প্রোডাকশন প্ল্যানিং এবং কন্ট্রোলঃ-
এটা যেকোন ফ্যাক্টরির এমন একটা ডিপার্ট্মেন্ট যেখানে যেকোন
প্রসেসের জন্য প্রয়োজনীয় কাঁচা মাল, মানব সম্পদ, এবং মেশিনের ব্যবহার সম্পর্কে প্রসেসের
পূর্বেই পরিপূর্ণ প্ল্যানিং এবং কন্ট্রোল করা হয়। পিপিসি (প্রোডাকশন প্ল্যানিং এবং
কন্ট্রোল) হল এমন একটি টেকনিক যেখানে একটা অপারেশনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা
কাজ আলাদা আলাদাভাবে প্ল্যান করা হয়। এটি সঠিক সময়ে, সঠিক স্থানে , সঠিক সিদ্ধান্ত
নিতে সাহায্য করে । ফলে যেকোন অপারেশনে/ প্রসেসে সর্বোচ্চ কর্মদক্ষতা পাওয়া যায়।
পিপিসি এর উদ্দেশ্যঃ-
১. প্রোডাকশনে জড়িত কর্মকান্ড সমুহের সিস্টেমেটিক পরিকল্পনার
মাধ্যমে প্রোডাকশনে সর্বোচ্চ এফিসিয়েন্সি অর্জন।
২.প্রোডাকশনের সুবিধাসমূহকে সঠিকভাবে পরিচালনা করা।
৩. রিসোর্সের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা।
৪. অন্যান্য ডিপার্টমেন্টের সাথে সহযোগীতাপূর্ণ যোগাযোগ
রক্ষা করা।
৫. ওয়াদাকৃত ডেলিভারির সময় নিশ্চিত করা।
৬. বস্তুসমূহ ব্যবহার নিয়ে প্ল্যানিং করা।
৭. চাহিদা পরিবর্তন এবং দ্রুত অর্ডারের ক্ষেত্রে এডজাস্ট
করতে সক্ষম হওয়া।
পিপিসি এর কাজসমূহঃ-
১. ম্যাটেরিয়ালস (Materials)
২. মেথডস (Methds)
৩. মেশিন এবং ইকুইপমেন্ট (Machines & Equipments)
৪. রুটিং
(Routing)
৫. এসটিমেটিং (Estimating)
৬. লোডিং এবং শিডিউলিং (Loading & Scheduling)
৭. ডিসপেচিং (Dispatching)
৮. এক্সপিডিটিং (Expediting)
৯. ইন্সপেকশন (Inspection)
১০. এভালুয়েটিং (Evaluating)
প্রোডাকশন প্ল্যানিং & কন্ট্রোলের ডায়াগ্রাম বা অর্গানোগ্রাম:-
চিত্রঃ পিপিসি এর ডায়াগ্রাম
*রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত
1 Comments
Rokonuzzaman QC officer
ReplyDelete