুলো গেল ফর্মুলার কথা। ভিজুয়ালাইজেশনের জন্য ভালমত রপ্ত করবেন চার্টের ব্যবহার বিশেষ করে পাই চার্ট, বার চার্ট, ডট চার্ট, থ্রি-ডি চার্ট, টু-ডি চার্ট ইত্যাদি। কালার কম্বিনেশনের উপর ভাল দখল অর্জন করতে হবে। অর্থাৎ একটা এক্সেল ডাটার হেডিং, বডি, ফুটার কি ধরনের কালারে ভাল ফুটে ওঠে সেই ধারনা থাকতে হবে।
২. ফ্লোর লে-আউট ড্রয়িংঃ-
জিনিসটা অনেকটা অপ্রয়োজনীয় মনে হলেও কর্মক্ষেত্রে খুব দরকারী। টেক্সটাইলে বি.এস.সি চলাকালীন আমরা কম বেশী ইঞ্জিনিয়ারিং ড্রয়িং একটা কোর্স করে থাকি। কোর্সটা খুব সিরিয়াসলি আমাদের নেওয়া উচিৎ। মেজর সাবজেক্টে ফোকাস দিতে গিয়ে আমরা মাইনোর কোর্সগুলোকে অবহেলা করি যেটা চরম বোকামি। ফ্লোর লে-আউট সম্পর্কে ভাল ধারনা থাকলে এবং ভাল ডিজাইন ড্রয়িং করতে পারলে আপনি কোম্পানির স্পেস ইউটিলাইজেশন বাড়াতে সহায়তা করতে পারবেন।
চিত্রে আমার করা লিন প্রজেক্টের একটা ডিজাইন দেখতে পাচ্ছেন।
৩.ভিডিও এডিটিংঃ-
কোন কিছু উপস্থাপনের জন্য ভিডিওগ্রাফির বিকল্প নেই। ভিডিও এডিটিং এর বেসিক কাজগুলো শিখে ফেলবেন। বিশেষ করে যারা গার্মেন্টসে আছে। সুইং প্রসেসের ভিডিও করে সেটা এনালাইসিস করে ডেভেলপ করা খুব সহজ এবং স্মার্ট একটা মাধ্যম। আলহামদুলিল্লাহ আমাদের টিমে আমি মোটামুটি ভিডিও এডিটিং-এ দক্ষ হওয়ায় আমার মাধ্যমে আমার ডিপার্টমেন্ট বেশ কিছু প্রজেক্ট টপ ম্যানেজমেন্টকে সাবমিট করতে পেরেছে খুব সহজে। বেশ কিছু ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার আছে। এরমধ্যে বেসিক লেভেলের কাজের জন্য অন্যতম Camtasia studio, Filmora, NCH Video pad ইত্যাদি। প্রফেশনালদের জন্য Adobe Premiere Pro এর বিকল্প নেই।
এখানে NCH Video pad এর ড্যাসবোর্ড দেখতে পাচ্ছেন। আমি NCH Video pad এবং Camtasia studio ব্যবহার করে থাকি সাধারনত।
পরবর্তী পর্বে আরও কিছু স্কিল নিয়ে আলোচনা করব ইন-শা-আল্লাহ।
0 Comments