আপনারা জানেন হয়তো কাটিং এর SMV বের করার পদ্ধতি নিয়ে আমরা আর্টিকেল লিখছি। কাটিং এ যেহেতু অনেকগুলো প্রসেস তাই প্রত্যেকটা প্রসেসের উপর পর্ব আকারে আমরা SMV বের করার পদ্ধতি নিয়ে আলোচনা করছি। কাটিং এর প্রথম প্রসেস ফেব্রিক আনরোলিং। সেটার উপর ইতোমধ্যে একটা পর্ব এর আগে লিখেছি। কাটিং এ যেহেতু অনেকগুলো প্রসেস আছে তাই পর্ব আকারে পোস্টগুলো লিখছি। গত পর্বে ফেব্রিক আনরোলিং এর SMV বের করার পদ্ধতি আলোচনা করেছিলাম। আজকে খুব গুরুত্বপূর্ণ প্রসেস ফেব্রিক স্প্রেডিং এর SMV বের করার পদ্ধতি সম্পর্কে জানব ইন-শা-আল্লাহ।
ফেব্রিক আনরোলিং এর SMV জানতে ক্লিক করুন ফেব্রিক আনরোলিং SMV
তার আগে SMV মানে কি সেটা আরেকবার স্মরন করে নেই চলুন।
SMV= Basic Time + Allowance
Here,
Basic Time=Observed time*Performance Rating
So,
SMV=(Observed time*Performance Rating)+Allowance
এক কথায় বা সহজভাবে বলতে গেলে SMV বলতে বুঝায় একটা প্রসেস একক পরিমান সম্পন্ন করতে যে সময় লাগে সেই সময়টাই ঐ প্রসেসের SMV বা প্রসেস টাইম।
প্রসেস ২:-
ফেব্রিক স্প্রেডিং SMV
ফেব্রিক স্প্রেডিংঃ-
দৈর্ঘ্য এবং প্রস্থ ঠিক রেখে ফেব্রিককে লে আকারে একের উপরে আরেকটা বিছানোর পদ্ধতিকে ফেব্রিক স্প্রেডিং বা ফেব্রিক লেইং বলে। ছবির দিকে তাকালে প্রক্রিয়াটা বুঝতে পারবেন।
প্রথমে আমাদের জানতে হবে আসলে ফেব্রিক স্প্রেডিং SMV বলতে কি বুঝায়। SMV মানেতো আমরা জানি যে, একটা প্রসেস স্ট্যান্ডার্ড পদ্ধতিতে একক পরিমান সম্পন্ন করতে যে সময় লাগে। অর্থাৎ স্প্রেডিং SMV বলতে আমরা বুঝব এক পিস গার্মেন্টস স্প্রেড করতে বা লে দিতে যতটুকু সময় লাগবে।
এখানে,
একটা সমস্যায় পড়তে হয় সেটা হচ্ছে যেহেতু আপনি একটা লে বা সম্পুর্ণ লে থেকে একাধিক গার্মেন্টস আউটপুট পাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে SMV বের করার জন্য এক পিস গার্মেন্টসের স্প্রেডিং টাইম বের করতে হবে।
তবে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা স্ট্যান্ডার্ড বা ক্রাইটেরিয়া সেট করব। সময় নেওয়ার ক্ষেত্রে বা টাইম স্টাডি করার ক্ষেত্রে বিষয়গুলো বিবেচনা করব। ক্রাইটেরিয়াগুলো হচ্ছেঃ-
১ মেশিন স্পিডঃ-
