Ticker

6/recent/ticker-posts

"গার্মেন্টস মার্চেন্ডাইজিং ক্যারিয়ার নিয়ে ফ্রেসারদের ১৫টি কমন প্রশ্ন এবং উত্তর"

 ১. গার্মেন্টস মার্চেন্ডাইজিং কি?

২. গার্মেন্টস মার্চেন্ডাইজার হতে শিক্ষাগত যোগ্যতা কেমন লাগে?

৩. ফ্রেসাররা কিভাবে গার্মেন্টস মার্চেন্ডাইজার হতে পারে?

৪. প্রাথমিক অবস্থায়, গার্মেন্টস মার্চেন্ডাইজারের কোন অভিজ্ঞতা থাকতে হয় কি?

৫. কিভাবে গার্মেন্টস মার্চেন্ডাইজিং জব খুঁজা উচিত?

৬. গার্মেন্টস মার্চেন্ডাইজিং পোস্টে কিভাবে আপ্লিকেশন করব?

৭. গার্মেন্টস মার্চেন্ডাইজিং পোস্টে আবেদনকারীর সিভিতে কি কি পয়েন্ট থাকতে হবে?

৮. গার্মেন্টস মার্চেন্ডাইজিং পোস্টে সিলেকশন করা হয় কিভাবে?

৯. রিটেন এক্সামে কি ধরনের প্রশ্ন করা হয়?

১০. ইন্টার্ভিউ এ কি ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে?

১১. একজন ইন্টার্ভিউয়ার ইন্টার্ভিউ নেওয়ার সময় যে ইন্টার্ভিউ দেয় তার কি কি বিষয় লক্ষ্য করেন?

১২. গার্মেন্টস মার্চেন্ডাইজিং এ এয়ার্কিং প্রোসিডিউর কি?

১৩. গার্মেন্টস মার্চেন্ডাইজিং এ ইংলিশ, কম্পিউটার এবং কমিউনিকেশন বিল্ড আপ দক্ষতার গুরুত্ব কেমন?

১৪. গার্মেন্টস মার্চেন্ডাইজারের সালারি এবং সুযোগ সুবিধা  কেমন?

১৫. নিউকামারদের জন্য আপনার উপদেশ কি?



উপরে উল্লেখিত প্রশ্নের উত্তর-

১. গার্মেন্টস মার্চেন্ডাইজিং কি?

মার্চেডাইজিং শব্দটি মূলত ইংরেজি শব্দ মার্চেন্ট থেকে এসেছে,যার অর্থ ব্যবসায়ীমার্চেন্ট থেকে মার্চেন্ডাইজ ,যার অর্থ ব্যবসায়ী উদ্দেশ্যে পন্য ক্রয় বিক্রয়মার্চেন্ডাইজ থেকে মার্চেন্ডাইজার ,এই মার্চেন্ডাইজারের কাজ হচ্ছে বিক্রয় বিভাগ পরিচালনা করাএই সম্পর্কিত কাজই হল মার্চেন্ডাইজিংএক কথায় বলতে গেলে ,গার্মেন্টস  মার্চেন্ডাইজিং বলতে একপক্ষ থেকে কাচামাল ক্রয় করে,সেই কাচামাল থেকে পণ্য প্রস্তুত করে সেই প্রস্তুতকৃত পণ্য অন্যপক্ষের কাছে বিক্রয় করা,এটাই মূলত গার্মেন্টস মার্চেন্ডাইজিংবিশদভাবে বলতে গেলে ,একজন বায়ারের কাছ থেকে অর্ডার সংগ্রহ করে,সেই অর্ডার ফুলফিল করার জন্য  প্রয়োজনীয় কাঁচামাল । যেমনঃফেব্রিক,ইয়ান,থ্রেড,কটন,জিপার ইত্যাদিএইগুলো বিভিন্ন সাপ্লায়ের কাছ থেকে ক্রয় করে,গার্মেটস উৎপাদনের মাধ্যমে বায়ারের চাহিদা মত পণ্য প্রস্তুত করে সেগুলো বায়ারের নিকট পৌঁছে দেওয়া হয়এই পৌঁছে দেওয়ার মাধ্যম হতে পারে জল পথ বা আকাশ প্থ


২. গার্মেন্টস মার্চেন্ডাইজার হতে শিক্ষাগত যোগ্যতা কেমন লাগে?

