Ticker

6/recent/ticker-posts

কর্পোরেট_ফ্যাক্ট_২০

 গার্মেন্টস বা টেক্সটাইলে একটা প্রচলিত কথা আছে। এক ফ্যাক্টরিতে বেশিদিন থাকতে নেই। মানে একটা ফ্যাক্টরিতে বেশিদিন চাকরী করতে হয়না। এখন এই বেশিদিনটা যে আসলে কতদিন সেটা বলা মুশকিল। 

আমাদের ফেসবুক পেজে এই প্রশ্নটা আমরা করেছিলাম যে,  

"একই ফ্যাক্টরিতে কতদিন চাকরি করা উচিৎ বলে আপনি মনে করেন?" 

তো সেই প্রশ্নের বিপরীতে আমরা ১৬৮ জনের মন্তব্য পেয়েছিলাম। চলুন প্রত্যেকটা মন্তব্য আপনাদের সাথে শেয়ার করি, যা সংগ্রহ করা হয়েছে আমাদের পেজের কমেন্ট সেকশন থেকে হুবহু সেইভাবে তুলে ধরা হোল। 



কমেন্টসমূহঃ


১. Mahbuba Yesmin Sumi
আমি তো ৮ বছর করলাম।

২. Huzaifa Sadiq
Maximum 5 year's

৩. Babu Biswas
১৮ বছর ধরে আছি

৪. Md Ebrahim Kholil
Depends on your positions,Factory conditions,Your value & priority.

৫. Md Mizanur Rahman
আল্লাহ তাআলা যতো দিন রিযিক রেখেছেন,,

৬. Ferdaus Alam
যতদিন আল্লাহ রিজিকে রাখবেন

৭. Hasibuzzaman Hemel
আল্লাহ যার রিজিক যেখানে যতদিন রাখছে তাকে ঠিক ততদিন সেখানে থাকতে হবে।

৮. শান্তা মণি
5 years running & it's high time to leave!!!!!

৯. Rayhan Rubel
Depends on Situation

১০. Md Abdus Salam
Allah tala jato din rijik rakhasa alhamdulillah

১১. MD Monir Hossain
৯ বছর রানিং

১২. Md Anarul Islam
আপনার রিজেক ওখানে যতদিন থাকবে ততদিন

১৩. Md.Shuvau Rahman
যতদিন আরেকটা ভাল চাকরি না পাওয়া যায়

১৪. Shadheen Bashar
Till have evaluation from the Management...

১৫. Sah Jalal Topu
120 years minimum 😆

১৬. Najmul Hassan
আপনার যা মনে হয় তাই করবেন আদেশক্রমে বড় ভাই

১৭. Md Sk Al Amin 

It's depend on your capability & your value on there .

১৮. সীমান্ত কুমার দে
৯ বছর চলছে।

১৯. Moksedur Rahman
11 years running snowtex group

২০. Bibi Monjura Prithi
যতদিন যে ফ্যাক্টরিতে আছেন তার চাইতে ভালো কোথাও সুযোগ না পাবেন

২১. Mahady Hasan
1. Until you are feeling that, you have learned something to switch to the next position.
2. Until you are getting a good job in a good company.
That's my personal observation. Thanks

২২. নতুন সপ্নের প্রত্যাশা
সততা আর ন্যায় ভাবে কর্ম করে যাবেন,বাকীটা আল্লাহ ভরসা!আপনি জোর করে অন্যায় ভাবে কোথাও টিকতে পারবেন না

২৩. MD Delowar Hossain
আমি ৩ বছর ধরে মন্ডল গ্রুপে AOP Quality (Finishing) এ আছি। এখন ভাবছি ঈদের পরে কোথাও সুযোগ হলে চলে যাবো ইনশাআল্লাহ

২৪. Abir Shaheen 
যতদিন নিজের ইমেজ থাকে

২৫. শরিফুল ইসলাম সবুজ 
কোন ফ্যাক্টরিতে চাকরি করায় উচিত না ।বাসায় বসে বসে ফোনে টিকটক দেখা উচিত 😆

২৬. Amzad Hossain
যতক্ষণ আপনি সন্তুষ্ট থাকবেন।
যদি কোম্পানী থেকে মন উঠে যায়, তবে সেখানে যতদিন থাকবেন, আপনার এবং কোম্পানীর উভয়ের জন্যই ক্ষতিকর।

২৭. Rafiqulislam Rapi
যত দিন মূল্যায়ন করে

২৮. Md Johirul Islam
যতদিন আপনার মূল্য থাকবে ততোদিন করা যেতে পারে

২৯. Hasibur Rahman
আমিতো অলরেডি ৭ বছর এক কম্পানিতে চাকরি করতেছি।

৩০. Saddam Hosen
আমি এক কোম্পানি তে ৬ বছর ছিলাম তারপর সরকারি চাকরি,,,

৩১. Konok Hasan
12 বছর 4 মাস, আরো 10 বছর করার ইচ্ছা আছে

৩২. Mizanur Rahman
আবার বেশি চাকরি পরিবর্তন করা যাবেনা।

৩৩. Faysal Islam Mridha
Jotokkhon notun challenge ace.

৩৪. KM Nayem
তিন বছরের অধিক নয়।

৩৫. Noor Islam
আমি তো ১১ বছর যাবত করছি একই কোম্পানিতে।

৩৬. Palash Hossain
Depends on situation

৩৭. Raqib Hossain
সেইম পজিশনে ৩ বছরের অধিক নয়।

৩৮. Nazrul Islam
যতদিন নিজের সম্মান বজায় রেখে চাকরি করা যায়

৩৯. Alfuz Sumon
১৪ বছর ধরে আছি

৪০. মোঃ জোনায়েদ জনি
আজীবন

৪১. Akash Biswas
That's depend on management, Job facilities, Job Security, working pressure , etc.

৪২. Habibur Rahman
যোগ্যতা আর চরিত্র ঠিক থাকলে ২০ বছর এর বেশি সময় ও চাকরি করে খাওয়া যায়..!!

৪৩. Apurba Karmakar
সত্যি বলতে এখানে অনেক কিছুই ডিপেন্ড করে, সেগুলোর মধ্যে যেমন ঐ কোম্পানিতে সাধারণত সুযোগ সুবিধা কেমন এবং তার সাথে আপনার পজিশন অনুযায়ী সামনের দিনগুলোতে কেমন পারফরম্যান্স দেখাতে পারবেন ঐ কোম্পানির জন্যে।
তবে মিনিমাম ২-৩ বছর লেগে থাকাই শ্রেয় মনেহয়, বার-বার জব সুইচ করা সঠিক না। সর্বশেষ বিষয় হলো সময়-সুযোগ অনুযায়ী যার যার প্ল্যান ভিন্নরকম হয়ে থাকে।

৪৪. Hasibur Rahman
মরার আগ পর্যন্ত।

৪৫. Jashim Uddin
১৪ বছর ধরে আছি

৪৬. Roni Khan
 Ami to 7 year dore Achi

৪৭. রাশিদুল হাসান
এটা আপনার কাজের গুরুত্ব, অবস্থান এবং জব মার্কেটের ডিমান্ডের উপর নির্ভর করে

৪৮. Imon Ahmed
Highest 2 years

৪৯. Ashik Talukder
Kicu kicu adu vhai acen jara change korte pare na but sudu onner fault khuje

৫০. Md Shafikul
একই বউয়ের সাথে কতদিন সংসার করা উচিত আপনি মনে করেন?


*লেখক স্বত্ত্বঃ- Mamun Rezwan
*রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত

Post a Comment

0 Comments