COT(স্টাইল চেঞ্জ ওভার টাইম):- সুইং লাইনের একটা স্টাইল শেষ করে আরেকটা নতুন স্টাইল শুরু করতে যে সময় লাগে তাকে COT বলা হয়। বিস্তারিত পড়তে চাইলে ক্লিক করুন লিংক
একই স্টাইল একটা লাইনে সব সময় চলবে এরকম কোন কথা নেই। অর্থাৎ সুইং লাইনে স্টাইল পরিবর্তন খুব কমন একটা বিষয়। আমরা সবাই জানি যে, একটা সুইং লাইনের স্টাইল পরিবর্তনের জন্য আইটেম ভেদে কিছু সময় লাগে। এই সময়ে কোন আউটপুট তথা প্রোডাকশন হয়না। যেহেতু প্রোডাকশন বন্ধ থাকে সেহেতু এই সময়টাতে প্রোডাকশন লসের পাশাপাশি অনেকগুলো খরচ যুক্ত হয়। আমরা আজকে এই কস্ট ক্যালকুলেশন করব। অর্থাৎ একটা সুইং লাইনে যখন লেআউট চলমান থাকে তখন একটা কোম্পানির কি পরিমান খরচ হয় সেটা ক্যালকুলেশন করব। প্রথমেই স্টাইল পরিবর্তনের জন্য ব্যবহৃত সুত্রটি জেনে নেই।
Total COT Cost = Line COT cost + Lost production cost + Overhead cost
Line COT cost
ধরা যাক,
নিচের চিত্রটি খেয়াল করুন। স্টাইল পরিবর্তনের সময় যে ম্যানপাওয়ারগুলো লেআউটের সাথে সংযুক্ত থাকে তাদের স্যালারি পারপাসে যে খরচ হয় সেটা বের করা হয়েছে (আনুমানিক খরচ)। প্রতিঘন্টার খরচ এবং দিনশেষে কত খরচ হচ্ছে সেটা দেখানো হয়েছে। লেআউট শেষ না হওয়া পর্যন্ত কি পরিমান খরচ হয় সেটা এই টেবিল থেকেই বের করা যাবে।
উপরের টেবিলে প্রতি ঘন্টার এবং প্রতিদিনের খরচ দেখানো হয়েছে। এখন আমরা লাইনের COT কস্ট বের করব।
Line COT Cost = Cost Per Hour*Through Put Time
= 3226*5
= 16130 BDT------------------------------------------------------------------------------------- (i)
Lost production cost
এই লেআউট চলাকালীন সময় কোন প্রোডাকশন হচ্ছেনা অথচ যদি লেআউট বা স্টাইল পরিবর্তন না হতো তাহলে পুর্বের স্টাইলের প্রোডাকশন হতো। অর্থাৎ কি পরিমান প্রোডাকশন লস হচ্ছে সেটা বের করতে হবে। এই প্রোডাকশন লসের কারনে প্রতি মিনিটে কত খরচ হচ্ছে সেটা বের করতে হবে।
a) CPM = Cost Per Day / Available minutes of Direct manpower
=25808/16320 [দৈনিক খরচ উপরে উল্লেখিত টেবিলে বর্ণিত]
=1.58
Here, Available minutes of Direct manpower =
Direct Manpower * Working Hour * 60
= (Operator+Helper) * 8 *60
= (30+4) * 8 *60
=34*8*60
=16320
b) Lost Production = Target/Hour * Through Put Time
=100 * 5 pcs
=500 pcs
So,
Lost Production Cost = CPM * Lost Production * SMV
= 1.58*500*9.5
= 7505 BDT ---------------------------------------------------------------------------- (ii)
Suppose,
The overhead cost of the line is = 3000 BDT ----------------------------------------------------------(iii)
আমরা, লাইনের COT কস্ট (সমীকরন-০১) , লাইনের প্রোডাকশন লসের কস্ট (সমীকরন-০২) এবং ওভারহেড কস্ট (সমীকরন-০৩) বের করলাম। এখন এই তিনটি সমীকরনের যোগফল করলে যে খরচ আসবে সেটাই মুলত স্টাইল পরিবর্তনের জন্য একটা সুইং লাইনের মোট খরচ।
So,
Total COT Cost = Line COT cost + Lost production cost + Overhead cost
= 16130 + 7505 + 3000
= 26635 BDT
👉বিশেষ দ্রষ্টব্যঃ- যদি আর্টিকেল বুঝতে সমস্যা হয় বা এক্সেলের কোন ফ্রি ফরমেট দরকার হয় যোগাযোগ করুন। ইন-শা-আল্লাহ বিনামুল্যে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।
textileblogctec@gmail.com
*রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত
0 Comments