গার্মেন্টস মার্চেন্ডাইজার হওয়ার জন্য নির্দিষ্ট কোন ডিগ্রি নাই।যে কেউ কোন রেপুটেড ইউনিভার্সিটি হতে যে কোন বিষয় নিয়ে অনার্স ডিগ্রিপ্রাপ্ত ব্যক্তি গার্মেন্টস মার্চেন্ডাইজার হতে পারে।তবে যারা টেক্সটাইল নিয়ে পড়াশুনা করেছে, তারা বেশি অগ্রাধিকার পেয়ে থাকে।


৩. ফ্রেসাররা কিভাবে গার্মেন্টস মার্চেন্ডাইজার হতে পারে?

এই সেক্টরে আবেদন করার আগে, অবশ্যই টেক্সটাইল গার্মেন্টসের বেসিক টার্ম গুলো জানতে হবে।যেমন- প্রোডাক্ট টাইপ, ফেব্রিক টাইপ, নীটিং, ডাইং, ওয়াশিং, প্রিন্টিং, এমব্রয়ডারি এবং টেক্সটাইল রিলেটেড কিছু এব্রিভিয়েশন।যারা টেক্সটাইল এবং এপ্যারেল নিয়ে পড়েছে বা যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শর্ট কোর্স করে, তারা অনেক ভাল জানেন এবং সুবিধা পেয়ে থাকেন।


৪. প্রাথমিক অবস্থায়, গার্মেন্টস মার্চেন্ডাইজারের কোন অভিজ্ঞতা থাকতে হয় কি?

সব জবেই অভিজ্ঞতা খুব গুরুত্বপুর্ণ।এই ক্ষেত্রেও একই।তবে প্রাথমিক অবস্থায় ট্রেইনি গার্মেন্টস মার্চেন্ডাইজার হতে অভিজ্ঞতার কোন দরকার নাই।কিন্তু মার্চেন্ডাইজিং টার্ম গুলো অবশ্যই জানতে হবে।


৫. কিভাবে গার্মেন্টস মার্চেন্ডাইজিং জব খুঁজা উচিত?

প্রথমত একটি সিভি সুন্দর করে প্রস্তুত করতে হবে।তারপর ফাক্টরির মার্চেন্ডাইজারের কাছে হ্যান্ড টু হ্যান্ড বা ইমেল করতে হবে।এতে সুবিধা হল, তখন তাদের ভ্যাকান্সি খালি হবে তখন ইন্টার্ভিউ এর জন্য কল করবে।অনলাইন বিভিন্ন সাইটে আপ্লাই করতে হবে।যদি অনলাইনে জব খুঁজে পান, তাহলে শুধু অনলাইনে আপ্লাই করলে হবে না,ফাক্টরি এড্রেসেও আপ্লাই করতে হবে।


৬. গার্মেন্টস মার্চেন্ডাইজিং পোস্টে কিভাবে আপ্লিকেশন করব?

অলরেডি ৫ নং প্রশ্নের উত্তরে এটা আলোচনা করা হয়েছে।তাছাড়া জব সার্কুলার পাব্লিকেশনের ১-৩ মধ্যে সিভি সাবমিট করতে হবে।যদি ৫ দিনের বেশি হয়ে যায় তাহলে এটা আর ফলো করা হয় না।কেননা অধিকান্ত ক্ষেত্রে ডেডলাইন ফলো করা হয় না।


৭. গার্মেন্টস মার্চেন্ডাইজিং পোস্টে আবেদনকারীর সিভিতে কি কি পয়েন্ট থাকতে হবে?

কিছু পয়েন্ট যা সিভিতে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে।যেমন-

- আরজিএম সেক্টর রিলেটেড ক্যারিয়ার অবজেক্টিভ।

- মার্চেন্ডাইজিং অভিজ্ঞতা (যদি অভিজ্ঞতা থাকে)

- আগের ফাক্টরির রেসপন্সিবিলিটি (যদি অভিজ্ঞতা থাকে)

- এই সেক্টরে এক্সট্রা কোন কোর্স করে থাকলে (যদি ফ্রেসার হয়)

- ইংলিশ স্পোকেন কোর্স এবং কম্পিউটার কোর্স (ফ্রেসার এবং অভিজ্ঞতা উভয়ের জন্য)

- সর্বশেষ পরিচিত কারো রেফারেন্স দিতে, যে আপনাকে সহজেই চিনতে পারবে এবং আপনার সন্বন্ধে কিছু বলতে পারবে।


৮. গার্মেন্টস মার্চেন্ডাইজিং পোস্টে সিলেকশন করা হয় কিভাবে?