আমরা সবাই জানি অটো স্প্রেডিং মেশিনে ফরওয়ার্ড মুভমেন্টের জন্য এক ধরনের স্পিড সেট করতে হয় এবং ব্যাকওয়ার্ড মুভমেন্টের জন্য আলাদা স্পিড সেট করতে হয়। সাধারনত সব মেশিনেই ১ থেকে ১০ পর্যন্ত স্পিড স্কেল থাকে। ১ বলতে বুঝায় সবচেয়ে কম স্পিড এবং ১০ বলতে বুঝায় সবচেয়ে বেশী স্পিড। সাধারনত ফরওয়ার্ড মুভমেন্টের জন্য ৮-৯ স্পিড থাকে। কারন এক্ষেত্রে কোন ফেব্রিক স্প্রেডিং হচ্ছেনা। আর ব্যাকওয়ার্ড মুভমেন্টের জন্য ফেব্রিকের ক্যাটাগরির উপর ভিত্তি করে মেশিন স্পিড সেট করতে হবে । যেমনঃ- ১০০% সিঙ্গেল জার্সি ১৬০ জিএসএমের ক্ষেত্রে সাধারনত ব্যাকওয়ার্ড মুভমেন্ট স্পিড বা স্প্রেডিং স্পিড ৬-৭। ভিসকোসের ক্ষেত্রে সাধারনত ব্যাকওয়ার্ড মুভমেন্ট স্পিড বা স্প্রেডিং স্পিড ৫-৬ ইত্যাদি।
ফরওয়ার্ড মুভমেন্ট এবং ব্যাকওয়ার্ড মুভমেন্ট বুঝার জন্য ভিডিওটি ক্লিক করুন।
২ মার্কারের দৈর্ঘ্যঃ-
কত গজের মার্কার তার উপর ভিত্তি করে আপনার অটো স্প্রেডিং মেশিনের রানিং টাইম ডিপেন্ড করে। মার্কার লেন্থ বেশী হলে একটা লে দিতে যে সময় লাগে মার্কার লেন্থ কম হলে একটা লে দিতে তারচেয়ে কম সময় লাগবে।
৩ মেশিনের টেনশনঃ-
ব্যাকওয়ার্ড মুভমেন্টের সময় একটা নির্দিষ্ট টেনশনের উপর ভিত্তি করে ফেব্রিক লেইং বা স্প্রেডিং হতে থাকে। অর্থাৎ ব্যাকওয়ার্ড মুভমেন্টের স্পিড এবং মেশিন থেকে ফেব্রিক রিলিজ বা স্প্রেড হওয়ার স্পিড সমানুপাতিক হতে হয়।
SMV বের করার পদ্ধতিঃ-
প্রথমে ধরে নেই আমরা ১৬০ জিএসএমের ১০০% সিঙ্গেল জার্সি ফেব্রিকের স্প্রেডিং SMV বের করব। যার লে সংখ্যা ১০০ এবং মার্কার পিস ২০।
অর্থাৎ এই লে থেকে কাটিং এর পর আমরা , ১০০*২০= ২০০০ পিস গার্মেন্টস পাব।
এবার আমরা টাইম স্টাডি করব। ফেব্রিক মেশিনে লোড করার শুরু থেকে ১০০ লে দেওয়া পর্যন্ত মোট সময় কাউন্ট করে নিব। ধরা যাক এতে সময় লাগল ১.৫ ঘন্টা বা ৯০ মিনিট। যেহেতু দুইজন ম্যানপাওয়ার এই প্রসেসটা সম্পন্ন করে তাই বের করার জন্য মোট সময়কে প্রথমে দুই দিয়ে ভাগ করে নিতে হবে। এক্ষেত্রে মোট সময় হবে, ৯০/২= ৪৫ মিনিট।
তাহলে SMV হবে,
ফেব্রিক স্প্রেডিং SMV= (৪৫/২০০০) মিনিট
=০.০২২৫ মিনিট
So,
SMV=(Observed time*Performance Rating)+Allowance
= (০.০২২৫*১০০%)+১৫%
=০.০২৬
(চলবে.................)
*লেখক স্বত্ত্বঃ- Mamun Rezwan
*রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত
5 Comments
Thanks..
ReplyDeletegood article..
next article about cutting SMV Publish please..
We will publish next SMV about (Cutting process) In-Sha-Allah
Deletebetmatik
ReplyDeletekralbet
betpark
tipobet
kibris bahis siteleri
poker siteleri
bonus veren siteler
mobil ödeme bahis
slot siteleri
4LVOBE
gfhgh
ReplyDeleteشركة صيانة افران بالقطيف
شركة غسيل مكيفات بالاحساء
مكافحة حشرات 5mttw70CG8
ReplyDelete