Ticker

6/recent/ticker-posts

"শিপমেন্ট"

শিপমেন্ট নিয়ে চরম এবং পরম কিছু ভালোলাগার কথা ফুটিয়ে তুলেছেন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত এক বস্ত্র প্রকৌশলী।




শিপমেন্ট
হাসিবুল হাসান শামীম



গার্মেন্টস মানেই তো শিপমেন্ট

কাঁধে কাঁধে মিলিয়ে কাজ করবে সব ম্যান,
আর নই এই বলে দিতে হবে মহাজন
শুনতে হবেই পুরানো সেই উম্মোচন।


যেখানে নেই প্লানিং সেখানে হয় তাফালিং
এই নেই, সেই নেই দিন শেষে হয় নানা বিনিময়,
ইনপুট আর রিকাট এখনো কেনো বলতে হয়
তাই বলে কি আর শিপমেন্ট থেমে যাই ?


যাই বলেন এখন কোন তর্ক করার সময় নয়
কর্তা মহাশয়ের উক্তি শিপমেন্ট এয়ার যেন না হয়,
দিন শেষে কেউ কারো কথা শুনতে রাজি নই
বেঁচে থাকলে বরং বার দেখতে হবে শিপমেন্ট।
*রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত

Post a Comment

0 Comments