Ticker

6/recent/ticker-posts

আপনি এখন যেখানে চাকরী করছেন আপনি কি আপনার মনমত পছন্দের চাকরীটা করছেন?

 আপনাকে একটা প্রশ্ন দিয়ে আজকের আলোচনাটা শুরু করি। 

আপনি এখন যেখানে চাকরী করছেন আপনি কি আপনার মনমত পছন্দের চাকরীটা করছেন?

অর্থাৎ ধরা যাক, আপনি এখন মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টে আছেন, আপনি কি শিক্ষা জীবনের শুরু থেকেই এই স্বপ্নই দেখতেন যে, আপনি মার্চেন্ডাইজিং এ জব করবেন? কিংবা আপনি যদি এখন আইইতে থাকেন তবে ভার্সিটিতে থাকাকালীন এটাই কি আপনার ইচ্ছা ছিল যে, আপনি আইইতে জব করবেন?

আপনি বা অধিকাংশ হ্যাঁ বললেও ডাটা বলছে ভিন্ন কথা। The Business Standard এর ২১শে ডিসেম্বর ২০২১সালে প্রচারিত একটা নিউজে শিরোনাম করা হয়েছে। 

46% employers do not get the skills they want: Study
৪৬% নিয়োগকর্তা স্কিল অনুসারে কর্মী পাচ্ছেননা। অর্থাৎ প্রতি ১০০ জন নিয়োগকর্তার মধ্যে ৪৬ জন নিয়োগকর্তা যে বিষয়ের জন্য স্কিলড লোক চাচ্ছেন সেই ধরনের স্কিলড লোক পাচ্ছেননা। 
দেখা যাচ্ছে, আপনি মার্কেটিং বা নেগোশিয়েসনে প্রচুর দক্ষ কিন্তু আপনি জবে ঢুকে আছেন একাউন্টসে। কিংবা আপনি স্ট্রং মেন্টালিটি ক্যারি করেন, প্রোডাকশনে আপনি যথেষ্ট উন্নতি করতে পারতেন কিন্তু আপনি ঢুকে আছেন মার্চেন্ডাইঞ্জিং সেক্টরে।




শুধু এটাই না, আপনার টেক্সটাইল বা গার্মেন্টস একেবারেই পছন্দ না। সঠিক গাইড লাইনের অভাবে ইন্টারের পর ঝোকের বসে ঢুকে পড়েছেন এই বিষয়ে লেখাপড়া করতে, অথচ আপনার প্যাশন ছিল ট্রাভেলিং কিংবা আপনার টেকনোলোজি রিলেটেড বিষয়ে প্যাশন আছে কিন্তু আপনি সম্পূর্নরুপে আপনার চরিত্রের বিপরীতে গিয়ে আইই হিসাবে ফ্লোরে কাজ করছেন। এতে করে যে সমস্যাগুলো হচ্ছে। 

আপনার কোম্পানি আপনার নিকট থেকে বেস্ট আউটপুট পাচ্ছেনা। আপনি জবটাতে স্যাটিসফাইড থাকতে পারছেননা। জীবনের বাকি সময়টা কিন্তু আপনার এই একটা ডিসিশনের উপর নির্ভর করে। এখন আমাদের অনেকেই আছে বুঝেইনা তার কিসে প্যাশন বা কোন কাজটা তার মনে খুশী এনে দেয়। 

খুব সহজ একটা টেকনিক এপ্লাই করবেন। যে কাজটা করতে বসলে দেখবেন আপনার সময় কখন ফুরিয়ে গেছে বুঝতেই পারছেননা, কাজটা শেষ না করা পর্যন্ত কাজ ছেড়ে উঠতে ইচ্ছা করছেনা এবং কাজের রেজাল্ট দেখে প্রচন্ড আত্মতৃপ্তি কাজ করছে তখন বুঝবেন এটা আপনার প্যাশনের জায়গা। এই প্যাশনকে আপনার কাজে বা জবে রুপান্তর করতে হবে। 

গুরুত্বপূর্ণ কিছু উপদেশ বা নসিহা ফ্রেশারদের জন্যঃ-
১. আপনার যদি কমিউনিকেশন স্কিল খুব ভাল হয় এবং ৫০-১০০ জন মানুষ আপনার কথা শুনবে এরকম কন্ট্রোলিং ক্যাপাসিটি থাকে আপনি নির্দিধায় প্রোডাকশনে মুভ করুন। 
২. আপনার ডাটা এনালিটিক্যাল পাওয়ার খুব ভাল। আপনি ডাটা এনালাইসিস করে সিদ্ধান্ত বা ত্রুটি বের করতে পারেন তবে আপনি প্রোজেক্ট বেসড কাজগুলোতে জয়েন করুন। যেমনঃ-  CIT (Continuous Improvement Team), Report Automation System , ERP
৩. আপনার যদি নেগোসিয়েশন স্কিল ভাল হয়, ইংলিশে কনিউনিকেশন স্কিল ভাল হয়, আরেকজনকে খুব ভাল কনভিন্সড করতে পারেন তবে আপনি মার্চেন্ডাইজিং সেক্টরে চলে যান। 

৪. আপনি কোনরকম সিদ্ধান্ত বা পরিকল্পনা ছাড়াই যদি টেক্সটাইলে পড়ে থাকেন এবং কোনভাবে একটা ফ্যাক্টরিতে ঢুকে পড়েছেন তবে একেবারে শুরুতেই চেষ্টা করুন নিজের পছন্দের ট্র্যাকে চলে যেতে। ২-৩ বছর যদি ইচ্ছার বিরুদ্ধে চাকরীটা কন্টিনিউ করেন তখন পরে আর সুযোগ পাবেননা এই ট্র্যাক চেঞ্জ করার। তাই ফ্রেশাররা খুব খেয়াল করে এই পয়েন্টটা মাথায় রাখবেন। 
  

*লেখক স্বত্ত্বঃ- Mamun Rezwan

*রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত 

Post a Comment

0 Comments