Ticker

6/recent/ticker-posts

"ফেব্রিক ইন্সপেকশনঃ ফোর পয়েন্ট সিস্টেম"



ফেব্রিক ইন্সপেকশন:-
ফেব্রিক ইন্সপেকশন এর বিভিন্ন সিস্টেম রয়েছে তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ইন্সপেকশন  নিচে উল্লেখ করা হলো

. ফোর পয়েন্ট সিস্টেম
. টেন পয়েন্ট সিস্টেম
. সেভেন্টি এইট পয়েন্ট সিস্টেম

আজ ফেব্রিক ইন্সপেকশন এর ফোর পয়েন্ট সিস্টেম বর্ণনা করব কারন আমেরিকান এপ্যারেল ম্যানুফাকচুরিং আসোসিয়েশন (AAMA) এবং আমেরিকান আসোসিয়েশন অফ কোয়ালিটি  কন্ট্রোল (AAQC) ফেব্রিক ইন্সপেকশন এর জন্য এই সিস্টেমকে অনুমোদন দিয়েছে

ফোর পয়েন্ট সিস্টেম:-

টেক্সটাইল এবং এপার‍্যাল ইন্ডাস্ট্রিতে সব ধরনের ফেব্রিকের কোয়ালিটি  ইন্সপেকশন করার জন্য ফোর পয়েন্ট সিস্টেম একটি সাধারণ এবং বহুল ব্যবহৃত পক্রিয়া
ফোর পয়েন্ট সিস্টেমকে আমেরিকান এপার‍্যাল ম্যানুফ্যাকচারিং পয়েন্ট(AAMP) বলা হয়। এই সিস্টেম দ্বারা ফেব্রিকের কোয়ালিটি নির্ণয় করা হয় শিপমেন্টের জন্য সমস্ত প্রোডাক্টের ১০% প্রোডাক্ট ইন্সপেকশন করা হয়

ফোর পয়েন্ট সিস্টেমে, ১০০ গজ ফেব্রিক ইন্সপেকশন করে যতগুলো ডিফেক্ট পয়েন্ট পাওয়া যায় তা নির্ণয় করা হয়যদি ডিফেক্ট পয়েন্ট ৪০ অথবা তার চেয়ে বেশি হয় তবে ফেব্রিক রুল রিজেক্টেড

পয়েন্ট/ ১০০ স্কয়ার ইয়ার্ড = (মোট ডিফেক্টেড পয়েন্ট/মোট ফেব্রিক লেন্থ ইয়ার্ডে)*(১০০/১)*(৩৬/ইঞ্চিতে ইন্সপেক্টেড ফেব্রিকের ওয়াইডথ)



 টেবিল-০১

ডিফেক্ট সাইজ
প্যানাল্টি পয়েন্ট
৩ ইঞ্চি বা তার কম
৩ ইঞ্চির বেশী কিন্তু ৬ ইঞ্চির কম
৬ ইঞ্চির বেশী কিন্তু ৯ ইঞ্চির কম
৯ ইঞ্চির বেশী


টেবিল-০২

হোল এবং অপেনিং এর জন্য ডিফেক্ট এরিয়া
পয়েন্ট
১ ইঞ্চি বা তার কম
১ ইঞ্চির বেশী



উদাহরনঃ-
১২০ইয়ার্ড লেন্থ এবং ৪৮ ইঞ্চি ওয়াইডথের ফেব্রিককে ৪ পয়েন্ট সিস্টেমে ইন্সপেকশন করা হল। এই ফেব্রিক সম্পর্কে একটি কমেন্ট কর।


 টেবিল-০৩



পয়েন্ট/ ১০০ স্কয়ার ইয়ার্ড = (৩৫/১২০)*(১০০/১)*(৩৬/৪৮)
                                       =২১.৮৭৫

কমেন্টঃ-  ডিফেক্টেড পয়েন্ট ৪০ এর চেয়ে কম তাই ফেব্রিকটি এক্সেপটেড। 




*রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত

Post a Comment

2 Comments

  1. Now modern days 40 point is not allowed.
    28 point is international standard...pls update ur sop.

    ReplyDelete