Ticker

6/recent/ticker-posts

"GSM Cutter-ব্যবহার না করে কিভাবে Fabric GSM ক্যালকুলেট করবেন জেনে নিন"



ফেব্রিক জিএসএম:-
জিএসএম মানে গ্রাম পার স্কয়ার মিটার। এটি নিট ফেব্রিকের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে জিএসএম একটি গুরুত্বপূর্ণ প্যারামিটার।

জিএসএম দুইভাবে পরিমাপ করা যায়।
১. জিএসএম কাটার ব্যবহার করে এবং
২. জিএসএম কাটার ব্যবহার না করে।

আজ জিএসএম কাটার ব্যবহার না করে কিভাবে ফেব্রিক জিএসএম পরিমাপ করা যায় তা আলোচনা করতে যাচ্ছি।
জিএসএম কাটার ব্যবহার না করে ফেব্রিক জিএসএম ক্যালকুলেশন করার স্টেপ নিচে দেওয়া হলো-
১. প্রথমে ১০ সে.মি * ১০ সে.মি ফেব্রিক সাম্পল কেটে নিতে হবে।
২. ম্যানুয়ালি ফেব্রিক ওয়েট মেজার নিতে হবে।
৩. লেন্থ এবং উইথ গুন করে ফেব্রিক সাম্পল এরিয়া ক্যালকুলেট করতে হবে।
                                      
          চিত্রঃ- জিএসএম কাটার (গুগল)

ফর্মুলা-
ফেব্রিক জিএসএম= (ফেব্রিক সাম্পল ওয়েট * ১০০০০)/ফেব্রিক সাম্পল এরিয়া

সমস্যা-
ধরা যাক,
ফেব্রিক সাম্পল ওয়েট(১০সেমি*১০সেমি)=১.৩ গ্রাম
ফেব্রিক সাম্পল এরিয়া=১০০ সেমি২

সমাধান:-

আমরা জানি,
ফেব্রিক জিএসএম= (ফেব্রিক সাম্পল ওয়েট * ১০০০০)/ফেব্রিক সাম্পল এরিয়া
                          =(১.৩*১০০০০)/১০০
                          =১৩০
ফেব্রিক জিএসএম ১৩০ (উত্তর)


#রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত

Post a Comment

2 Comments