প্রাথমিক অবস্থায়, এই পোস্টে সিলেকশনের জন্য কিছু বিষয় বিবেচনা করা হয়।যেমন-

- আপ্লিকেন্ট টেক্সটাইল এবং এপ্যারেল ম্যানুফেকচুরিং ডিপার্টমেন্ট এর কিনা

- রেডিমেড গার্মেন্টস সম্বন্ধে মিনিমাম আইডিয়া আছে কিনা (যদি ফ্রেসার হয়)

- জব সার্কুলারে যে পয়েন্ট উল্লেখ করা হয়েছে সে গুলো আছে কিনা

- আগের অর্গানাইজেশন সম্বন্ধে (যদি অভিজ্ঞতা থাকে)

- দ্রুত জব চেঞ্জ করার অ্যাটিচুড

- ইউনিভার্সিটি না ইন্সটিটিউট থেকে গ্রাজুয়েট করেছে

- সিজিপিএ

- কম্পিউটার কোর্স

- ইংলিশ স্পোকেন কোর্স


৯. রিটেন এক্সামে কি ধরনের প্রশ্ন করা হয়?

অধিকাংশ ক্ষেত্রে অভিজ্ঞদের রিটেন এক্সাম নেওয়া হয়।টোটাল মার্চেন্ডাইজিং এর উপর প্রশ্ন করা হয়।যেমন- ফেব্রিক কনজাম্পশন ডিটারমিনিশন, কস্টিং, নীটিং, ডাইং, গার্মেন্টস ডাইং, ওভার ডাইং, কল্ড ডাই, পিগমেন্ট ডাই, ইনসাইড ডাই, আউটসাইড ডাই, ওয়াশিং টাইপ, সান্ডবাস্টিং, এমব্রয়ডারি টাইপ, এমব্রয়ডারি কস্টিং, পলিব্যাগ কনজাম্পশন, পলিব্যাগ কস্টিং, কার্টন কনজাম্পশন, কার্টন কস্টিং, লোকাল এবং ইন্টারন্যাশনাল মার্কেট রিসার্স ইত্যাদি।

ফ্রেসাররা জন্য রিটেন এক্সামে প্রশ্ন করা হয়।যেমন- ফেব্রিক টাইপ, নীটিং, ডাইং, ওয়াশিং, প্রিন্টিং, এমব্রয়ডারি, টেক্সটাইল রিলেটেড কিছু এব্রিভিয়েশন, ফেব্রিক কনজাম্পশন এবং কস্টিং সুত্র ইত্যাদি।


১০. ইন্টার্ভিউ এ কি ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে?

ইন্টার্ভিউতে সাধারণত মার্চেন্ডাইজিং থেকে গুরুত্বপূর্ণ কিছু জিজ্ঞাসা করা হয়ে থাকে।যেমন-

- কিছু ফেব্রিকের নাম (যদি ফ্রেসার হয়)

- ফেব্রিক আইডেন্টিফিকেশন ( যদি অভিজ্ঞতা থাকে)

- ফেব্রিক জিএসএম এজাম্পশন (যদি অভিজ্ঞতা থাকে)

- বিভিন্ন কস্টিং এবং বাইং হাউজ টার্ম

- টেক্সটাইলের কমন কিছু এব্রিভিয়েশন

- গার্মেন্টস ওয়াশ আইডেন্টিফিকেশন (যদি অভিজ্ঞতা থাকে)


১১. একজন ইন্টার্ভিউয়ার ইন্টার্ভিউ নেওয়ার সময় যে ইন্টার্ভিউ দেয় তার কি কি বিষয় লক্ষ্য করেন?

ইন্টার্ভিউয়ার যে বিষয় গুলো লক্ষ্য করেন..

