Ticker

6/recent/ticker-posts

ডেনিমের ইতিহাস যা না জানলেই নয়


ডেনিমঃ-
ডেনিম হল নীল জিন্স এবং অন্যান্য কাপড়ের জন্য ব্যবহার করা কটনের এক ধরনের টেক্সটাইল ম্যাটেরিয়াল এটি  শক্ত টুইল উইভের সাথে তীর্যকভাবে রিব গঠন সংযুক্ত করে তৈরীকৃত একটি ফেব্রিক মূলত  কর্মীদের পোশাক হিসাবে ব্যবহৃত ডেনিম এখন বিশ্বব্যাপী , এমনকি উচ্চ ফ্যাশন জগতে প্রবেশ করেছে বর্তমানে প্রত্যেকের আলমারিতে কমপক্ষে একটি করে ডেনিমের তৈরী গার্মেন্টস রয়েছে 

ডেনিমের ইতিহাসঃ-
১৮৭০ সাল , মার্কিন যুক্তরাষ্ট্র যখন ছুটছে স্বর্ণের নেশায় যা ইতিহাসে গোল্ড রাস নামে পরিচিত তখন পুরো পশ্চিমজুড়ে আবিষ্কৃত হচ্ছিল স্বর্ণের খনি ঠিক তখনই মোটা সুতার বুননে তৈরী কাপড়ের নীল রঙের একটি প্যান্ট  বাজারে ছেড়ে হুলস্থুল ফেলে দেয় LEVI’S নামের একটি  প্রতিষ্ঠান হাজারো কর্মীদের কাছে পরিধেয় বস্ত্র হয়ে উঠে এই নীল জিন্স যার আরেক নাম ডেনিম ফ্রান্সের নিমস শহরে সুতার মোটা বুননে এই কাপড়  তৈরী  হয় ১৫ শতকে সেখান থেকেই মূলত এই ডেনিম নামের  উৎপত্তি তখন নাবিকরা এই কাপড়ের পোশাক পড়তেন কিন্তু ডেনিম জনপ্রিয় হয় মূলত মার্কিন খনি শ্রমিকদের হাত ধরে শ্রমিকদের কাছ থেকে জিন্স পোশাক আপন করে নেয় প্রতিবাদী ঘরানার  আমেরিকার পপ তরুন সমাজ ১৯শতকের গোড়ার দিকে জিন্স পড়ার কারনে এইসব প্রথাবিরোধী তরুনদের রেস্টুরেন্ট এমনকি বড় মার্কেটগুলোতে  ঢুকতে দেওয়া হত না কিন্তু পপ সাম্রাজ্য বিরাজের সাথে সাথে আমেরিকার তরুনদের কাছে জিন্স হয়ে উঠে ফ্যাশনের অন্যতম একটি মাধ্যম এভাবে ৬০ আর ৭০ দশক অতিক্রান্ত হয় ৮০তে প্রথম ডিজাইনের জিন্স বাজারে আসে এভাবে ডেনিম জায়গা করে নেয় ঝলমলে র‌্যাম্প আর ফ্যাশনের মূল ধারায় এই বিবর্তনে প্যান্টের গন্ডি পেরিয়ে ডেনিম ছড়িয়ে পড়ে  জ্যাকেট ও  টি-শার্টে

বর্তমান বিশ্ববাজারে ডেনিমের অবস্থানঃ-
 বিশ্বব্যাপী বর্তমান বাজারে ডেনিমের আকার ব্যাপকতা দাঁড়িয়েছে ৬০০০কোটি মার্কিন ডলারে যা প্রতি বছরে আরও বড় হচ্ছে থেকে শতাংশ হারে এখনও মার্কিনিরা এই ডেনিমে তৈরী পোশাক সবচেয়ে বেশী পরিধান করে গোটা বিশ্বে যত ডেনিম তৈরী হয় তার এক তৃতীয়াংশ মার্কিনিরা ক্রয় করে এরপরের অবস্থানেই রয়েছে ইউরোপীয় ইউনিয়ন এশিয়ার মধ্যে জাপান আর কোরিয়াতে এই কাপড়ের কদর বেশী বিশাল এই ডেনিম বাজারের অর্ধেকের বেশী নিয়ন্ত্রন করছে এশীয় বাজারগুলো এই তালিকায় চীন ভারতের পরেই বাংলাদেশের অবস্থান ইউরোপ বিশ্বে ডেনিম রপ্তানীর দিক থেকে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়

বাংলাদেশের শীর্ষ দশটি ডেনিম ইন্ডাস্ট্রিঃ-
এই তালিকাটি  তৈরী  করা হয়েছে  ইন্ডাস্ট্রির উৎপাদন ক্ষমতা, কর্মী সংখ্যা , কাজের পরিবেশ  এবং সর্বোপরি বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখার উপর ভিত্তি করে 
 
. এনভোই টেক্সটাইল লিমিটেড
কলাবাগান, পশ্চিম পান্থপথ, ঢাকা


চিত্রঃ এনভোই ডেনিম

২.প্যাসিফিক জিন্স লিমিটেড
.পি.জেড , চট্টগ্রাম, বাংলাদেশ


চিত্রঃ প্যাসিফিক জিন্স

৩. হা-মীম ডেনিম মিলস লিমিটেড
তেঁজগাও, ঢাকা


চিত্রঃ হা-মীম ডেনিম

. বেক্সিমকো ডেনিম লিমিটেড
ধানমন্ডি, ঢাকা
Website: www.beximco.org


চিত্রঃ বেক্সিমকো ডেনিম

. নাসা-তাইপি ডেনিম লিমিটেড
তেঁজগাও, ঢাকা


চিত্রঃ নাসা ডেনিম
(অনলাইনে চিত্র না পাওয়ায় আমরা অত্যন্ত দুঃখিত)

. পারটেক্স ডেনিম লিমিটেড
মহাখালী, ঢাকা


চিত্রঃ পারটেক্স ডেনিম

. চিটাগাং ডেনিম মিলস লিমিটেড
মহাখালী, ঢাকা


চিত্রঃ চিটাগাং ডেনিম
(অনলাইনে চিত্র না পাওয়ায় আমরা অত্যন্ত দুঃখিত)

. শাশা ডেনিমস লিমিটেড
গুলশান, ঢাকা


চিত্রঃ শাশা ডেনিমস

. মাহমুদ ডেনিমস লিমিটেড
উত্তরা, ঢাকা


চিত্রঃ মাহমুদ জিন্স

১০. ইয়োগোটেক্স ফেব্রিকস কো. লিমিটেড
বারিধারা, ঢাকা


চিত্রঃ ইয়োগোটেক্স




*রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত





Post a Comment

2 Comments

  1. ভাল লাগল, ধন্যবাদ।

    ReplyDelete
    Replies
    1. আপনাকে অসংখ্য ধন্যবাদ।

      Delete