- কনফিডেন্স এর সাথে ইংরেজিতে উত্তর (যদিও উত্তর ভুল হয়)

- অ্যাটিচুড

- কমিউনিকেশন বিল্ড আপ ইফিসিয়েন্সি

- আই কন্টাক্ট উইথ ইন্টার্ভিউয়ার

- স্টাইলিশ

- ভীত না কিনা

- ওভার স্মার্ট (নেগেটিভ) 


১২. গার্মেন্টস মার্চেন্ডাইজিং  ওয়ার্কিং প্রোসিডিউর কি?

গার্মেন্টস মার্চেন্ডাইজিং ওয়ার্কিং প্রোসিডিউর দুই ধরনের।যেমন- এক বাইং মার্চেন্ডাইজিং অন্যটি ফ্যাক্টরি মার্চেন্ডাইজিং ।বাইং মার্চেন্ডাইজারদের কাজ-

বায়ার নেগসিয়েশন, বায়ার থেকে অর্ডার রিসিভ করা, ফেব্রিক কনজাম্পন, কস্টিং, ফ্যাক্টরি ইভালুয়েশন, অর্ডার প্লেসমেন্ট, অর্ডার ফলোআপ, প্রয়োজনীয় এক্সেসোরিজ ফ্যাক্টরিতে সাপ্লাই করা, ম্যানুফেকচুরিং ডেডলাইন ফলোআপ, গার্মেন্টস প্রোডাকশন ফলোআপ, কোয়ালিটি ইনসিওর, বায়ারকে প্রোডাক্ট সাপ্লাই করা ইত্যাদি।

আর ফ্যাক্টরি মার্চেন্ডাইজাররা বাইং মার্চেন্ডাইজারদের অর্ডার ফলো করেন।


১৩. গার্মেন্টস মার্চেন্ডাইজিং এ ইংলিশ, কম্পিউটার এবং কমিউনিকেশন বিল্ড আপ দক্ষতার গুরুত্ব কেমন?

একজন গার্মেন্টস মার্চেন্ডাইজার হিসাবে বায়ারের সাথে ইংলিশে কমিউনিকেশন করতে হবে। ইংলিশে ফ্লুয়েন্ট কথা বলতে পারলে কমিউনিকেশন বিল্ড আপ হবে।তাই একজন গার্মেন্টস মার্চেন্ডাইজারের জন্য ইংলিশে ইফিসিয়েন্সি থাকা খুব দরকার।একজন পারফেক্ট মার্চেন্ডাইজার হতে কম্পিউটার এবং কমিউনিকেশন বিল্ড আপ ইফিসিয়েন্সি খুব গুরুত্বপূর্ণ। 


১৪. গার্মেন্টস মার্চেন্ডাইজারের সালারি এবং সুযোগ সুবিধা  কেমন?

অভিজ্ঞ গার্মেন্টস মার্চেন্ডাইজারদের যথেষ্ট সালারি আছে।যদি আপনি দক্ষ মার্চেন্ডাইজার হতে পারেন, তাহলে খুব সহজেই অনেক ভাল সালারিতে জব চেঞ্জ করতে পারেন।ফ্রেসারদের সালারি সাধারণত ১২ হাজার থেকে শুরু হয়।বাংলাদেশে গার্মেন্টস মার্চেন্ডাইজারের সালারি ১২ হাজার থেকে শুরু করে ৪-৫ লাখ পর্যন্ত হয়ে থাকে।


১৫. নিউকামারদের জন্য আপনার উপদেশ কি?

যদি  আপনি গার্মেন্টস মার্চেন্ডাইজিং এ ক্যারিয়ার গড়তে চান, তাহলে নিজেকে কিছু বিষয়ে প্রস্তুতি নিতে হবে।সেগুলো হল-

- নিজেকে গার্মেন্টস সেক্টরে ডেডিকেট করতে হবে

- জব স্টামিনা

- যেকোন ধরনের চ্যালেঞ্জ গ্রহণের প্রবণতা থাকতে হবে

- নতুন কোন কিছু জানার আগ্রহ থাকতে হবে

- অলস হওয়া যাবে না

- সময়ের সঠিক ব্যবহার করতে হবে।

সর্বশেষ, একটা কথা বলতে পারি, এই সেক্টরে ৪-৫ বছর সারভাইভ করতে পারলে আর পিছনে ফিরে দেখতে হবে না।


#রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত। 

Post a Comment

6 Comments